কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর ২০২২

435
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক
  • ইরানে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন ১২০০-এরও বেশি ছাত্রছাত্রী। মূলত খারজমি ও আর্ক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা অবশ্য এই ঘটনার পিছনে রাজনীতির অঙ্ক দেখছেন। বস্তুত , ইরানে হিজাব নিয়ে সরকার বিরোধী আন্দোলনে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ডেকেছে ছাত্রছাত্রীরা। তার আগেই এই ঘটনা নেহাত কাকতলীয় নয় বলেই তারা মনে করছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ।
  • আফগানিস্তানে পুনরায় প্রকাশ্যে ফাঁসি দেওয়া হল। একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হেরাত প্রদেশের বাসিন্দা তাজমির। এরপর পশ্চিম ফারাহ প্রদেশের একটি স্টেডিয়ামে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাঁকে ফাঁসিতে ঝোলানো হল। গত বছরের আগস্ট মাসে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠার পর থেকেই এই ভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।
 জাতীয়
  • দিল্লি পৌরসভার নির্বাচনে জয়ী হল আম আদমি পার্টি (আপ)। পনেরো বছর পর ক্ষমতা হারালো বিজেপি । পৌরসভার মোট  ২৫০ আসনের মধ্যে আপ পেয়েছে ১৩৪টি আসন। গতবারের তুলনায় তারা ৮৬টি বেশি আসন পেল। ২০১৭ সালের পৌরভোটে ২৬.২৩ শতাংশ ভোটের তুলনায় আপ এ বছর পেয়েছে ৪২.২ শতাংশ ভোট।। অন্যদিকে , ২০১৭ সালের তুলনায় বিজেপির ভোট বাড়লেও, ১৮২ আসন থেকে তাদের আসন সংখ্যা নেমে এসেছে ১০৪ আসনে। অবশ্য শতাংশের বিচারে ভোট বেড়েছে তাদের।  এবছর তারা পেয়েছে ৩৯.১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬.০৮ শতাংশ। এবার দিল্লি পৌরভোটে কংগ্রেস পেয়েছে ১১.৬৪ শতাংশ ভোট। আগের বার তারা ভোট পেয়েছিল ২১.০৯ শতাংশ।বিগত নির্বাচনে কংগ্রেসের জেতা ওয়ার্ড ছিল ৩০। এ বার তা নেমে এসেছে  ৯টিতে। দিল্লির প্রথম রূপান্তর কামী প্রার্থী হিসেবে জয়ী হলেন ববি কিন্নর। সুলতানপুরী আসন থেকে আপ – এর হয়ে তিনি দাঁড়িয়েছিলেন।
  • দেশের কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে , গত ৫ বছরে দেশে ৫৬ জন বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই । সবথেকে বেশি অনুরূপ ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরল, পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে।
 খেলা
  • বাংলাদেশ সফরে প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হারার পর বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচেও ভারত ৫ রানে হেরে গেল। ভারত সেই সঙ্গেসঙ্গেই এক দিনের সিরিজও হারালো। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে নিজেদের মাটিতে পরপর দুটি ম্যাচেই পরাস্ত করল লিটন দাস নেতৃত্বাধীন বাংলাদেশ। এদিন বাংলাদেশের মীরপুরে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে জীবনের প্রথম শতরান করলেন মেহেদি।
  • কাতার বিশ্বকাপ ফুটবলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের হয়ে খেলতে নেমে কয়েকটি নজির গড়লেন র‍্যামোস গনসালো। নিজের জীবনের প্রথম বিশ্বকাপেই হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ২০০২ সালে জার্মানির মিরোস্লাভ ক্লোজ নিজের প্রথম বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। তাছাড়া নক আউট পর্বে হ্যাটট্রিক করেও নতুন নজির গড়েছেন গনসালো। ১৯৯০ সালের দীর্ঘ ৩২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ফুটবলার হিসাবে তিনি হ্যাটট্রিক করেছেন । সে বার কোস্টারিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন চেক প্রজাতন্ত্রের টমাস স্কুরাভি । শুধু তাই নয় , ২১ বছর বয়সী র‌্যামোস গনসালো হলেন বিশ্বকাপের ইতিহাসের কনিষ্ঠতম ফুটবলার, যিনি নকআউট পর্বে হ্যাটট্রিক করলেন। এই নজির এতদিন ছিল পেলের দখলে। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে নজির গড়েছিলেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে একটি তথ্য সামনে এসেছে । শেষ ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখেননি পর্তুগাল কোচ । ২০০৪ সালের ইউরো কাপের পর ৬৭৪৭ দিন পেরিয়ে আবার অনুরূপ ঘটনা ঘটল যে, ফিট হওয়া সত্ত্বেও প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম।
  • বোগোটায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন ভারতের মীরাবাই চানু। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় রুপোর পদক জিতলেন তিনি। ৪৯ কেজি বিভাগে মোট ২০০ কিলোগ্রাম ওজন তুলে রুপো জিতেছেন তিনি। অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের হোউ ঝিহুইকে হারিয়ে দিয়েছেন চানু।

 

 বিবিধ
  • ৩৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। গত মে মাস থেকে ৫ দফায় মোট ২২৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করল তারা। মূল্যবৃদ্ধি রুখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক-এর গভর্নর শক্তিকান্ত দাস। গত ১০ মাস ধরে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্ক বেঁধে দেওয়া সীমার ওপর দিয়ে যাচ্ছে।