কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২২

379
0
daily current affairs

আন্তর্জাতিক
  • পেরুর নতুন রাষ্ট্রপতি হলেন ডিনা বলুয়ার্তে। এই প্রথম কোনও মহিলা পেরুর রাষ্ট্রপতি হলেন। এদিন নাটকীয়ভাবে বর্তমান রাষ্ট্রপতি পেদ্রো কস্তিয়ালোকে ইমপিচ করার পর দায়িত্ব নিলেন তিনি।
  • সমলিঙ্গে বিয়ে করার বিষয়টিকে বৈধ হিসেবে ঘোষণা করতে এবিষয়ে একধাপ এগলো মার্কিন যুক্তরাষ্ট্র। হাউস অফ রিপ্রেজেনটেটিভে পাশ হয়েছে এই সংক্রান্ত একটি বিল । গত সপ্তাহে সেনেটেও তা অনুমোদিত হয়েছিল। ৫০ জন ডেমোক্র্যাট ও ১২ জন রিপাবলিকান সেনেটর এই বিল পেশ করেন।
জাতীয়
  • গুজরাটে বিধানসভা নির্বাচনে জয়ী হল বিজেপি। সেখানে ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৫৬টিতে জয় পেল বিজেপি। সেখানে কংগ্রেস ১৭ টি ও আপ পেয়েছে ৫টি আসন । এত বিপুল আসনে জয়লাভ গুজরাটে নতুন রেকর্ড। ভেঙে গেল ১৯৮৫ সালে গুজরাটে বিধানসভা ভোটে কংগ্রেসের ১৪৯টি আসনে জেতার রেকর্ড।শতাংশের বিচারে বিজেপি , কংগ্রেস এবং আম আদমি পার্টি পেয়েছে যথাক্রমে ৫২.৫, ২৭.৩ ও ১২.৯ শতাংশ ভোট।এর আগে বিজেপি সর্বোচ্চ ১২৭টি আসন জিতেছিল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আমেদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে ২ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছেন।
  • হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি-কে হারিয়ে ক্ষমতা দখল করল কংগ্রেস। হিমাচলের মোট ৬৮টি আসনের মধ্যে ৪০টিতে জিতেছে কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ২৫টি আসনে। এই রাজ্যে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য ১ শতাংশেরও কম। কংগ্রেসের ৪৩.৯ শতাংশ ভোটের জবাবে বিজেপির প্রাপ্তি ৪৩ শতাংশ। বিগত ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৪৪টি আসনে জিতেছিল বিজেপি , পেয়েছিল ৪৮.১ শতাংশ ভোট। ২১টি  আসনে জিতেছিল কংগ্রেস, পেয়েছিল ৪১.৭ শতাংশ ভোট। ১৯৮৫ সাল থেকে এই রাজ্যে প্রতি ৫ বছর অন্তর ক্ষমতাসীন দলের পরিবর্তন ঘটে। এবারও তার অন্যথা হল না।
  • ঘূর্ণিঝড় ‘মানদৌস’ আছড়ে পড়ার আশঙ্কায় চরম সতর্কতা জারি করা হল তামিলনাড়ুতে।
  • দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৮৫ জন টেলিফোন ব্যবহার করেন। বর্তমানে দেশে টেলি ঘনত্বের হার ৮৪.৮৬ %। দিল্লিতে তা ২৬৯.৫২ % । দেশের শহরাঞ্চলে তা ১৩৪.৬২ % । এই তথ্য প্রকাশ করল ট্রাই।
 খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় এটিকে মোহনবাগান ১-০ গোলে পরাস্ত করল জামশেদপুর এফসিকে। এবারের আইএসএল প্রতিযোগিতায় এটি মোহনবাগানের ষষ্ঠ জয়।
 বিবিধ
  • মাত্র ১৮ বছর বয়সে মেয়র পদে বসলেন জেলেন স্মিথ। মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানস প্রদেশের আর্ল শহরের মেয়র হলেন জেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই সবথেকে কনিষ্ঠ মেয়র।
  • একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল ‘হ্যারি অ্যান্ড মেগান’ নামক তথ্যচিত্রের প্রথম তিনটি এপিসোড । সেখানে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের খেতাব-ত্যাগী রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান । হ্যারি স্পষ্ট অভিযোগ করেছেন, মেগান ভিন্ন জাতির হওয়ায় তাঁকে মেনে নেওয়ার জন্য যথেষ্ট উদার হতে পারেনি রাজপরিবার।
  • বাংলা টেলিভিশন ধারাবাহিকের পরিচালক বিষ্ণু পাল চৌধুরী (৬৭) প্রয়াত হলেন। ‘জননী’ , ‘কনকাঞ্জলি’ প্রভৃতি ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।