পেরুর নতুন রাষ্ট্রপতি হলেন ডিনা বলুয়ার্তে। এই প্রথম কোনও মহিলা পেরুর রাষ্ট্রপতি হলেন। এদিন নাটকীয়ভাবে বর্তমান রাষ্ট্রপতি পেদ্রো কস্তিয়ালোকে ইমপিচ করার পর দায়িত্ব নিলেন তিনি।
সমলিঙ্গে বিয়ে করার বিষয়টিকে বৈধ হিসেবে ঘোষণা করতে এবিষয়ে একধাপ এগলো মার্কিন যুক্তরাষ্ট্র। হাউস অফ রিপ্রেজেনটেটিভে পাশ হয়েছে এই সংক্রান্ত একটি বিল । গত সপ্তাহে সেনেটেও তা অনুমোদিত হয়েছিল। ৫০ জন ডেমোক্র্যাট ও ১২ জন রিপাবলিকান সেনেটর এই বিল পেশ করেন।
জাতীয়
গুজরাটে বিধানসভা নির্বাচনে জয়ী হল বিজেপি। সেখানে ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৫৬টিতে জয় পেল বিজেপি। সেখানে কংগ্রেস ১৭ টি ও আপ পেয়েছে ৫টি আসন । এত বিপুল আসনে জয়লাভ গুজরাটে নতুন রেকর্ড। ভেঙে গেল ১৯৮৫ সালে গুজরাটে বিধানসভা ভোটে কংগ্রেসের ১৪৯টি আসনে জেতার রেকর্ড।শতাংশের বিচারে বিজেপি , কংগ্রেস এবং আম আদমি পার্টি পেয়েছে যথাক্রমে ৫২.৫, ২৭.৩ ও ১২.৯ শতাংশ ভোট।এর আগে বিজেপি সর্বোচ্চ ১২৭টি আসন জিতেছিল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আমেদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে ২ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতেছেন।
হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি-কে হারিয়ে ক্ষমতা দখল করল কংগ্রেস। হিমাচলের মোট ৬৮টি আসনের মধ্যে ৪০টিতে জিতেছে কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ২৫টি আসনে। এই রাজ্যে দুই দলের প্রাপ্ত ভোটের পার্থক্য ১ শতাংশেরও কম। কংগ্রেসের ৪৩.৯ শতাংশ ভোটের জবাবে বিজেপির প্রাপ্তি ৪৩ শতাংশ। বিগত ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৪৪টি আসনে জিতেছিল বিজেপি , পেয়েছিল ৪৮.১ শতাংশ ভোট। ২১টি আসনে জিতেছিল কংগ্রেস, পেয়েছিল ৪১.৭ শতাংশ ভোট। ১৯৮৫ সাল থেকে এই রাজ্যে প্রতি ৫ বছর অন্তর ক্ষমতাসীন দলের পরিবর্তন ঘটে। এবারও তার অন্যথা হল না।
ঘূর্ণিঝড় ‘মানদৌস’ আছড়ে পড়ার আশঙ্কায় চরম সতর্কতা জারি করা হল তামিলনাড়ুতে।
দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৮৫ জন টেলিফোন ব্যবহার করেন। বর্তমানে দেশে টেলি ঘনত্বের হার ৮৪.৮৬ %। দিল্লিতে তা ২৬৯.৫২ % । দেশের শহরাঞ্চলে তা ১৩৪.৬২ % । এই তথ্য প্রকাশ করল ট্রাই।
খেলা
আইএসএল প্রতিযোগিতায় এটিকে মোহনবাগান ১-০ গোলে পরাস্ত করল জামশেদপুর এফসিকে। এবারের আইএসএল প্রতিযোগিতায় এটি মোহনবাগানের ষষ্ঠ জয়।
বিবিধ
মাত্র ১৮ বছর বয়সে মেয়র পদে বসলেন জেলেন স্মিথ। মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানস প্রদেশের আর্ল শহরের মেয়র হলেন জেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই সবথেকে কনিষ্ঠ মেয়র।
একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল ‘হ্যারি অ্যান্ড মেগান’ নামক তথ্যচিত্রের প্রথম তিনটি এপিসোড । সেখানে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের খেতাব-ত্যাগী রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান । হ্যারি স্পষ্ট অভিযোগ করেছেন, মেগান ভিন্ন জাতির হওয়ায় তাঁকে মেনে নেওয়ার জন্য যথেষ্ট উদার হতে পারেনি রাজপরিবার।
বাংলা টেলিভিশন ধারাবাহিকের পরিচালক বিষ্ণু পাল চৌধুরী (৬৭) প্রয়াত হলেন। ‘জননী’ , ‘কনকাঞ্জলি’ প্রভৃতি ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।