কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর ২০২২

347
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • ইরানে হিজাব বিরোধী আন্দোলন প্রতিহত করতে আরও আগ্রাসী হয়ে উঠেছে প্রশাসন। এর আগে তারা পিছু হঠার যে ইঙ্গিত দিয়েছিল বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। হিজাব বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার দায়ে ধৃত  এক ২৩ বছরের যুবকের মৃত্যুদণ্ড এদিন কার্যকর করল ইরান। তার নাম মহসেন শেকারি। তিনি বিক্ষোভ দেখানোর সময় একজন নিরাপত্তা রক্ষীকে কুপিয়ে হত্যা করেছিলেন। একটি রিপোর্টে দাবি করা হয়েছে , হিজাব বিরোধী আন্দোলনকারীদের মুখ ও যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি চালাচ্ছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই এই হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে ইরানে।
  • গোটা বিশ্বের সঙ্গে তাল মেলাতে ২০২৩ সাল থেকে বয়স কমে যাবে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের। অধিকাংশের এক বছর , কারও কারও দুবছর বয়স কমবে। এর কারণ , সেদেশে জন্মের সময় বয়স ধরা হত এক বছর। ১৯৬০ সাল থেকে সেই নিয়মের পাশাপাশি আন্তর্জাতিক নিয়মও চালু ছিল। কিন্তু দুরকম নিয়মের বিভ্রান্তি এড়াতে পুরনো নিয়মে চলা নাগরিকদের বয়স বাড়িয়ে একটাই নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 জাতীয়
  • তামিলনাড়ুর মামাল্লাপুরমে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘মানদৌস’। এর জেরে তামিলনাড়ু , অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে অল্পবিস্তর ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।
  • গত এক দশকে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন ষোলো লক্ষাধিক মানুষ। গত বারো বছরে একমাত্র ২০২০ সাল বাদে প্রতি বছর লক্ষাধিক মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সাংসদ আবদুল খালেকের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এক লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন। এর বিপরীতে ভারতের নাগরিকত্ব গ্রহণ করার সংখ্যা নগন্য। বিশেষত , বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান বাদ দিলে অন্যান্য দেশের নাগরিকদের প্রতি বছর  ভারতীয় নাগরিকত্ব গ্রহণের সংখ্যা কয়েকশ মাত্র।
খেলা
  • কাতার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ব্রাজিলকে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে হেরে গেল ক্রোয়েশিয়ার কাছে । নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ে দুটি দলই একটি করে গোল করে । তারপর টাইব্রেকারে ব্রাজিল ০-৪ গোলে পরাস্ত হল ।  অন্য কোয়ার্টার ফাইনালও গড়াল টাইব্রেকারে । সেখানে আর্জেন্টিনা ৪-৩ গোলে পরাস্ত করল নেদারল্যান্ডসকে । নির্ধারিত সময়ে ও তারপর অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ২-২।
বিবিধ
  • এতদিন পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার ক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক বছরের জন্য অপেক্ষা করতে হত । একটি  রায়ে কেরল হাই কোর্ট ভারতীয় বিবাহবিচ্ছেদ আইনের সেই ১০-এ ধারাটিকেই অকার্যকর ঘোষণা করল।
  • নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার পদে মনোনীত হলেন সুস্মিতা শুক্ল । এই প্রথম কোনও ভারতীয় মহিলা ওই পদে বসছেন। সামনের মার্চ মাস থেকে দায়িত্ব নেবেন তিনি ।