কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২২

407
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • কাতারে একজন মার্কিন সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হল। গত ৯ ডিসেম্বর লুসেল আইকনিক স্টেডিয়ামে ম্যাচ কাভার করছিলেন গ্রান্ট ওয়াল নামে ওই সাংবাদিক। খেলার সময়ই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে যেতে জানা যায় যে তিনি প্রাণ হারিয়েছেন। এর আগে বিশ্বকাপ ফুটবল শুরুর পরপরই তাঁকে একবার আটক করেছিল পুলিশ। তিনি রামধনু রঙের টিশার্ট পড়েছিলেন বলে পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট করে জানায়নি কাতার সরকার। তাঁর ভাইয়ের দাবি, তিনি খুন হয়েছেন।
  • ইউক্রেনকে সাড়ে ২৭ কোটি ডলারের সামরিক সাহায্য পাঠানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের ক্ষমতার বলে এই নিয়ে ২৭ তম সিদ্ধান্ত নিলেন তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ভান্ডার হ্রাস পেয়েছে বলে জানিয়েছিল ইউক্রেন ।
জাতীয় 
  • তামিলনাড়ুতে ‘মানদৌস’ ঘূর্ণিঝড়ের প্রকোপে প্রাণহানি হয়েছে ২ জনের । শুধু চেন্নাইতেই চার শতাধিক গাছ ছিন্নমূল হয়েছে । তামিলনাড়ুর মামল্লপুরমে ( অতীতের মহাবলীপুরম ) এই সামুদ্রিক ঝড় প্রথম মাটি স্পর্শ করে ।
  • কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত আশিক নিংরুর বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন।কাশ্মীরের পুলওয়ামা জেলার নিউ কলোনিতে সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করেছিলেন জইশ কমান্ডার আশিক নিংরু। সেই বাড়িই ভেঙে দিল জেলা প্রশাসন।প্রসঙ্গত , ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ওই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন।

 

খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাস রচনা করল মরক্কো । আফ্রিকার প্রথম দেশ হিসেবে তারা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠল । এর আগে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২) ও ঘানা (২০১০) । দোহার আল থুমামা স্টেডিয়ামে  কোয়ার্টার ফাইনালে মরক্কো ১-০ গোলে পরাস্ত করল পর্তুগালকে। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস এদিনও প্রথম একাদশে রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । দোহার আল বায়েত স্টেডিয়ামে অপর  কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। ইংল্যান্ডের হয়ে এদিন নতুন নজির গড়ার পর মুহূর্তের ভুলে খলনায়ক হয়ে গেলেন হ্যারি কেন । এদিন একটি গোল করার সঙ্গেসঙ্গেই তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করলেন । এখন ওয়েন রুনি ও কেন দুজনেরই ইংল্যান্ডের হয়ে  আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যা ৫৩। কিন্তু পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কেন। ম্যাচের ৮১ মিনিটে এই সুযোগ হারানোর পর জেতার আর কোনও পথ পায়নি ইংল্যান্ড।
  • এবারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা- নেদারল্যান্ডস ম্যাচে নতুন নজির তৈরি হয়েছে । ওই ম্যাচে ৪৮ বার ফাউলের বাঁশি বেজেছে এবং ১৮ বার হলুদ কার্ড দেখানো হয়েছে । স্প্যানিশ রেফারি আন্তোনিও লাহোস ম্যাচটি পরিচালনা করেন । এরআগে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ২০১০ সালে শেষবার একটি ম্যাচে ১৪ বার হলুদ কার্ড ব্যবহার করা হয়েছিল ।
  • আনুষ্ঠানিকভাবে দেশের দেশের অলিম্পিক্স সংস্থার সভাপতি হিসেবে পি টি ঊষার নাম ঘোষিত হল। প্রথম মহিলা সভাপতি হিসেবে এই পদে বসলেন তিনি।   বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে বসেছেন ঊষা । ১৯৬০ সালের পরে আবার কোনও ক্রীড়াবিদ দেশের অলিম্পিক্স সংস্থার মাথায় বসলেন। এর আগে ১৯৩৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত এই সংস্থার সভাপতি ছিলেন ক্রিকেটার মহারাজা যাদবেন্দ্র সিংহ।
  • চট্টগ্রামে সিরিজের শেষ তথা চূড়ান্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ২২৭ রানে বাংলাদেশকে পরাস্ত করল ভারত। এদিন প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তোলে ৪০৯ রান । ভারতের ঈশান কিষান বিশ্বরেকর্ড করলেন । একদিনের ক্রিকেটে তিনি দ্রুততম দ্বিশতরান করলেন ( ১২৬ বলে)। শেষপর্যন্ত তিনি ১৩১ বলে ২১০ রান করলেন। তাঁর ইনিংসে রয়েছে ২৪ টি বাউন্ডারি , ১০ টি ওভার বাউন্ডারি। তিনি ভাঙলেন ক্রিস গেইলের ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ২০০ রানের রেকর্ড । এদিন শতরান করলেন বিরাট কোহলিও। মোট  শতরানের নিরিখে তিনি টপকে গেলেন রিকি পন্টিংকে (৭১) । ৪৮২ ম্যাচে বিরাটের শতরান হল ৭২।
বিবিধ 
  • বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখল চিনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এমন একটা পোশাক আবিষ্কার করল যা অনায়াসে ধুলো দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। সিসি টিভি ধরতে পারবে না এই পোশাকের উপস্থিতি। অথচ খালি চোখে তা দৃশ্যমান। এর নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’। উহান বিশ্ববিদ্যালয়েরস্কুল অব কম্পিউটার সায়েন্স-এর ছাত্রছাত্রীরা এটি নির্মাণ করেছে। ভারতীয় মুদ্রায় এর দাম ৫৭৬৯ টাকা । সামরিক বাহিনীর ক্ষেত্রে তা বিপ্লব আনতে পারে।