কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর ২০২২

schedule
2022-12-16 | 08:21h
update
2022-12-16 | 08:21h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • ইরানে পুনরায় প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হল এক ব্যক্তির । তাঁর নাম মজিদ রেজা রহনাবর্দ । এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে ইরানে দুজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হল । দুজনেই হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন । মজিদ রেজা রহনাবর্দ বিক্ষোভের সময় দুজন নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছিলেন বলে অভিযোগ।
  • সফল ভাবে সম্পূর্ণ হল নাসার ওরিয়ন ক্যাপসুলের চন্দ্র অভিযান। ২৫ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করেছে সেটি । এদিন মেক্সিকো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে সেটি।

 

জাতীয়
  • সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রয়াত অধ্যক্ষা প্ৰব্রাজিকা ভক্তিপ্রাণার ( ১০২ ) শেষকৃত্য সম্পন্ন হল। তিনি ছিলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চৌর্থ অধ্যক্ষা । জীবনের ৫৯ বছর তিনি টালিগঞ্জের মাতৃভবনে কাটিয়েছিলেন পীড়িত মানুষের সেবায় ।
  • সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০০৬ সালে তিনি কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ২৮ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
  • দ্বিতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র প্যাটেল।
  • দেশে প্রতিবছর গড়ে ৮০০ কিলোগ্রাম সোনা উদ্ধার হলেও পাচারকারীরা ধরা না পড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে ২০২০ ও ২০২১ ,এই দুবছর ২০০০ কিলোগ্রামের বেশি সোনা উদ্ধার হয়েছে। এবছর নভেম্বর পর্যন্ত ৩০৮৩ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে পাচারকারীদের থেকে।
  • দুবাইয়ে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
Advertisement

 

খেলা
  • মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারালো ইংল্যান্ড। ফলে পরপর দুই ম্যাচে জিতে সিরিজও জিয়ও নিশ্চিত করল ইংল্যান্ড।
  • কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরত পাঠানো হল বিতর্কিত রেফারি মাতেউ লাহোজকে। আর্জেন্টিনা – নেদারল্যান্ডস ম্যাচে ১৮ টি হলুদ কার্ড ব্যবহার করেছেন তিনি।
 বিবিধ
  • শীঘ্রই বাজার থেকে খোলা সিগারেট বিক্রি বন্ধ করা হবে বলে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সিগারেট বিক্রি কমাতে এই পরিকল্পনা বলে জানা গেছে।
  • ভারতীয় বায়ুসেনার গরুর কমান্ডো বাহিনীতে মহিলা অফিসার নিয়োগের সিদ্ধান্ত জানানো হল।
  • নভেম্বর মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার হয়েছে ৬ % । গত ১১ মাসের মধ্যে তা সর্বনিম্ন।
  • এই অর্থবর্ষে এপ্রিল থেকে নভেম্বর মাসে দেশে প্রত্যক্ষ কর সংগ্রহ ২৪.২৬ % বেড়ে হয়েছে ৮.৭৭ লক্ষ কোটি টাকা। এটি বাজেট লক্ষ্যমাত্রার ৬১.৭৯ %।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 12:25:18
Privacy-Data & cookie usage: