আন্তর্জাতিক
- ২০২৫ সালের মধ্যে দেশকে পুরোপুরি তামাকমুক্ত করতে উদ্যোগী হল নিউজিল্যান্ড। ২০০৯ সাল বা তার পরে যাদের জন্ম , তাদের জন্য সিগারেট বা যে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হল। এজন্য নতুন আইন পাশ হয়েছে তাদের আইন সভায়। নতুন বছর থেকে তা কার্যকর করা হবে।
- ব্রাজিলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে লুলা ডি সিলভা জয়ের শংসাপত্র পাওয়ার দিনেই রাজধানী ব্রাসিলিয়ায় হিংসাত্মক হামলা চালালো বিদায়ী রাষ্ট্রপতি জাইর বোলসেনারোর সমর্থকরা । তারা সেনা অভ্যুথানের দাবিও জানিয়েছে। অনেকে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে সন্দেহ করছেন । প্রসঙ্গত, ১৯৪৬ -২০০০ সালের মধ্যে ৮০টির বেশি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে নাক গলিয়েছে বলে জানা গেছে।
- সাধারণ নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের কট্টরপন্থী দল জামাতে ইসলামির প্রধান (আমির) শফিকুর রহমানকে গ্রেপ্তার করল পুলিশ । এই গ্রেফতারি ঘিরে মঙ্গলবার রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে ।
জাতীয়
- পুনরায় ভারত – চিন সীমান্তে অশান্তি ঘনিয়ে উঠল । অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) গত ৯ ডিসেম্বর রাতে দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে। এনিয়ে ভারত ও চিন পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, চিনা সেনারা এলএসি লঙ্ঘনের চেষ্টা করেছিল । অন্য দিকে, চিনা বিদেশ দফতরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দাবি করেছেন, প্রথম এলএসি পেরিয়েছিল ভারতীয় সেনা!
- পাক অধিকৃত কাশ্মীর সফর করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর মহাসচিব ব্রাহিম ত্বহা। তাঁর এই সফর ও কাশ্মীর নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ করল ভারত।
- ২০১৪ সাল থেকে এযাবৎ দেশ থেকে চুরি যাওয়া ২২৮টি প্রত্ন সামগ্রী ফেরত আনা সম্ভব হয়েছে বলে জানালো কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।
খেলা
- কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়ে দিল ক্রোয়েশিয়াকে। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ক্রোয়েশিয়ার কাছেই ০-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এদিন লুসেল স্টেডিয়ামে পেনাল্টি থেকে একটা গোল করেন লিওনেল মেসি। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা হল ১১। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে তিনিই এখন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। এদিন জোড়া গোল করলেন ইউলিয়ান আলভারেজ।
- দৃষ্টিহীনদের বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশকে। এই নিয়ে পরপর তিন ম্যাচে জয়লাভ করল ভারত।
বিবিধ
- ঋষি অরবিন্দের সার্ধ শত জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর চিত্র সম্বলিত ও নামাঙ্কিত স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিশা দেখালো মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি মন্ত্রক। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি এই বিদ্যুৎ উৎপাদন হবে সম্পূর্ণ দূষণ মুক্ত ভাবে। ৯০ বছরের গবেষণায় এই সাফল্য পেল ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি।