কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০২২

326
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে বিনা বিচারে কেবল সন্দেহের বশে সাধারণ মানুষের ওপর হামলা চালাতো ব্রিটিশ সেনা। মাত্র এক দশক আগের এইরকম একটি ঘটনা সামনে এনেছে একটি ব্রিটিশ দৈনিক। ২০১২ সালের ৬ আগস্ট ওই ঘটনায় নিমরোজ প্রদেশের শিষ আবা গ্রামে ৬ জনকে গুলি করে হত্যা করেছিল ব্রিটিশ রয়্যাল মিলিটারি পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গৃহপ্রধান আবদুল আজিজকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল তারা, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে সরব হলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাবল আলি ভুট্টো। তাঁর অভিযোগ মনগড়া বলে উড়িয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের মদত দেওয়া নিয়ে প্রশ্ন তুলে মনে করিয়ে দিয়েছেন যে, ওসামা বিন লাদেন কাদের আশ্রয়ে ছিল!
জাতীয়
  • নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের নর্থ লন গার্ডেন্সে মোহনদাস করমচাদঁ গান্ধির একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। মূর্তিটির নির্মাতা হলেন রাম সুতার। তিনি গুজরাটে ‘স্ট্যাচু অব লিবার্টি’ এরও নির্মাতা।
  • ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫৫০০ কিলোমিটার। ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হল।
  • গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নি সংযোগের ঘটনায় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষী ফারুককে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
খেলা
  • চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪০৪ রান করল । জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলল।
  • বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে ফ্রান্সের কাছে হেরে গেছে মরক্কো। সেজন্য তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে রেফারি সিজ়ার র‌্যামোসকে। মেক্সিকোর রেফারি সিজ়ার র‌্যামোসের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ দিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন। তাদের দাবি , রেফারির অন্তত দুটি সিদ্ধান্ত সরাসরি তাদের বিপক্ষে গেছে। নাহলে ফল অন্যরকম হতে পারত।
বিবিধ
  • ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , ক্রিকেট জগতের সৌরভ গঙ্গোপাধ্যায় , এবং জয়া বচ্চন , শাহরুখ খান , অরিজিৎ সিং, মহেশ ভাট, কুমার শানু, শত্রুঘ্ন সিন্‌হা, রানি মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ অভিনয় জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।