কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০২১

724
0
daily current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক
  • উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দীর্ঘকাল কূটনৈতিক রক্ষাকবচ দিয়ে এসেছিল ইকুয়েডর। এখন তারা অ্যাসাঞ্জকে দেওয়া নাগরিকত্ব প্রত্যাহার করল। অ্যাসাঞ্জ এখন ব্রিটেনের একটি কারাগারে বন্দি রয়েছেন।
  • জনপ্রিয় আফগান কৌতুক শিল্পী মোহাম্মদ শাজাহানকে গাছে ঝুলিয়ে গলাকেটে হত্যা করল তালেবান জঙ্গিরা। আফগানিস্থানে কর্মরত একজন বিদেশি সাংবাদিক মৃতদেহের ছবি সহ এই তথ্য জানালেন। আফগান সরকার জানিয়েছে গত কয়েকদিনে শতাধিক সাধারণ মানুষকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। এদিকে তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাবর সহ জঙ্গী দলের নেতারা চিমে গিয়ে চিনে বিদেশ মন্ত্রী ওয়াং ই-এর  সঙ্গে বৈঠক করলেন। প্রসঙ্গত চিন- আফগান সীমান্ত ৭৮ কিলোমিটার।
জাতীয়
  • কর্নাটকের অন্যতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বোম্মাই। ১৯৮৪ খালি তার পিতা ঈশান বোম্মাই কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রসঙ্গত এই রাজ্যে পিতা-পুত্র মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম নজির ছিল এইচ ডি দেবেগৌড়া এবং এইচডি কুমারস্বামীর।
  • উত্তরপ্রদেশের বারাবাঁকিতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ জন পরিযায়ী শ্রমিক। পাঞ্জাবের লুধিয়ানা থেকে ওই শ্রমিকরা বিহারে ফিরছিলেন।
  • হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়ার উপস্থিতিতে যুদ্ধবিমান রাফেল অন্তর্ভুক্ত হলো বিমান বাহিনীতে।
বিবিধ
  • ২০২১  সালের আদমশুমারি দেশের প্রথম ডিজিটাল জনগণনা হতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
খেলা
  • টোকিও অলিম্পিক এর পঞ্চম দিন পর পদক তালিকার প্রথম পাঁচটি স্থানে রয়েছে যথাক্রমে জাপান চিন মার্কিন যুক্তরাষ্ট্র আরওসি এবং অস্ট্রেলিয়া। ভারত রয়েছে ৪৩ তম ক্রমে। অলিম্পিক ফুটবলে ফ্রান্সকে ৪-০ গোলে পরাস্ত করল জাপান। প্রতিযোগিতা থেকে বিদায় নিল আর্জেন্টিনা ,জার্মানির ফুটবল দলও।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক হল ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাডিক্কল, নীতীশ রানা ও চেতন শাকারিয়ার। এই ম্যাচে ৬ উইকেটে হারল ভারত।
  • ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর (৮৮) প্রয়াত হলেন। তিনি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি আন্তর্জাতিক খেতাব জিতেছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক শতাধিক খেতাব জিতেছিলেন তিনি।