কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ডিসেম্বর ২০২২

360
0
Current Affairs 17th March

আন্তর্জাতিক
  • যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বিজয় দিবস পালন করা হল বাংলাদেশে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় সেনার কাছে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী  আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। তাদের নয় মাস ধরে চলা নিপীড়ন শেষপর্যন্ত পরাভব মেনেছিল। জন্ম নিয়েছিল নতুন রাষ্ট্র বাংলাদেশ। সেই থেকে এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশে।
  • রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কদর্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল আলি ভুট্টো। মাত্র একদিন আগে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথার লড়াই হয় তাঁর । ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে বিলাবলকে মনে করিয়ে দিয়েছিলেন যে, ওসামা বিন লাদেন পাকিস্তানের আশ্রয়ে ছিল। এরই জবাবে বিলাবল বলেন, “ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ এই কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত । বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যে তাঁর মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতাই প্রকাশ পেয়েছে।’
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে রুশ – ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কূটনৈতিক তৎপরতার সাহায্যে সমস্যা সমাধানের পথ খুঁজতে পরামর্শ দিয়েছেন পুতিনকে। বর্তমানে জি ২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত । সে বিষয়েও কথা হয়েছে দুজনের।
 জাতীয়
  • বিহারের সিওয়ান জেলায় বিষাক্ত মদ পান করে প্রাণহানি হল ৫ জনের। দুদিন আগেই বিহারের ছাপড়া জেলায় বিষাক্ত মদ পান করে প্রাণহানি হয়েছিল ২০ জনের। সেখানে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬০জন। প্রসঙ্গত, বিহারে মদ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই পরিস্থিতিতে ঘোষণা করলেন, “বেআইনিভাবে মদ খেয়ে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিজনদের কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া হবে না।“
  • সুপ্রিম কোর্টে নির্ধারিত শীতকালীন ছুটি বজায় থাকবে বলে জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রুচূড়। প্রসঙ্গত , কলেজিয়াম প্রথা , আদালতের ছুটি প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজুজুর সঙ্গে আদালতের মতবিরোধ প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
খেলা
  • চট্টগ্রাম টেস্টে ভারত বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা রাখল ৫১২ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ১৫০ রান। এদিন ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে । শতরান করলেন ভারতের চেতেশ্বর পূজারা ( অপরাজিত ১০২) ও শুভমন গিল (১১০) । চেতেশ্বর পূজারার এটি ১৯তম টেস্ট শতরান। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪২ রান করেছে।
  • নতুন রূপে ক্লাব বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রকাশ করল ফিফা । ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ৩২টি দল নিয়ে ২০২৫ সাল থেকে নতুন রূপে দেখা যেতে চলেছে ক্লাব বিশ্বকাপ। প্রতি বছরের বদলে চার বছর অন্তর আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপ। যদিও তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপের ক্লাবগুলো।
  • রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তর প্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দিল বাংলা।
  • আইএসএল প্রতিযোগিতায় মুম্বই এফ সি- এর কাছে ০-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।
বিবিধ
  • জি ২০ সম্মেলনের সময় এলাকা পরিষ্কার রাখতে কাশ্মীর গেটের হনুমান মন্দির অঞ্চল থেকে ভিক্ষুকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিল দিল্লি নগর আশ্রয় উন্নয়ন পর্ষদ। রাতের আশ্রয়স্থল হিসেবে নির্মিত এলাকায় তাঁদের সরানো হবে বলে জানানো হয়েছে।
  • বিশ্বের বৃহত্তম বেলনাকৃতি অ্যাকোরিয়াম ভেঙে পড়ল। ৪৬ ফুট দীর্ঘ ওই অ্যাকোরিয়ামটিতে ১০ লক্ষ লিটার জল ধরত। বার্লিনের একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের লবিতে রাখা ছিল সেটি। সেখানে ছিল প্রায় ১০০ প্রজাতির ১৫০০ মাছ। ২০০৩ সালে নির্মিত অ্যাকোরিয়ামটি বিশ্বের বৃহত্তম বেলনাকৃতি অ্যাকোরিয়াম হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিল। এদিন সেটি আচমকা ভেঙে পড়ল।