কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ডিসেম্বর ২০২২

368
0
daily current affairs
Courtesy: Goal.com

আন্তর্জাতিক 
  • ইউক্রেনের রাজধানী কিয়েভে লাগাতার ড্রোন হামলা চালালো রাশিয়া। দুদিন আগে কিয়েভে ধারাবাহিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রুশ সেনারা। ছোঁড়া হয়েছিল ৭০টি ক্ষেপণাস্ত্র। বিশেষত বিদ্যুৎ কেন্দ্র গুলি ছিল হামলার লক্ষ্য। এর ফলে প্রচন্ড ঠান্ডার মধ্যে কিয়েভ কার্যত নিষ্প্রদীপ হয়ে পড়েছে। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনার ছোঁড়া চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। রুশ- ইউক্রেন দশ মাস ধরে চলা যুদ্ধে রাশিয়ায় এই প্রথম ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের হামলা চলল। বেলগারোদ সীমান্তে ওই ক্ষেপণাস্ত্রের হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
  • আফগানিস্তানে একটি সুড়ঙ্গের মধ্যে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১৯ জন। কবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে সালাঙ নামের এই সুড়ঙ্গ উত্তর ও দক্ষিণ আফগানিস্তানের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তার মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
 জাতীয় 
  • কেন্দ্রীয় সরকার প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই পুরস্কার দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। পাবলিক ডিজিটাল প্লাটফর্মে ২০২২ সালের প্লাটিনাম পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দেশের ৮০০ মনোনয়নের মধ্যে থেকে প্রথম হয়েছে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প। ২০২০ দলের ১ ডিসেম্বর প্রথম চালু হয় ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এখনও পর্যন্ত ৫ বারে ৩.৬১ লক্ষ শিবির থেকে ৬.৬ কোটি পরিষেবা দেওয়া হয়েছে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেবেন তাঁর হাতে।
  • পরবর্তী ৩ বছরে দেশের আরও ২৫টি বিমানবন্দর বেসরকারি সংস্থাকে লিজ দেবে কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী ভিকে সিং সংসদে একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। এর মধ্যে বারাণসী, ভুবনেশ্বর, অমৃতসর, ত্রিচি, ইন্দোর, রায়পুর, কালিকট, বরোদা, চেন্নাইয়ের প্রভৃতি বিমানবন্দরগুলি আছে বলে জানা গেছে।
খেলা 
  • বিশ্বকাপ শেষ হতে না হতেই অবসর ঘোষণা করে দিলেন করিম বেঞ্জেমা। । এবার বিশ্বকাপে অবশ্য খেলতে দেখা যায়নি তাঁকে। সামান্য চোট পেতেই তাঁকে দেশে পাঠিয়ে দেন কোচ দিদিয়ের দেশঁ । হয়ত সেই অভিমান থেকেই অবসর নিলেন তিনি । অথচ গত মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি । বিশ্বকাপের আগেদুর্দান্ত ছন্দে ছিলেন। বিশ্বকাপে আসার আগেই বালঁ দ্যর পুরস্কার পান।কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাঁর ওপর ভরসা রাখতে পারেননি দেশঁ ।
  • পাকিস্তানের মাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে নতুন একটি রেকর্ড গড়লেন ইংল্যান্ডের বোলার রেহান আহমেদ। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন রেহান । তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের রেকর্ড । কামিন্স ১৮ বছর ১৯৬ দিন বয়সে তাঁর অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন । ২০১১ সালের নভেম্বরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার। সেখানে রেহান ৫উইকেট নিলেন ১৮ বছর ১২৬ দিন বয়সে ।
বিবিধ 
  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করলেন, উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তা ও দারিদ্র সীমার নীচে থাকা সকল রাজ্যবাসীকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।
  • চলতি অর্থবছরের প্রথম৮ মাসে ৭২ কোটি টাকার ব্যবসা করেছে বেঙ্গল কেমিক্যাল । সংস্থার ১২১ বছরের ইতিহাসে তা একটি রেকর্ড ।
  • গ্যাস , অম্বলের ওষুধ হিসেবে ব্যবহৃত র‍্যানিটিউন খেলে ক্যান্সার হওয়ার যে অভিযোগ উঠেছিল তা খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।