কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ডিসেম্বর ২০২২

562
0
daily current affairs

আন্তর্জাতিক
  • গত নভেম্বর মাসেই পাকিস্তান সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি খারিজ করে দিয়েছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এবার তাদের বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে নামল পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে মুখোমুখী তীব্র লড়াই হল দুইপক্ষের। এরপর টিটিপির মূল ঘাঁটি বান্নু জেলা দখল করল পাক সেনা। বান্নুর একটি সরকারি ভবনে ১০ জন আধিকারিককে পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা , তাঁদেরও মুক্ত করা সম্ভব হয়েছে। এই অভিযানে ৩৩জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। প্রাণ গেল দুজন পাক সেনারও।
  • শীতের শুরুতেই করোনার প্রকোপ ফিরে এল চিনে। তিন বছর আগে চিনেরই উহান থেকে প্রথম চিহ্নিত হয়েছিল নোভেল করোনা ভাইরাস। বর্তমানে চিনের হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রোজই বাড়ছে। নতুন করে করোনা পরীক্ষার কেন্দ্র এবং শুধু মাত্র করোনা রোগীর কথা ভেবে হাসপাতালগুলিতে শয্যা বাড়ানো হচ্ছে। এই প্রেক্ষিতে চিনের স্বাস্থ্য বিশেষজ্ঞ ফেইগল-ডিং দাবি করলেন, আগামী ৯০ দিনে চিনের ৬০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হতে পারেন।
  • আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের দরজা মেয়েদের জন্য পাকাপাকিভাবে বন্ধ করার নির্দেশ জারি করল সেখানকার তালিবান সরকার। ডাক্তারি , ইঞ্জিনিয়ারিং এর উচ্চশিক্ষার জন্যও এই নিষেধাজ্ঞা বহাল হবে। আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নেদা মহম্মদ নাদিম অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা করেছেন।
জাতীয়
  • মিলেট জাতীয় খাদ্যের প্রচার বাড়াতে সংসদে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় , প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ে এক টেবিলে বসে জোয়ার বাজরা রাগি দিয়ে তৈরি খাবার খেলেন। প্রসঙ্গত , ভারতের প্রস্তাব মেনে ২০২৩ সালকে মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ।
  • তাজমহলের কর বাকি প্রায় দু কোটি টাকার। জল কর ও সম্পত্তি কর  মিলিয়ে দুই বছরের এই বকেয়া মেটাতে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষনের কাছে নোটিস পাঠালো আগ্রা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ২০২১-২২, ২০২২-২৩ অর্থবর্ষে সম্পত্তি কর  ১ কোটি ৯৪ লক্ষ ও জল কর ১ লক্ষ ৪৭ হাজার টাকা। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষনের আগ্রা সার্কেলের আধিকারিক রাজকুমার প্যাটেলের বক্তব্য, ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম এইধরনের নোটিস পেলেন তাঁরা। ঐতিহাসিক স্মৃতিসৌধগুলিকে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয় না, তাই তাদের কর দিতে হয় না। দেশের যে ৪০০০ ঐতিহাসিক স্মৃতিসৌধগুলির দেখভাল করে তারা তার কোথাওই কর দিতে হয় না।
খেলা
  • উৎসবে মাতোয়ারা গোটা আর্জেন্টিনা। দেশের রাজধানী বুয়েনস আইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন অবতরণ করলেন বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়নরা। বিমানবন্দর ও তার বাইরে তখন লক্ষাধিক মানুষের ভিড়। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন লিওনেল মেসি ও দলের কোচ স্কালোনি। তার পরে বাকি ফুটবলাররা নামেন। এদিন ফ্রান্সের ফুটবলাররা প্যারিস পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন দেশবাসীর কাছে।
  • রঞ্জি ট্রফির ম্যাচে হিলাচল প্রদেশের বিরুদ্ধে বাংলা ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করল। অনুষ্টুপ মজুমদার একাই করলেন অপরাজিত ১৫৯ রান।
  • করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। দেশের মাটিতে সিরিজে হোয়াইট ওয়াশ (৩-০) হল পাকিস্তান।
বিবিধ
  • নিজের পাতা জালে নিজেই জড়িয়ে পড়লেন এলন মাস্ক। টুইটার প্রধান পদ থেকে তাঁর সরে যাওয়া উচিত কিনা জানতে গণভোট আয়োজন করেছিলেন টুইটারে। টুইটার ব্যবহারকারীদের মত জানতে চেয়ে একটা টুইটার পোল তৈরি করেছিলেন এই মার্কিন ধনকুবের। ১৭, ৫০২, ৩৫১ জন ভোট দিয়েছেন। তারমধ্যে ৫৭.৫ % টুইটার ব্যবহার কারী তাঁর পদ ছাড়ার পক্ষে ও ৪২.৫ % তাঁর হাল ধরার পক্ষে ভোট দিয়েছেন।