কারেন্ট অ্যাফেয়ার্স ২১ ডিসেম্বর ২০২২

375
0
daily current affairs

আন্তর্জাতিক
  • চিনে পুনরায় কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংক্রমণ বিশেষজ্ঞ বা এপিডিমিয়োলজিস্টরা। নতুন করে এই সংক্রমণ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে সেখানে।
  • রাশিয়ার আক্রমণে ইউক্রেন যখন কোণঠাসা তখনই আচমকাই কিয়েভ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি । বায়ুসেনার বোয়িং সি-৪০ বিমানে ওয়াশিংটন গিয়েছেন জেলেনস্কি।মার্কিন এফ ১৫ যুদ্ধ বিমানের প্রহরায় পোল্যান্ড, জার্মানি , উত্তর ইংল্যান্ডের আকাশসীমা পার হয়ে ওয়াসিংটন পৌঁছয় জেলেনস্কির বিমান। সেখানে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক হয় তাঁর। প্রসঙ্গত , রুশ- ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম বিদেশ সফরে গেলেন ইউক্রেনের রাষ্ট্রপতি।
  • কুখ্যাত অপরাধী চার্লস শোভরাজকে মুক্তির নির্দেশ দিল নেপালের সুপ্রিম কোর্ট। ১৭ বছর ধরে নেপালের কারাগারে বন্দি রয়েছেন তিনি । সিরিয়াল কিলার চার্লস শোভরাজ ১৯৭৫ সালে কাঠমান্ডুতে দুজনকে হত্যার দায়ে কারাবন্দি রয়েছেন ।
  • নেপালে সংসদীয় দলনেতা নির্বাচনে ৬৪-২৫ ভোটে গগন কুমার থাপাকে হারিয়ে দিলেন শের বাহাদুর দেউবা ।
জাতীয়
  • চিনে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করে ভারতে সতর্কতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হল। বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব‍্য , কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ , নীতি আয়োগের সদস্য ( স্বাস্থ্য ) বি কে পল ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা । দেশে ৯০ % এর বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন, বুস্টার ডোজ নিয়েছেন ২৭ % মানুষ ।
  • রাজ্যসভায় পাশ হল মেরিটাইম অ্যান্টি পাইরেসি বিল। তিনদিন আগেই তা পাশ হয়েছিল লোকসভায় । জলদস্যুদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে ।
খেলা
  • রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে হিমাচল প্রদেশ প্রথম ইনিংসে করল ১৫৯ রান । ৫ উইকেট নিলেন বাংলার শাহবাজ আহমেদ। এদিকে নয়াদিল্লির কারনাইল সিংহ স্টেডিয়ামে রেলওয়েজ বনাম পঞ্জাব ম্যাচ বন্ধ হয়ে গেল খারাপ পিচের জন্য। দেড় দিনে ৪ সেশনে ২৪ টি উইকেট পড়েছে সেখানে।  খেলোয়াড় দের অভিযোগের ভিত্তিতে খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। পরের দিন থেকে নতুন পিচে ওই ম্যাচ শুরু হবে। অন্য ম্যাচে মুম্বইয়ের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিশতরান করলেন অজিঙ্ক রাহানে।
  • আট মাস পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা ও কর ফাঁকি দেওয়ার দায়ে তাঁকে শাস্তি দিয়েছিল ইংল্যান্ডের আদালত। ইংল্যান্ডের কুখ্যাত ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে বেরিয়ে বেকারের অভিযোগ, তাঁকে সেখানে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

 

বিবিধ
  • দেশে ৫০ জন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের মোট বকেয়ার পরিমাণ ৯২,৫৭০ কোটি টাকা । তালিকার শীর্ষে রয়েছে মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস , ৭৮৪৮ কোটি টাকা। লোকসভায় এই তথ্য পেশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাড।
  • নয়াদিল্লি ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের চেয়ারপারসন হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হেমন্ত গুপ্তকে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার।
  • পশ্চিমবঙ্গ সরকারের নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।