কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ডিসেম্বর ২০২২

365
0
daily current affairs
Courtesy: Republic World

আন্তর্জাতিক
  • চিনের সরকারের দেওয়া তথ্য, এদিন ২৯৬৬ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। কিন্তু আন্তর্জাতিক মহলের অনুমান, আসল সংখ্যা অনেক বেশি। লন্ডনের একটি বিশ্লেষক সংস্থা দাবি করেছে , চিনে প্রতিদিন ১০ লক্ষাধিক মানুষ কোভিডে সংক্রমিত হচ্ছেন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। রোজ গড়ে ৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। যদিও সরকারি ভাবে বিশ্বের জনবহুল দেশটি কোভিডে প্রাণহানির তালিকায় রয়েছে ৯৮তম স্থানে। বিশ্বে ৬৬ লক্ষ মানুষের কোভিডে প্রাণহানি হলেও চিনে সেই সংখ্যা ৫২৪১।
  • রাশিয়ার লাগাতার বোমাবর্ষণ চলার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন। বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এদিন মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। একরাশ হাততালির মধ্যে ঘোষণা করলেন, ‘এখনও ইউক্রেনের পতন ঘটেনি। ইউক্রেন এখনও জীবিত এবং লড়াই চালিয়ে যাচ্ছে’। তিনি আরও আগ্নেয়াস্ত্র চাইলেন হোয়াইট হাউসের কাছে। তাঁর মন্তব্য, “আপনারা ইউক্রেনের প্রতিরক্ষায় যে অর্থ ঢালছেন, জানবেন তা কোনও দয়া নয়। বরং ভবিষ্যতের বিশ্বাশান্তির জন্য করা আপনাদের বিনিয়োগ।“
  • মায়ানমার নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটাভুটি হল। ৭৪ বছর আগে বার্মার স্বাধীনতা প্রাপ্তির পর এই নিয়ে দ্বিতীয় বার মায়ানমার নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটাভুটি হল। সেদেশের নেতা নেত্রীদের মুক্তির পক্ষে আনা ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ভারত, চিন ও রাশিয়া।
 জাতীয়
  • চিনের দৃষ্টান্ত দেখে করোনা ভাইরাস নিয়ে সতর্ক হল ভারতও। এদিন দেশবাসীকে মাস্ক ব্যবহার করতে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি।
  • রাজ্যসভায় বিহার নিয়ে করা মন্তব্য ফিরিয়ে নিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গয়াল। আরজেডি সাংসদ মনোজ ঝা-এর একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, এঁর কথা শুনলে তো গোটা দেশটাই বিহার বানিয়ে দেবেন।

 খেলা

  • মিরপুরে শুরু হল ভারত – বাংলাদেশের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট। এদিন বাংলাদেশ প্রথম ইনিংসে করল ২২৭ রান। চারটি করে উইকেট  নিলেন ভারতের উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন।দুটি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকট।  অবশ্য এদিন জয়দেব অভিনব একটি রেকর্ড করেছেন । এই বাঁহাতি পেসার ফের টেস্ট খেলতে নামলেন ১২ বছর পর। প্রথম টেস্ট তিনি খেলেছিলেন ২০১০ সালে। মধ্যবর্তী সময়ে  ১১৮টি টেস্ট খেলে ফেলেছে ভারত। এত দীর্ঘ সময়ের ব্যবধানে পুনরায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে তিনি ভারতে প্রথম, বিশ্বে দ্বিতীয়।  তাঁর থেকে বেশি টেস্টে বাদ পড়েছিলেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তিনি ১৪২টি টেস্টে দলের বাইরে ছিলেন । এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু সেই বাঁহাতি স্পিনারই  পরের টেস্টে প্রথম একাদশে জায়গা  পাননি।
  • রঞ্জি ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বাংলা জেতার জন্য ৪৭২ রানের লক্ষ্যমাত্রা রাখল। এদিন শতরান করলেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামী।
 বিবিধ
  • শেষ হল ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা করা হল পুরস্কার প্রাপ্ত ছবিগুলির নাম। আন্তর্জাতিক ছবি বিভাগে আর্জেন্টিনার ‘হিটলার’স উইচ’ ছবিটির জন্য সেরা পরিচালক নির্বাচিত হলেন দুই পরিচালক আর্নেস্তো আরদিতো এবং ভিরনা মোলিনা। আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা হিসেবে নির্বাচিত ‘আপ অন এন্ট্রি’ (স্পেন) এবং ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ (বাংলাদেশ)। এই বিভাগেই বিশেষ জুরি সম্মান পেয়েছে ইরানের ‘সাইলেন্ট গ্লোরি’ । শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হল নেহা শর্মা পরিচালিত ‘নিব্রিম দি আন সেটেল্ড শেড’। শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নির্বাচিত হল প্রত্যয় সাহা পরিচালিত ‘ম্যায় মেহমুদ’। ভারতীয় ভাষার ছবি বিভাগে হীরালাল সেন স্মৃতি পুরস্কার পেল ভাস্কর মৌর্য পরিচালিত তেলুগু ছবি ‘মুথাইয়া’। ‘নানিরা’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন দীপঙ্কর প্রকাশ।
  • প্রয়াত হলেন বিখ্যাত শেফ আলি আহমেদ আসলাম (৭১)। তিনিই চিকেন টিক্কা মশলার উদ্ভাবন করেছেন । তিনি গ্লাসগোর বিখ্যাত শীষমহল রেস্তোরাঁ-র মালিক । ১৯৭০ সালে তাঁর রেস্তোরাঁতেই এই পদের জন্ম।