কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর ২০২২

schedule
2022-12-27 | 10:09h
update
2022-12-27 | 10:09h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan News Hub

আন্তর্জাতিক
  • কুখ্যাত অপরাধী চার্লস শোভরাজকে (৭৮) মুক্তি দিল নেপাল। আগেই নেপালের সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছিল, এদিন প্রায় দুদশক বাদে কারাগার থেকে বাইরে বেরলেন চার্লস শোভরাজ। এদিকে নেপাল প্রশাসন দশ বছরের জন্য নেপালে শোভরাজকে প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করে। এরপর তিনি যে দেশের নাগরিক সেই ফ্রান্সেই শোভরাজকে ফেরত পাঠানো হয়।
  • কবিতার শহরে চলল গুলি। এদিন প্যারিসে আচমকা গুলি চালান এক বৃদ্ধ বন্দুকবাজ। হামলায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। গ্রেপ্তার করা হয়েছে বন্দুকবাজকে। প্যারিসের গার দ্য লে স্টেশনে সংলগ্ন একটি কুর্দিশ সাংস্কৃতিক কেন্দ্রের কাছেই গুলি চালাতে শুরু করেন ওই আততায়ী।
জাতীয়
  • উত্তর সিকিমের জিমায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে মৃত্যু হল ১৬ জন জওয়ানের। তাঁদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার। চেতান থেকে থানগু নামার পাহাড়ি পথে বাঁক ঘুরতে গিয়ে গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।
  • এলাহাবাদ হাই কোর্ট থেকে জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে যে মামলা করেছিল ইডি তাতে তাঁকে জামিন দেওয়া হয়েছে। ২০২০ সালের অক্টোবর মাসে উত্তর প্রদেশের হাথরস যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছিল এই সাংবাদিককে।
Advertisement

খেলা
  • মিরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে করল ৩১৪ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২২৭ রান।
  • ভারতে অগণিত ভক্তের কথা জানেন লিওনেল মেসি। তাঁদের কথা ভেবেই বিশ্বকাপের আসর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের জন্য নিজের একটি সই করা , নিজেরই জাতীয় দলের একটি জার্সি পাঠিয়েছেন মেসি।
  • কাতার বিশ্বকাপ ফুটবলে শ্রেষ্ঠ গোল কোনটি? ২০২২ সালের বিশ্বকাপে মোট ১৭২টি গোল হয়েছে, যা সর্বকালীন নজির। তার মধ্যে থেকে দর্শকদের ভোটে শ্রেষ্ঠ গোলটি বেছে নিল ফিফা। গ্রুপ পর্বে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচের ৭৩ মিনিটে রিচার্লিসনের করা দ্বিতীয় গোলটিই সমর্থকদের বিচারে বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে ।
  • ইডেনে রঞ্জির দ্বিতীয় ম্যাচে বাংলা ও হিমাচল প্রদেশের মধ্যে ম্যাচ ড্র হল। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেল বাংলা।
  • আইপিএল-এর নিলামে স্যাম কারানকে ১৮.৫ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। এটি একটি রেকর্ড। এতদিন ক্রিস মরিসের ১৬.২৫ কোটি টাকা দর ছিল আইপিএল-এর নিলামে সর্বোচ্চ দর।
বিবিধ 
  • দেশের প্রথম মুসলিম মহিলা যুদ্ধবিমান চালক হতে চলেছেন উত্তর প্রদেশের জাসোভা গ্রামের তরুণী সানিয়া মির্জা। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেয়ে এবার প্রশিক্ষণ নেবেন তিনি।
  • একসময় দেশে নারী শক্তির দৃষ্টান্ত হিসেবে তাঁর নাম উচ্চারিত হত। সেই ছন্দা কোছর জড়িয়েছিলেন ৩২৫০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায়। শেষ পর্যন্ত সেই মামলার সূত্রেই আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা প্রাক্তন এমডি ছন্দা কোছরকে গ্রেপ্তার করল সিবিআই। একইসঙ্গে তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেপ্তার করেছে তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, ২০১২ সালে বেণুগোপাল ধুতের ভিডিয়োকন গোষ্ঠীকে ওই বিপুল পরিমাণ অর্থ বেআইনি ভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাঁরা। মোট ৩,২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দিতে আইসিআইসিআই ব্যাঙ্কের নিয়মনীতিও ভেঙেছিলেন ছন্দা। অভিযোগ, গোটা প্রতারণাকাণ্ডে লাভবান হয়েছিলেন তাঁর স্বামী দীপক কোছর এবং তাঁর পরিবারের সদস্যরা।  পরে ওই ঋণ বেসরকারি ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদে পরিণত হয়। এই মামলায় ছন্দার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল সিবিআই।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 22:18:11
Privacy-Data & cookie usage: