কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর ২০২২

schedule
2022-12-27 | 10:18h
update
2022-12-27 | 10:18h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: CTV News

আন্তর্জাতিক
  • চিনে কোভিড সংক্রমণ নিয়ে আরও কিছু গুরুতর তথ্য সামনে এল। একটি মার্কিন সংবাদপত্র চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনকে উদ্ধৃত করে দাবি করেছে , চলতি সপ্তাহে একদিন চিনে ৩ কোটি ৭০ লক্ষ নাগরিক সংক্রমিত হয়েছেন কোভিডে। তাদের আরও তথ্য, ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে চিনে মোট ২৪ কোটি ৮০ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন কোভিডে যা তাদের জনসংখ্যার ১৮ %।  এই সময়েও চিনের সরকারি সূত্র দিনে ৩০০০ কোভিডে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছিল। প্রাণহানির সংখ্যাও শূন্য বলে জানিয়েছে চিন।
  • প্রবল শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশ ও কানাডা। তারসঙ্গে পাল্লা দিয়ে চলেছে তুষার ঝড়। কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নীচে। অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দুদিনে বাতিল করা হয়েছে ৬৫০০ উড়ান। কিছু এলাকায় গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে।
  • রাশিয়ার কেমেরোভো অঞ্চলের একটি বৃদ্ধাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২জনের মৃত্যুর খবর জানা গেছে। এটি বেআইনীভাবে পরিচালিত হত।
Advertisement

 জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের শীর্ষ কূটনীতিক পদে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক রিচার্ড ভার্মাকে নিযুক্ত করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ২০১৫ সাল থেকে তিন বছর ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন ভার্মা।
  • চলতি অর্থ বছরের প্রথম আট মাস সময়ে যাত্রী ভাড়া বাবদ ভারতীয় রেলের আয় ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৩৩২৪ কোটি টাকা। সংরক্ষিত শ্রেণির টিকিট বিক্রি থেকে আয় বেশি হয়েছে রেলের।
  • ২০৩০ সালের মধ্যে অচিরাচরিত ক্ষেত্র থেকেই নিজেদের বিদ্যুৎ চাহিদার পুরোটা মেটানোর লক্ষ্যমাত্রা নিল ভারতের রেল । এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘নেট জিরো’। ২০২৩ সালের মধ্যে দেশের সব লাইনে বিদ্যুতায়ন সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ২০৩০ সালে রেলের বিদ্যুৎ চাহিদা হতে পারে ৩০ গিগাওয়াট। গত আগস্ট মাসের তথ্য, সৌর বিদ্যুতে ১৪২ মেগাওয়াট ও বায়ু বিদ্যুৎ ক্ষেত্রে ১০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে রেল ।বর্তমানে বছরে জ্বালানি খাতে রেলের ব্যয় হয় ৪০ হাজার কোটি টাকা।
 খেলা
  • ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৩১ রানে। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট খুইয়ে ৪৫ রান করেছে। জিততে হলে ভারতকে আরও ১০০ রান করতে হবে। এই সিরিজে ৪ ইনিংসে বিরাট কোহলির সংগ্রহ ৪৫ রান , অধিনায়ক লোকেশ রাহুলের ৫৭।
  • আইএসএল প্রতিযোগিতায় প্রথম জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড। এদিন তারা ১-০ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে। এর আগে দশটি ম্যাচে পরাস্ত হয়েছিল তারা। মোহনবাগানের এটি তৃতীয় পরাজয়। মোহনবাগান পয়েন্টের বিচারে রয়েছে তৃতীয় স্থানে।
বিবিধ
  • আগামী মার্চ মাসের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ স্থাপন না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিন অ্যাডভাইসারি জারি করে এই বিষয়টি জানিয়েছে আয়কর দপ্তর।
  • কেরলের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিবাহিত ছাত্রীদের ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল কেরলের মহাত্মা গান্ধি বিশ্ববিদ্যালয়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2024 - 12:39:33
Privacy-Data & cookie usage: