কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ডিসেম্বর ২০২২

336
0
daily current affairs
Courtesy: NewsBytes

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের নানা জায়গায় বিক্ষোভ দেখালেন মহিলারা। তালিবান শাসকদের প্রতি ক্ষোভ উগরে তাঁরা বললেন, উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেওয়ার থেকে মাথা কেটে নেওয়া ভাল।
  • রাতারাতি পট পরিবর্তন হল নেপালে। প্রধানমন্ত্রী তথা নেপাল কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবার সঙ্গে এদিনই ভেঙে গেল পুষ্প কুমার দহল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন নেপালের কমিউনিস্ট পার্টির সমঝোতা। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টের পদও নিজেদের দখলেই রাখতে চেয়েছিলেন দেউবা। সিপিএন-এমসিকে কেবল স্পিকারের পদই দিতে চেয়েছিলেন। এই প্রস্তাবে রাজি হননি প্রচণ্ড। জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এবং নতুন জোট গড়ার উদ্যোগ নেন। এরপরই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি ওলির বাসভবনে বৈঠকে বসেন প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন-এমসি, ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল ছাড়াও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এবং অন্য কয়েকটি ছোট দলের নেতৃত্ব। সেখানে ঠিক হয়েছে এই জোট নতুন সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী পদে প্রথমে বসবেন প্রচন্ড, পরে ওলি। নেপালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যসংখ্যা ২৭৫। সেখানে ১৬৫ জনের সমর্থন পেয়েছে নতুন জোট সরকার।সরকার গড়ার জন্য ১৩৮ জনের সমর্থন দরকার। নেপালের রাষ্ট্রপতি বিদ্যদেবী ভান্ডারী পুষ্প কুমার দহল ওরফে প্রচন্ডকে সরকার গড়তে আহ্বান জানিয়েছেন।
  • পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোহলুতে একের পর এক বিস্ফোরণ ঘটল। এর জেরে মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানি সেনার। সেনার টহল চলার সময় সেখানে বিস্ফোরণ ঘটানো হয়।
 জাতীয়
  • গুজরাটের মেহসনা জেলায় প্যারাগ্লাইডিংয়ের সময় ক্যানপি খোলেনি। তার ফলে ৫০ ফুট উপর থেকে পড়ে দক্ষিণ কোরিয়ার একজন নাগরিকের মৃত্যু হল। তাঁর নাম শিন বিয়ং মুন (৫০)।
  • ভারতীয় বংশোদ্ভূত একজন শিখ মার্কিন নর্থ ক্যালিফোর্নিয়ার লোদি শহরের মেয়র হলেন। এই প্রথম কোনও শিখ সেখানকার মেয়র হচ্ছেন। মাইকি হোতি হবেন সেখানকার ১১৭ তম মেয়র।
 খেলা
  • ডোপিং বিধি লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’বছরের জন্য নির্বাসিত করা হল ভারতের জিমন্যাস্টিক খেলোয়াড় দীপা কর্মকারকে। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন জানিয়েছে, ভারতের অন্যতম সেরা জিমন্যাস্টের বিরুদ্ধে ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আরও জানানো হয়েছে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছেন দীপা। দীপাকে ডোপ পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি।
  • ঢাকার মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা চূড়ান্ত টেস্টে ৩ উইকেটে জয়লাভ করল ভারত।  আগে বাংলাদেশের সঙ্গে ১২টি টেস্টের ১০টিতেই জিতেছিল ভারত। দু’টি ম্যাচ ড্র হয়েছিল। এদিন মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ১১তম জয় ছিনিয়ে নিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। সিরিজে জয়ী হল ২-০ ব্যবধানে । এই টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হলেন রবিচন্দ্রন অশ্বিন। এই সফরে ম্যান অব দ্য সিরিজ হলেন চেতেশ্বর পূজারা।
 বিবিধ
  • মার্কিন নৌসেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে জয়ী হলেন তিন জন শিখ যুবক। দাড়ি রেখে ও পাগড়ি পড়ে তাঁরা নৌ বাহিনীর চাকরি করতে পারবেন বলে রায় দিয়েছে নিউইয়র্কের একটি আদালত।