কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২১

565
0
daily current affairs

আন্তর্জাতিক
  • এদিন ছিল পেরুর দুশো তম স্বাধীনতা দিবস। আর এই দিনটিতেই পেরুর নতুন রাষ্ট্রপতি পদে শপথ নিলেন বামপন্থী নেতা তথা স্কুল শিক্ষক পেড্রো কাস্তিলো (৫০)।
  • কৌতুক শিল্পী নজর মোহাম্মদ ওরফে খাসা জওয়ানকে তালিবান জঙ্গিদের হত্যার ভিডিও চিত্র প্রকাশ হয়ে পড়ল। প্রথমে এই ঘটনার দায় অস্বীকার করেছিল তালেবান। এরপর তালেবান মুখপাত্র জাবি উল্লাহ বলেছেন ‘অভিযুক্তকে তালিবানি আদালতের সামনে হাজির করা উচিত ছিল।’এদিকে চিনের তিয়ানজিন শহরে চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন নয়জন তালিবান প্রতিনিধির সঙ্গে। তিনি বলেছেন, তারা আফগানিস্তানের পুনর্গঠনে তালিবানের ওপর ভরসা রাখছেন।
জাতীয়
  • চিকিৎসা বিদ্যার সর্বভারতীয় পরীক্ষায় যে অল ইন্ডিয়া কোটা রয়েছে তাতে ওবিসি দের জন্য ২৭ শতাংশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশে বর্তমানে চিকিৎসাবিদ্যার স্নাতক স্তরে ৮৪৬৪৯ টি আসন রয়েছে। স্নাতকোত্তরে রয়েছে ৫৪২৭৫টি আসন। ২০০৭ সালে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত শ্রেণির জন্য যথাক্রমে ১৫ এবং ৭.৫ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছিল।
  • দেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন তালিকার শীর্ষে রয়েছে কেরল। সব থেকে নিচে রয়েছে বিহার। এই তথ্য নীতি আয়োগের।
  • এগারোটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়া যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় শিক্ষানীতির এক বছর পূর্তি উপলক্ষে এক ঘোষণায় তিনি এ কথা জানালেন।
বিবিধ
  • ভারতের ১৪ টি শিল্পকর্ম ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া।
  • আরামবাগে নির্মীয়মাণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের নামে চিহ্নিত করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
খেলা
  • অলিম্পিকে পুরুষদের হকির গ্রুপ পর্যায়ে ভারত ৩-১ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনাকে। খেলা নিশ্চিত হল ভারতের। মহিলাদের ৫১ কেজি বক্সিংয়ের প্রি- কোয়ার্টার ফাইনালে বিতর্কিত ম্যাচ পয়েন্ট এ হার মানলেন মেরি কম। পুরুষদের তিরন্দাজি রিকার্ভ সিঙ্গলসে অতনু দাস হারালেন ২০১২ অলিম্পিকে সোনাজয়ী ওহ জিন হায়েককে।
  • কলম্বোয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কা। সিরিজ ২-১ ফলে জিতে নিল তারা।