কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ডিসেম্বর ২০২২

465
0
daily current affairs
Courtesy: NDTV Sports

আন্তর্জাতিক
  • বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত ঢাকার সীমিত এলাকায় পরীক্ষামূলকভাবে চালানো হবে এই মেট্রো। প্রথম দিন প্রথম মেট্রো রেলটি চালালেন একজন মহিলা। তাঁর নাম মরিয়ম আফিজা। ঢাকার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬০ কিলোমিটার পথে স্টেশনের সংখ্যা ১৭। পুরোটা অতিক্রম করতে সময় লাগবে ৩৮ মিনিট। ট্রেন মিলবে সাড়ে তিন মিনিট অন্তর। ভাড়া নেওয়া হবে প্রতি কিলোমিটারে ৫ টাকা হারে। আপাতত ঢাকার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সপ্তাহে ছয় দিন দিনে চার ঘণ্টা করে মেট্রো চলবে ঢাকায়। জাপানের একটি সংস্থার সহযোগিতায় এই নির্মাণ কান্ড সম্পন্ন হয়েছে।
  • কাবুলে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে নিজের যাবতীয় ডিপ্লোমা সার্টিফিকেট ছিঁড়ে ফেললেন কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আফগানিস্তানের তালিবান শাসকরা মেয়েদের জন্য শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এইভাবে বিক্ষোভ দেখালেন তিনি।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা প্রদেশে হ্রদে ডুবে মৃত্যু হল তিন জন ভারতীয়র। কোকোনিনো কাউন্টির উডস ক্যানিয়ন লেকে তাঁরা ভ্রমণে গিয়েছিলেন। তাঁরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। বরফ জমাট হ্রদের বরফ আচমকা ভেঙে তাঁরা তলিয়ে যান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হল ৬২।

 

জাতীয়
  • অন্ধ্রপ্রদেশে একটি রাজনৈতিক অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ৮ জন নিহত হলেন। দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলার কান্ডুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। একটি সরু রাস্তায় তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীনজনতার হুড়োহুড়ি থেকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে । সেখানকার মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে নানা  অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেছেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু।
  • মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ মুম্বইয়ের আর্থার রোড কারাগার থেকে ছাড়া পেলেন । প্রায় এক বছর আগে আর্থিক দুর্নীতির মামলায় ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) এই নেতাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • পশ্চিমবঙ্গে কলকাতার উপকণ্ঠে সোনারপুর – বামনঘাটা হাইওয়ে থেকে ৪০ কিলোগ্রাম বিস্ফোরক আর্সেনিক সালফাইড উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হয়েছে বীরভূমের দুই ব্যক্তিকে।

 

খেলা
  • পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের রান ৬ উইকেটে ৪৪০। পাকিস্তানের প্রথম ইনিংসে রান ছিল ৪৩৮ । নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ( অপরাজিত ১০৫) ও টম লাথাম (১১৩) শতরান করলেন। কেন উইলিয়ামসনের এটি ২৫তম টেস্ট শতরান।
  • নাগাল্যান্ডের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন (১৭০) ও সুদীপ ঘরামী (১০৪)।
  • আইএসএল ফুটবল প্রতিযোগিতায় মোহনবাগান ২-১ গোলে হারাল এফসি গোয়াকে। মোহনবাগানের হয়ে গোল দু’টি করলেন দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বুমোস। গোয়ার গোলদাতা আনোয়ার আলি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের  তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান।
বিবিধ
  • পুনরায় বিতর্কে জড়িয়ে পড়ল ভারতের একটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান । উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর এদিন অভিযোগ করল, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে । এর আগে আফ্রিকার দেশ গাম্বিয়া অভিযোগ করেছিল, ভারতে তৈরি কাশির সিরাপে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকলের উপস্থিতির কারণে কিডনি বিকল হয়ে প্রায় ৭০ জন শিশুর মৃত্যু হয়েছিল।