কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ ডিসেম্বর ২০২২

345
0
daily current affairs
Courtesy: The Economic Times

আন্তর্জাতিক
  • ইরানে হিজাব বিরোধী আন্দোলন প্রতিহত করতে ৫ মহিলাসহ শতাধিক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। নরওয়ের একটি সংস্থা সমীক্ষা চালিয়ে বলেছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে।
  • মায়ানমারের বিরোধী নেত্রী  আং সান সু চি- এর মোট শাস্তির মেয়াদ বেড়ে হল ৩৩ বছর। এদিন একটি দুর্নীতির মামলায় সাত বছরের জেল হল তাঁর।  আং সান সু কির  ১৮ মাসের বিচারের শেষে মায়ানমারের এক আদালত তাঁকে এই সাজা শুনিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি  মায়ানমারের ক্ষমতা দখল করে নেয় সেখানকার সেনাবাহিনী। ভেঙে দেওয়া হয় নির্বাচিত সরকার।  তারপর থেকেই সেনার নির্দেশে বন্দি রয়েছেন মায়ানমারের নেত্রী আং সান সু কি।
জাতীয়
  • প্রয়াত হলেন হীরা বেন। শতায়ু হীরা বেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। গত ২৮ ডিসেম্বর আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন ভোর রাতে প্রয়াত হন তিনি। এই ঘটনার পর টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন ,“মায়ের মধ্যে আমি সবসময় এক তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী ও মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন অনুভব করেছি।” এদিনই গান্ধিনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়।
  • বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন নিজে উপস্থিত থেকে এই সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু মাতৃবিয়োগ হওয়ায় প্রধানমন্ত্রী আসতে পারেন নি, তিনি ভার্চুয়ালভাবে ট্রেনটির উদ্বোধন করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, “যে মাটি থেকে বন্দে মাতরম সৃষ্টি হয়েছিল, সেই মাটি থেকেই আজ শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। রেলের ইতিহাসে ৩০ ডিসেম্বর একটা বিশেষ দিন হয়ে রইল।“ এছাড়াও ভার্চুয়াল ব্যবস্থায় জোকা- তারাতলা মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করলেন তিনি।
  • উজবেকিস্তানে ভারতের একটি সংস্থার তৈরি ওষুধ খেয়ে ১৮ টি শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। সেই দেশের বাজার থেকে ওষুধ সংগ্রহ করে সেখানে বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতির প্রমান পেয়েছে ভারতের ওষুধ রপ্তানি ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা ফার্মা এক্সিল। এই ঘটনায় অভিযুক্ত ওষুধ সংস্থা ম্যারিয়ন এর সদস্যপদ বাতিল করা হল। হরিয়ানায় তাদের ওষুধ কারখানাও বন্ধ করা হয়েছে।
খেলা
  • পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দেশের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি থেকে উত্তরাখন্ড ফেরার পথে তাঁর মার্সিডিজ গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ভোর বেলায় হরিদ্বারের মাঙ্গালোর এলাকায় ৫৮ জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি।  দ্রুতগতিতে আসা গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুনও লেগে যায়।ঋষভ বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  • আইএসএল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি -কে।
  • করাচিতে পাকিস্তান- নিউজিল্যান্ড টেস্ট ড্র হল। পঞ্চম দিনে জেতার জন্য ১৪ ওভারে ১৩৮ রানের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের সামনে। কিন্তু শেষপর্যন্ত খারাপ আলোর জন্য আর খেলতে রাজি হননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বিবিধ
  • সাঁওতালি সাহিত্যে ২০২২ সালের একাডেমি পুরস্কার পাচ্ছেন জগন্নাথ সরেন ওরফে কাজলি সরেন। ‘সবরনাকা বালিরে সোনাঞ পাঁজায়” (সুবর্ণরেখার বালিতে সোনার খোঁজে) কাব্যগ্রন্থটির (২০১৯) জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বাঁকুড়া জেলার খাতরা শহরের বাসিন্দা জগন্নাথ সরেন।
  • নভেম্বর মাসে দেশের পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার তার আগের বছরের নভেম্বর মাসের তুলনায় বৃদ্ধি পেল ৫.৪ শতাংশ।