কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ ডিসেম্বর ২০২২

383
0
daily current affairs

আন্তর্জাতিক
  • প্রয়াত হলেন ষোড়শ বেনেডিক্ট। প্রাক্তন পোপ বেনেডিক্ট-এর বয়স হয়েছিল ৯৫ বছর। ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি স্বেচ্ছায় পোপের দ্বায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন (প্রথম জন দ্বাদশ গ্রেগরি, ১৪১৫ সালে পোপের দ্বায়িত্ব থেকে অব্যাহতি নেন)। ষোড়শ বেনেডিক্ট-এর আসল নাম জোসেফ রেটজিঙ্গার। জন্ম জার্মানিতে। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন পোপ। স্বাস্থ্যের কারণে পদ ছেড়ে তিনি নিভৃতে ভ্যাটিকান সিটির মেটার ইকলেসিয়া মঠে থাকতেন।
  • কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, শুক্রবার উত্তর কোরিয়ার ছোড়া পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের গিয়ে পড়েছে।বছর শেষের প্রহরে আন্তর্জাতিক মহলের আশঙ্কা বাড়ালেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন।
  • প্যালেস্টাইনের জমি ইসরায়েলের দখল করে রাখা ও সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের আদালতের কাছে মতামত জানতে চাওয়া হবে। এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের আনা প্রস্তাবের পক্ষে ৮৭ টি দেশ সম্মতি জানালো। বিরুদ্ধে ভোট দিল ২৬টি দেশ। ভারত, ফ্রান্স, জাপান, ব্রাজিল, মায়ানমারসহ ৫৩টি দেশ ভোটদানে বিরত থাকল। ১৯৬৭ সালে ওই জমি অধিকার করেছিল ইজরায়েল।

 

জাতীয়
  • ২০২২ সালে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের সারাবছর ধরেই অভিযান ছিল অব্যাহত। এই অভিযানে এক বছরে কাশ্মীরে সংঘর্ষে নিহত হয়েছে ১৭২ জন জঙ্গি। কাশ্মীর উপত্যকায় গোটা বছরে মোট ৯৩টি সংঘর্ষ হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে লস্কর-এ-তইবার ১০৮ জন, জইশ-এ-মহম্মদের ৩৫ জন, হিজবুল মুজাহিদিনের ২২ জন সদস্য রয়েছে। এই তথ্য দিয়েছে কাশ্মীর পুলিশ।
  • গয়ার পৌর নির্বাচনে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন চিন্তা দেবী। গত ৪০ বছর ধরে সরকারি দপ্তরে সাফাই কর্মীর কাজ করে আসছেন তিনি। তাঁর এই সাফল্যে আপ্লুত গয়ার মানুষ। এর আগে ১৯৯৬ সালে নীতীশ কুমারের জেডিইউ-র হয়ে গয়ায় লোকসভায় নির্বাচিত হন ভগবতী দেবী। তিনি প্রান্তিক মুসাহার সম্প্রদায়ের। ভগবতী দেবীর পেশা ছিল পাথর ভাঙা।এবার বিহারে ১৭ জন ডেপুটি মেয়রের মধ্যে ১৬ জনই মহিলা।
খেলা
  • রেকর্ড অর্থে ২০২৫ সাল পর্যন্ত আল নাসের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের দলটি তাঁকে প্রতিবছর দেবে ১৭৭ মিলিয়ন পাউন্ড বা ২১৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৭৭৬ কোটি টাকা।
  • রঞ্জি ট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ত্রিপুরার হয়ে জোড়া শতরান করলেন ঋদ্ধিমান সাহা ও সুদীপ চ্যাটার্জি। তাঁরা দুজনেই বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলছেন। প্রথম ইনিংসে পাঞ্জাবের রান টপকে গেল ত্রিপুরা।
বিবিধ
  • শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতের বিতর্কিত মানচিত্র প্রকাশ! নিজেদের টুইটার হ্যান্ডল থেকে বর্ষ শেষের দিন একটি ভিডিয়ো টুইট করেছিল হোয়াটসঅ্যাপ। ভিডিয়োটিতে  বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মানচিত্রও ছিল। সেখানে ভারতের জম্মু ও কাশ্মীরের মানচিত্র বিতর্কিতভাবে দেখানো হয়েছে।  এই টুইট প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
  • প্রথম মহিলা অ্যাঙ্কর হিসেবে রাতের খবর পড়ার দায়িত্ব পেয়েছিলেন বারবারা ওয়াল্টার্স। সেটা ১৯৬৪ সাল। সাংবাদিক হিসেবে পেয়েছিলেন ১২টি এমি পুরস্কার। ৯৫ বছর বয়সে সেই মার্কিন সাংবাদিক বারবারা ওয়াল্টার্স প্রয়াত হয়েছেন।
  • ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মাকে নাইটহুড সম্মানে সম্মানিত করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর বিভিন্ন বিদেশি ব্যক্তিকে বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়েছে যাঁদের মধ্যে ৩০ জন ভারতীয়।