কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২৩

schedule
2023-01-02 | 09:46h
update
2023-01-02 | 09:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • বছরের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উগান্ডায়। ঠিক রাত বারোটায় নব বর্ষ উদযাপনের উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।  উগান্ডার রাজধানী শহর কামপালার একটি শপিং মলে বর্ষবরণের রাতে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাকিস্তানে নতুন বছর উদযাপনের উৎসবে বেপরোয়া গুলি বর্ষণে জখম হলেন অন্তত ২২ জন। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই  করাচি শহর জুড়ে গুলি চালিয়ে স্বাগত জানানো হয় ২০২৩ সালকে। যদিও এই উৎসবে  শূন্যে গুলি চালানো হয় তাও তা থেকেই গুলিবিদ্ধ হন সাধারণ মানুষ।
  • ইরানের জাতীয় দলের কয়েকজন ফুটবলারকে গ্রেপ্তার করল তেহরানের পুলিশ। দামাভান্দ এলাকার একটি পার্টিতে গিয়েছিলেন তাঁরা। এঁদের মধ্যে কয়েকজন মদ্যপান করেছিলেন। ইরানের আইন অনুযায়ী, মদ্যপান নিষিদ্ধ। শুধুমাত্র যাঁরা অ-মুসলিম তাঁরাই ধর্মীয় কারণে মদ্যপান করতে পারেন। তবে ঠিক কোন কারণে কোন কোন ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। এর সঙ্গে হিজাব বিরোধী আন্দোলনের কোনও যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে
  • নববর্ষের সকালে কাবুল বিমানবন্দরের কাছে এক বিস্ফোরণে নিহত হলেন ১০ জন। এই ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
  • নেপালের পোখরায় সেদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচন্ড ওরফে পুষ্পকুমার দহল। চিনের অর্থ সহযোগিতায় এটি নির্মিত হয়েছে।
Advertisement

জাতীয়

  • পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। তিনি জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ এনেছেন একজন জুনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক।
  • ক্রমাগত জাতপাত নিয়ে কটূক্তির জেরে স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছে ৮০ জন আদিবাসী পড়ুয়া। তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় এই ঘটনা ঘটেছে। নারিকুরাভ্যা সম্প্রদায়ের ওই ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর চেষ্টা চলছে।
  • দিল্লির সুলতানপুরীতে নৃশংসভাবে প্রাণ হারালেন একজন তরুণী। তিনি স্কুটি চালাচ্ছিলেন। একটি গাড়ি তাঁকে ১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। গাড়ির ৫ আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 খেলা
  • দাবায় নতুন একজন গ্র্যান্ড মাস্টার পেল বাংলা। তাঁর নাম কৌস্তভ চট্টোপাধ্যায়। দেশের ৭৮তম গ্র্যান্ড মাস্টার হলেন কৌস্তভ। তিনি হলেন বাংলার দশম গ্র্যান্ড মাস্টার। ১৯ বছরের কৌস্তভ ২০২১ সালের অক্টোবর মাসে  নিজের প্রথম জিএম-নর্ম পেয়েছিলেন । প্রসঙ্গত, দাবায় বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।  ১৯৯১ গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন দিব্যেন্দু। বিশ্বনাথন আনন্দের পরে তিনি হয়েছিলেন দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। বাংলা থেকে তার পর ২০০৩ সালে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও সন্দীপন চন্দ, ২০০৬ সালে নীলোৎপল দাস, ২০১০ সালে দীপ সেনগুপ্ত, ২০১৩ সালে সপ্তর্ষি রায়চৌধুরি,  ২০১৬ সালে দীপ্তায়ন ঘোষ, ২০১৮ সালে সপ্তর্ষি রায় ও ২০২১ সালে মিত্রাভ গুহ গ্র্যান্ড মাস্টার হয়েছেন।
 বিবিধ
  • ডিসেম্বর মাসে দেশে জি এস টি আদায় হয়েছে ১,৪৯,৫০৭ কোটি টাকা । এই নিয়ে পরপর ১০ মাস দেশে জি এস টি আদায় হল ১.৪ লক্ষ কোটি টাকার বেশি। পশ্চিমবঙ্গে এই সময়ে জি এস টি আদায় হয়েছে ৪৫৮৩ কোটি টাকা।
  • ২০২২ সালে সৌরজগতের বাইরে দুশোর বেশি নতুন গ্রহ আবিষ্কার করেছে নাসা। বর্তমানে মোট আবিষ্কৃত গ্রহের সংখ্যা ৫২৩৫।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 01:15:42
Privacy-Data & cookie usage: