কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জানুয়ারি ২০২৩

218
0
daily current affairs
Courtesy: News 18 Hindi

আন্তর্জাতিক
  • গা শিউরে ওঠার মতো একটি অপরাধের রহস্য ভেদ করল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। কলোরাডোর ‘সানসেট মেসা’ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তারা মৃত মানুষের দেহাংশ কেটে কেটে বিক্রি করার একটি চক্র খুঁজে বের করল। মেগান হেস নামে এক মহিলা ও তার মা শার্লি কখ এই চক্র চালাত। তারা ৫৬০টি দেহাংশ কেটে বিক্রি করেছে চিকিৎসা বিদ্যার ছাত্রছাত্রীদের অথবা কোনও মেডিক্যাল কলেজের কাছে। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে দেহদানের অঙ্গীকার করিয়ে নিত তারা। তাদের পরিবারের কাছ থেকে ভুয়ো শেষকৃত্যের জন্য ১০০০ ডলার আদায় করত। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত মেগান হেসকে ২০ ও তার মা শার্লি কখকে ১৫ বছরের কারাদণ্ড দিল।
  • পাকিস্তানের পঞ্জাব প্রদেশের খানেওয়ালে পাক গোয়েন্দা বাহিনীর দুই উচ্চপদস্থ আধিকারিককে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। তাঁরা পাক সন্ত্রাসদমন সংস্থা ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এ কর্মরত ছিলেন।এই ঘটনায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি কারাগারে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করে আম্বার ম্যাকলাফলিন নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। ম্যাকলাফলিন ২০০৩ সালে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। এই প্রথম কোনও রূপান্তরিত ব্যক্তির মৃত্যদন্ড কার্যকর করা হল মার্কিন যুক্তরাষ্ট্রে।
জাতীয়
  • নেপাল সীমান্তে কালী নদীর পাশে প্রাচীর তৈরি করছে ভারত। সেই কাজে যুক্ত শ্রমিকদের গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে নেপালের কিছু বাসিন্দার বিরুদ্ধে। উত্তরাখণ্ডের পিথোরাগড় এলাকার ধরচুলা নামে নেপাল সীমান্তবর্তী একটি গ্রামে কালী নদীর তীরেপাথর ছোড়ার অভিযোগ উঠেছিল গত ডিসেম্বরও।
  • সাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শৈত্য প্রবাহ চলছে দিল্লিতে। এদিন এ মরসুমের শীতলতম দিন কাটালো দিল্লি। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
  • রেলের ২৯ একর জমির জবর দখল উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল উত্তরাখন্ড-এর হলদোয়ানী। উত্তরাখন্ড হাইকোর্ট উচ্ছেদের রায় দিয়েছে। রেলের ওই জমিতে রয়েছে প্রায় ৪ হাজার বসতবাড়ি, সরকারি-বেসরকারি মিলিয়ে ১৫টি স্কুল, একটি ব্যাঙ্ক, জল সরবরাহের ২টি ট্যাঙ্ক, ১০টি মসজিদ, ৪টি মন্দির এবং বহু দোকানপাট।
 খেলা
  • চিকিৎসার প্রয়োজনে ক্রিকেটার ঋষভ পন্থকে দেরদুন থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই নিয়ে যাওয়া হল। বিমানবন্দর থেকে ‘গ্রিন করিডর’ করে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হল কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে।
  • ২০২২-এর এপ্রিলে গুডিসনে পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে এভার্টনের কাছে পরাজয়ের পর মাঠ থেকে সাজঘরে ফেরার সময় এক ১৪ বছরের খুদে ভক্তের মোবাইল আছড়ে ভেঙে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।সেই ঘটনায় তাঁকে দুই ম্যাচ নির্বাসিত করেছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পরেও মকুব হয়নি শাস্তি ।ফলে নতুন দল আল নাসেরের হয়ে খেলার জন্য দুবাই পৌঁছলেও মাঠে নামতে পারলেন না তিনি।
  • ভারতীয়দের মধ্যে দ্রুততম বল করার রেকর্ড করেছেন উমরান মালিক। গত ৩ জানুয়ারি মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে তিনি ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি বল করেছেন। তাতে আউট হন শ্রীলঙ্কার দাসুন শনকা। উমরান মালিক ভাঙলেন যশপ্রীত বুমরার রেকর্ড।
বিবিধ
  • এবছরের প্রবাসী ভারতীয় সম্মান পাচ্ছেন থিরু শিবকুমার বাদেসান। তিনি শ্রীলঙ্কার একটি প্রথম সারির তামিল সংবাদপত্রের সম্পাদক। ১৭ তম প্রবাসী ভারতীয় দিবসে তাঁকে সম্মানিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • দরিদ্র যক্ষা রোগীদের সাহায্যে কেন্দ্রীয় সরকারের ‘নিক্ষয় মিত্র’ কর্মসূচিতে নিজের হাত খরচের টাকা থেকে এক বছরের জন্য একজন দুঃস্থ যক্ষা রোগীকে ‘দত্তক’ নিল দমদমের এগারো বছরের ছাত্র ভাস্কর মুখোপাধ্যায়।