কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জুলাই ২০২১

705
0
daily current affairs
Courtesy: ANI News

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে রাষ্ট্রসঙ্ঘের দপ্তরে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় এক জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গত কয়েকদিন ধরেই আফগান বাহিনী ও তাদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ দিন সকালে হেরাতে প্রবেশ করে তালিবান জঙ্গিরা। তারপরই হামলা চলে রাষ্ট্রসঙ্ঘের দপ্তরে। তালিবানরা অবশ্য গোটা ঘটনার দায় আফগান সেনাদের ওপর চাপিয়ে দিয়েছে।
  • হাইতির রাষ্ট্রপতি দোভেনেল মোইসের হত্যার ঘটনায় কলম্বিয়ার কয়েকজন নাগরিককে গ্রেফতার করা হল। রাষ্ট্রপতির নিরাপত্তা সংস্থার প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ জুলাই নিজের সরকারি বাসভবনে খুন হন মোইস। তঁর স্ত্রী মার্তিনো গুলিবিদ্ধ হন। মার্তিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।
জাতীয়
  • করোনা ভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের ৪৬ টি জেলাকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক , তামিলনাড়ু, ওড়িশা ,অসম , মিজোরাম ,মেঘালয়, অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে রয়েছে এই জেলাগুলি। এই দিন দেশে ৪১৬৪৯ জন সংক্রমিত হয়েছেন এবং তার মধ্যে ২০৭৭২ জনই কেরলের বাসিন্দা।
  • দক্ষিণ কাশ্মীরে দাচিগামে সেনা ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাকিস্তানি জঙ্গি মোহম্মদ ইসমাইল অলিভির।জইশ-ই- মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্য সে। পুলওয়ামায় বিস্ফোরণ কাণ্ডের মূল শক্তি ছিল সে।
বিবিধ
  • উৎসশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্তত পাঁচ বছর চাকরি করছেন এমন স্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে এই প্রকল্পের মাধ্যমে।
খেলা
  • মহিলাদের ১০০ মিটার দৌড়ে অলিম্পিক সোনা জিতলেন জামাইকার এলাইন থম্পসন হেরা।  তিনি ১০.৬১ সেকেন্ড সময় করে ভেঙে দিলেন ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১০.৬২ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড । ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেলেন নোভাক জোকোভিচ। মেয়েদের হকিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল। মহিলাদের ডিসকাস থ্রো বিভাগে ফাইনালে উঠলেন ভারতের কমলপ্রীত কাউর।  ব্যাডমিন্টনে ্রুপো বা সোনার লড়াই থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু।
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলংকার ইসরু উদানা। ২১টি একদিনের এবং ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি যথাক্রমে ১৮ এবং ৪৫ টি উইকেট পেয়েছেন।