আফগানিস্তানে রাষ্ট্রসঙ্ঘের দপ্তরে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় এক জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। উত্তর-পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে গত কয়েকদিন ধরেই আফগান বাহিনী ও তাদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ দিন সকালে হেরাতে প্রবেশ করে তালিবান জঙ্গিরা। তারপরই হামলা চলে রাষ্ট্রসঙ্ঘের দপ্তরে। তালিবানরা অবশ্য গোটা ঘটনার দায় আফগান সেনাদের ওপর চাপিয়ে দিয়েছে।
হাইতির রাষ্ট্রপতি দোভেনেল মোইসের হত্যার ঘটনায় কলম্বিয়ার কয়েকজন নাগরিককে গ্রেফতার করা হল। রাষ্ট্রপতির নিরাপত্তা সংস্থার প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ জুলাই নিজের সরকারি বাসভবনে খুন হন মোইস। তঁর স্ত্রী মার্তিনো গুলিবিদ্ধ হন। মার্তিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।
জাতীয়
করোনা ভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের ৪৬ টি জেলাকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক , তামিলনাড়ু, ওড়িশা ,অসম , মিজোরাম ,মেঘালয়, অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে রয়েছে এই জেলাগুলি। এই দিন দেশে ৪১৬৪৯ জন সংক্রমিত হয়েছেন এবং তার মধ্যে ২০৭৭২ জনই কেরলের বাসিন্দা।
দক্ষিণ কাশ্মীরে দাচিগামে সেনা ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল পাকিস্তানি জঙ্গি মোহম্মদ ইসমাইল অলিভির।জইশ-ই- মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্য সে। পুলওয়ামায় বিস্ফোরণ কাণ্ডের মূল শক্তি ছিল সে।
বিবিধ
উৎসশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্তত পাঁচ বছর চাকরি করছেন এমন স্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে এই প্রকল্পের মাধ্যমে।
খেলা
মহিলাদের ১০০ মিটার দৌড়ে অলিম্পিক সোনা জিতলেন জামাইকার এলাইন থম্পসন হেরা। তিনি ১০.৬১ সেকেন্ড সময় করে ভেঙে দিলেন ১৯৮৮ সালে সিওল অলিম্পিকে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১০.৬২ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড । ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেলেন নোভাক জোকোভিচ। মেয়েদের হকিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল। মহিলাদের ডিসকাস থ্রো বিভাগে ফাইনালে উঠলেন ভারতের কমলপ্রীত কাউর। ব্যাডমিন্টনে ্রুপো বা সোনার লড়াই থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলংকার ইসরু উদানা। ২১টি একদিনের এবং ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি যথাক্রমে ১৮ এবং ৪৫ টি উইকেট পেয়েছেন।