কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জানুয়ারি ২০২৩

327
0
21st August Current Affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • হিজাব বিরোধী আন্দোলন দমাতে আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। মহম্মদ মেহদি কারামি এবং সৈয়দ মহম্মদ হোসেইনিকে এদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ, বিক্ষোভে অংশ নিয়ে দেশের নিরাপত্তা রক্ষী সৈয়দ রুহোল্লা আজামিয়ানকে খুন করেছেন তাঁরা। এই নিয়ে ইরানে  হিজাব বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১ জন প্রতিবাদীকে মৃত্যুদণ্ড দেওয়া হল। যদিও সংবাদমাধ্যম দাবি করেছে, বাস্তবে এই সংখ্যাটা অনেক বেশি।
  • বেনজির লড়াইয়ের পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভের স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। ২১৬-২১২ ভোটের ব্যবধানে জিতলেন তিনি। পাঁচ দিনে সবমিলিয়ে ১৫ দফার ভোটের পর শেষ হাসি হাসলেন রিপাবলিকান প্রার্থী।
জাতীয়
  • বিদেশের মাটিতে যৌথ সেনা মহড়ায় এই প্রথম বার ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশের বায়ুসেনাবাহিনীর এক মহিলা যুদ্ধ বিমানচালক। জাপানের আকাশে যৌথ সেনা মহড়ায় অংশ নেবে বিভিন্ন দেশের বায়ুসেনাবাহিনীর সদস্যেরা। এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে বীর গার্ডিয়ান ২০২৩। সামনের ১২ থেকে ২৬ জানুয়ারি চলবে এই যৌথ সেনা মহড়া। সেখানেই ভারতের বাহিনীতে রয়েছেন দেশের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক তথা স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী। তিনি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের চালক। চারটি সুখোই-৩০ এমকেআই, দু’টি সি-১৭ গ্লোবমাস্টার, একটি আইএল-৭৮ ট্যাঙ্কার নিয়ে সেখানে সামিল হবে ভারতীয় বায়ুসেনা।
  • যোশীমঠে ছয় শতাধিক বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে। উত্তরাখণ্ডের যোশীমঠ হল বদ্রিনাথ ধাম যাওয়ার পথে একটি স্থান। এই পবিত্র ধর্মীয় স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ থেকে ৩০৫০ মিটার উচ্চতায় অবস্থিত। এটি ক্রমশ বসে যাচ্ছে এবং এখানকার রাস্তা, পাহাড়ের গায়ে ও বহু অঞ্চলেই ফাটল দেখা দিয়েছে। ৬ জানুয়ারি পুরনো একটি মন্দির  আচমকাই  ভেঙে পড়েছে। রাস্তায় বড় ফাটল, এমনকি ফাটল দেখা দিয়েছে। এই অঞ্চলে ৩৮০০ পরিবারের বাস। ৬০৩ পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।
  • হাওড়া জেলায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গ্রেপ্তার করল দুই সন্দেহভাজন আই এস জঙ্গি মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে। তাদের সঙ্গে পাকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর সরাসরি যোগাযোগ ছিল বলে জানা গেছে।
  • এয়ার ইন্ডিয়ার বিমানে একজন বয়স্ক মহিলার গায়ে মত্ত অবস্থায় প্রস্রাব করার ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ২৬ নভেম্বরের ঘটনায় দুই বিমান চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
 খেলা
  • রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয়ত টোয়েন্টি ম্যাচে ভারত জিতল ৯১ রানে। ফলে ২-১ ব্যবধানে ভারত সিরিজও জিতে নিল। ভারতের হয়ে এদিন শতরান করলেন সূর্যকুমার যাদব। ৪৫ শতরান ও ১১২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা , ৭টি চার।  টি-টোয়েন্টিতে এটি তৃতীয় শতরান  তাঁর। এক্ষেত্রে রোহিত শর্মার সবচেয়ে বেশি (৪টি) শতরান রয়েছে। তার পরেই সূর্য।
 বিবিধ
  • ২০২১-২২ অর্থবর্ষে দেশে স্বল্প সঞ্চয় প্রকল্পে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। ওই সময়ে ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয়,তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র।
  • হাভার্ড ল স্কুল সেন্টারের “অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ” এর জন্য মনোনীত হলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ভারতের ৫০ তম প্রধান বিচারপতি ডি ওয়াই নিজে সেখানকার প্রাক্তন ছাত্র।