কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জানুয়ারি ২০২৩

410
0
daily current affairs
Courtesy: The Hindi

আন্তর্জাতিক
  • ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় একাধিক সরকারি ভবনে তান্ডব চালালো ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর সমর্থকরা। প্রায় ৩ হাজার সমর্থক এদিন প্রেসিডেন্সিয়াল প্যালেস, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য একাধিক সরকারি দপ্তরে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালায়। গায়ে ব্রাজিলের জাতীয় পতাকা জড়িয়ে, হলুদ-সবুজ পোশাকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে রাষ্ট্রপতি নির্বাচনের ফল বদলানোর দাবি জানায় তারা। প্রসঙ্গত, ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বলসোনারোকে হারিয়ে জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুলা ডি’সিলভা । কিন্তু তা মানতে নারাজ বলসোনারো সমর্থকরা।এই ঘটনার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার ঘটনার। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী হার মানতে নারাজ হয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সরকারি ভবনে হামলা চালিয়েছিল তাঁর সমর্থকরা। গোটা বিশ্ব এই হামলার নিন্দা করল।
  • ইরানে হিজাব বিরোধী আন্দোলনে মৃত্যুদণ্ড দেওয়া হল আরও তিনজনকে। তাদের অপরাধ হিসেবে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে “ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ” করেছে তারা।

 

জাতীয়
  • ১৭তম প্রবাসী ভারতীয় দিবস পালিত হল। অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি সকল প্রবাসী ভারতীয়কে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলি”।
  • পুনরায় দিল্লির দূষণ পরিস্থিতি গুরুতর হয়ে উঠল। এদিন থেকে ৫ দিনের জন্য দিল্লির রাস্তায় বিএস থ্রি পেট্রল এবং বিএস ফোর ডিজেল গাড়ি চলাচলের উপর  নিষেধাজ্ঞার  কথা ঘোষণা করা হয়েছে।
  • সোমবার কলকাতার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি ২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বুলডোজার সংস্কৃতি এবার রাজস্থানে। শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করায় দুই মূল অভিযুক্তের বাড়ি এদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষক নিয়োগের পরীক্ষাটি হওয়ার কথা ছিল গত ২৪ ডিসেম্বর। কিন্তু সেই প্রশ্ন ফাঁস হয়ে যায়।
 খেলা 
  • সন্তোষ ট্রফির ম্যাচে বাংলা ৫-০ গোলে হারিয়ে দিল দমন ও দিউকে।
  • করাচিতে নিউজিল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান।পাকিস্তানের মহম্মদ রিজওয়ান অপরাজিত অর্ধশতরান করেন , নাসিম শাহ পাঁচ উইকেট নিলেন।
  • আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে অবসর ঘোষণা করে দিলেন গ্যারেথ বেল। পাঁচ, পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার তিনি। সমাজমাধ্যমে নিজেই দু’টি বার্তা পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্যারেথ । ৩৩ বছর বয়স তাঁর, খেলছেন ১৭ মরসুম ধরে । এদিনই ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ফরাসি ফুটবলার , গোলরক্ষক হুগো লরিস । ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য তিনি।
 বিবিধ 
  • চিত্রশিল্পী সনৎ কর(৮৮) প্রয়াত হলেন। কলাভবনের শিক্ষক তিনি, গ্রাফিক্স বিভাগের প্রধান পদেও ছিলেন তিনি।
  • আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে অন্তর্বর্তীকালীন জামিন দিল বম্বে হাইকোর্ট। সিবিআই আইন মেনে তাঁদের গ্রেপ্তার করেনি বলে মন্তব্য করেছে আদালত।