কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জানুয়ারি ২০২৩

507
0
daily current affairs
Courtesy: CNN

আন্তর্জাতিক 
  • পর্যটনের ভরা মরসুমে নেপালে এক বিমান দুর্ঘটনায় নিহত হলেন ৬৭ জন। বিমানে চারজন বিমান কর্মী ও ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন ভারতীয়সহ ১৫ জন বিদেশি যাত্রী। নেপালের ইয়েতি এয়ারলাইন্স-এর এটিআর ৭২ বিমানটি ছিল দুই ইঞ্জিনের। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে এটি ভেঙে পড়ে। অবতরণের সামান্য আগে পোখরার সেতি গন্ডক নদীর পারে নদীখাতে ভেঙে পড়ে বিমানটি।বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নেপালের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
  • পেরুর রাজধানী লিমা ও অন্যান্য কয়েকটি শহরে জরুরী অবস্থা জারি করল প্রশাসন । প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাসতিলোলোকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের আগুনে গত একমাস ধরেই জ্বলছে পেরু। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪২ জনের প্রাণহানি হয়েছে পেরুতে।
  • আন্তর্জাতিক দুনিয়ার কঠোর সমালোচনার জবাবে নারীদের অধিকার হরণ নিয়ে নিজেদের অবস্থানে অনড় রইল তালিবান। তাদের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হল, নারী অধিকার বা সমানাধিকারের প্রশ্নই নেই , আফগানিস্তানে বিচার্য হবে একমাত্র ইসলামিক আইনই! তালিবান শাসকদের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগান স‌ংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসলামিক আইনের বিরুদ্ধে যায়, এমন কোনও কার্যকলাপকে তাঁরা বরদাস্ত করবেন না। মেয়েদের লেখাপড়ার প্রস্তাবও না।
জাতীয় 
  • ৫০ লক্ষ টাকা ঘুষের মামলায় গুয়াহাটি থেকে রেলের এডিআরএম-সহ ৭ জন আধিকারিককে গ্রেপ্তার করল সিবিআই।
  • দেশের ৭৫তম সেনা দিবস পালিত হল। মূল অনুষ্ঠানটি হল বেঙ্গালুরুতে। এই প্রথম দিল্লির বাইরে সেনা দিবস-এর মূল অনুষ্ঠান পালিত হল।
  • দেশের একমাত্র মাসিক পত্রিকা হিসেবে নিরবচ্ছিন্ন ভাবে ১২৫ বছর ধরে প্রকাশিত হওয়ার গৌরব এই পত্রিকার। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র “উদ্বোধন” -এর ১২৫ বছরে ১২৫তম সংখ্যা প্রকাশ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ।
খেলা 
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নতুন রেকর্ড করল ভারত। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে তারা সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ী হল। প্রথমে ব্যাট করে ভারত। ভারতের হয়ে শতরান করলেন শুভমন গিল (১১৬) ও বিরাট কোহলি (১৬৬)। ভারতের রান হয়  ৩৯০। জবাবে মহম্মদ সিরাজের অসামান্য বোলিংয়ের সামনে ৭৩ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। সিরাজ ১০ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন । বিরাট এদিন শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর দশম শতরানটি করলেন। দেশের মাটিতে সবথেকে বেশি শতরান (২১) করে তিনি ভেঙে দিলেন শচীনের (২০) রেকর্ড। এদিন তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ তম শতরান করলেন। সব ফরম্যাট মিলিয়ে করলেন ৭৪টি আন্তর্জাতিক শতরান। ৩১৭ রানে এই ম্যাচ জিতল ভারত যা বিশ্বরেকর্ড। ভারত এক্ষেত্রে ভেঙে দিল ২২ বছর আগে করা নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানে জেতার রেকর্ড।  ২০০৮ সালে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে জেমস মার্শাল এবং ব্রেন্ডন ম্যাকালামের জোড়া শতরানের দাপটে ৪০২ রান তুলেছিল নিউজিল্যান্ড । সেদিন আয়ারল্যান্ড ১১২ রানে আউট হয়ে যায়। অন্যদিকে ভারতের নিজেদের এতদিন সর্বোচ্চ রানের ব্যবধানে জেতার নজির ছিল ২০০৭ বিশ্বকাপের ম্যাচে। সেবার বারমুডাকে ভারত হারিয়েছিল ২৫৭ রানে। গুয়াহাটি, কলকাতার পর তিরুবনন্তপুরমে জিতে এক দিনের সিরিজেও ৩-০ ব্যবধানে জিতল তারা।
  • বিশ্বকাপ হকিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ভাবে ড্র করল ভারত। প্রথম ম্যাচে ভারত স্পেনকে ২-০ গোলে হারিয়েছিল। ভারতের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচের প্রতিযোগী  ওয়েলস।
  • সন্তোষ ট্রফির ম্যাচে বাংলা ২-১ গোলে মহারাষ্ট্রকে হারিয়ে দিল । কোলাপুরে ঘরের মাঠে দলের পরাজয় দেখে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে মহারাষ্ট্র । বাংলা গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে মূলপর্বে পৌঁছল ।
বিবিধ 
  • মাত্র চল্লিশ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা সুনীল হোলকার। যকৃতে সিরোসিস হয়েছিল তাঁর। ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে জনপ্রিয় মুখ ছিলেন তিনি। বেশ কয়েকটি মরাঠি ছবিতেও অভিনয় করেছেন। থিয়েটারও করতেন তিনি।
  • ২০২২ মিস ইউনিভার্সের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ওরেল্যান্সে। এদিন সেই প্রতিযোগিতায় সেরার সেরা হলেন মার্কিন মডেল আর বোনি গ্যাব্রিয়েল। তাঁর নিকটতম দুই প্রতিযোগী হলেন ভেনেজুয়েলার আমান্ডা ডুডামেল ও ডোমেনিকান রিপাবলিকানের আন্দ্রিয়েনা মার্টিনেজ। ভারতের মডেল দিভিতা রাই মিস ইউনিভার্সের শেষ ১৬ রাউন্ড পর্যন্ত গিয়েও শেষপর্যন্ত ছিটকে গিয়েছেন ।