কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জানুয়ারি ২০২৩

216
0
daily current affairs
Courtesy: Telegraph

আন্তর্জাতিক 
  • এক মাস পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ হবে জেসিন্দা আর্ডার্ন-এর। বছরের মাঝামাঝি সাধারণ নির্বাচন। যথারীতি লেবার পার্টির মুখ ছিলেন তুমুল জনপ্রিয় এই নেত্রী। কিন্তু আর ভোটে দাঁড়াবেন না জেসিন্দা। তাঁর এই ঘোষণার ফলে বিস্মিত হলেন বিশ্ববাসী।  ২০১৭ সালে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করেন জেসিন্দা আর্ডার্ন। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে একাধিক প্রশংসামূলক কাজ করেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি এই খবর জানিয়েছেন।
জাতীয় 
  • অবমাননাকর মন্তব্য করা হয়েছিল রাজ্যপালের উদ্দেশে। এই ঘটনায় ডিএমকে নেতা শিবাজি কৃষ্ণমূর্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
  • শুধু দেশের রাজধানী নয় দিল্লিকে বলা হয় অপরাধেরও রাজধানী। বিশেষত মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার দেশের মধ্যে সবথেকে বেশি দিল্লিতে। পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছিলেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। বৃহস্পতিবার ভোররাতে তাঁকেই গাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। দিল্লির এমসের কাছে এই ঘটনায় তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ।
  • বিমানের মধ্যে এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে চারমাসের জন্য এয়ার ইন্ডিয়ার যে কোনও বিমানে নিষিদ্ধ করা হল ।
 খেলা 
  • বিশ্বকাপ হকি প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচে ভারত ওয়েলসকে ৪-২ গোলে পরাস্ত করল । এখনও পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত । গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড । ভারতের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যের ভিত্তিতে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেল ইংল্যান্ড ।
  • ইন্ডিয়ান ওপেনে বৃহস্পতিবার দিনটা ভাল গেল না ভারতের পক্ষে। এক এক করে ছিটকে গেলেন সব প্রতিযোগী। ফলে কোয়ার্টার ফাইনালে একজনও ভারতীয় খেলোয়াড় থাকলেন না। এদিন খেলার আগেই হ্যামস্ট্রিংয়ে টান ধরে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির। ফলে কোর্টে নামতেই পারল না চিরাগ-সাত্ত্বিক জুটি। ছেলেদের ডাবলসে কৃষ্ণপ্রসাদ গরগ ও বিষ্ণু গৌড় পঞ্জল জুটি হেরে যান। ডেনমার্কের রাসমস গেমকের কাছে  হেরে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন।  চিনের চেন ইউ ফেইয়ের কাছে স্ট্রেট গেমে হেরে যান সাইনা নেহাওয়াল। তারপরই ভারতীয়দের আশা শেষ হয়ে গেল ।এর আগে ২০০৮ সালে ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কোনও ভারতীয় শাটলার উঠতে পারেননি। দীর্ঘ ১৫ বছর পরে আবার ব্যর্থতার চিত্র ফিরে এল ভারতীয় ব্যাডমিন্টনে।

 

বিবিধ 
  • দাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা নিয়ে সতর্ক করে দিলেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন।
  • শুরু হল ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’। এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে প্রথম দিনে আলোচনার কেন্দ্রে ছিল কলকাতার সংগীত শিল্পী ঊষা উত্থুপের জীবনীর ইংরেজি ভাষায় অনুবাদ গ্রন্থ। ইংরেজিতে গায়িকার জীবনীর নাম রাখা হয়েছে ‘দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ: দ্য অথরাইজড বায়োগ্রাফি অব ঊষা উত্থুপ’। সৃষ্টি ঝা এই বইটির অনুবাদ করেছেন।
  • নলেন গুড়, মুর্শিদাবাদের ছানাবড়া, মতিচুর লাড্ডু , মুর্শিদাবাদের সিল্ক, রাঁধুনি পাগল চাল, নবাবগঞ্জের বেগুন প্রভৃতি পণ্যের জিআই (জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ) পাওয়ার জন্য আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর।
  • বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডকুমেন্টারি প্যানোরমা বিভাগের প্রদর্শিত হবে বাংলার শ্রীময়ী সিং নির্মিত ছবি। ইরানের মহিলাদের নিয়ে তৈরি ছবিটির নাম “অ্যান্ড টুওয়ার্ডস হ্যাপি অ্যালিস” ।