কারেন্ট অ্যাফেয়ার্স ২১ জানুয়ারি ২০২৩

279
0
daily current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক 
  • নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন ক্রিস হিপকিন্স। ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে লেবার পার্টি বেছে নিল তাদের দেশের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে। এতদিন তিনি ছিলেন নিউজিল্যান্ডের কোভিড মোকাবিলা, শিক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড স্থাপন করা জেসিন্দা আরডেন সম্প্রতি নিজের ইচ্ছাতেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেছেন। ৭ ফেব্রুয়ারি তাঁর মেয়াদ শেষ, তারপরই ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর গদিতে বসবেন।
  • ৯৩ বছর বয়সে বিয়ে করলেন এডুইন অলড্রিন। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী , ৬৩ বছর বয়সী আনকা ফাউর। ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলো ১১ অভিযানের অন্যতম নায়ক তিনি। নিল আর্মস্ট্রংয়ের ১৯ মিনিট পর তিনি চন্দ্রপৃষ্ঠে পা রাখেন। এর আগে তিনবার বিয়ে হয়েছিল তাঁর।
 জাতীয় 
  • কলকাতায় একটি দিন কাটিয়ে গেলেন চে গুয়েভারার মেয়ে আলেইদা গুয়েভারা। কিছু রাজনৈতিক ও বেসরকারি সংস্থার আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন তিনি।
  • ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ তালিকাভুক্ত করার জন্য মৈদামের নাম প্রস্তাব করবে ভারত। ৫২টি প্রস্তাবের থেকে শেষপর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৈদামের নাম বেছে নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। অসমে অহোম রাজাদের মৃত্যু হলে তাঁদের দেহ সমাধিস্থ করা হত। সঙ্গে দেওয়া হত তাঁদের প্রিয় জিনিসপত্র। এরপর সমাধির ওপর গম্বুজ আকারের ঢিপি তৈরি করা হত। একেই বলে হয় মৈদাম। ১৩থেকে ১৯ শতক পর্যন্ত অহোম রাজত্ব চলেছে। অসমের চড়াইদেওতে এখনও পর্যন্ত ৩৮৬টি মৈদাম খুঁজে পাওয়া গেছে।
খেলা 
  • সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১০৮ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। এদিন দুদলের খেলা শেষ হয়ে যায় মাত্র ৫৫ ওভারের মধ্যে । ম্যান অব দ্য ম্যাচ হলেন মহম্মদ সামি। পরপর দুটি ম্যাচ জিতে ভারত সিরিজ জয় নিশ্চিত করল।  এদিন খেলা হল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে।  এটি হল দেশের ৫০তম স্টেডিয়াম, যেখানে আয়োজিত হল এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।  ২০০৮ সালে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামের।  ভারতের তৃতীয় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি। দেশের স্বাধীনতার জন্য ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন রায়পুরের তৎকালীন রাজা বীর নারায়ণ সিংহ বিঞ্জওয়ার। তাঁর নামেই স্টেডিয়ামের নামকরণ।
  • মেয়েদের অনুর্ধ ২৯ বছর ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্স পর্বে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারত।
  • জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের তোলা অভিযোগ খারিজ করে দিলেন জাতীয় কুস্তি সংস্থার সহকারী সচিব বিনোদ তোমার। পরে তাঁকে সাসপেন্ড করে দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জাতীয় কুস্তি সংস্থার সব কাজ আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে।
বিবিধ 
  • পশ্চিমবঙ্গের ১৫টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে জয় জোহার মেলা আয়োজনের কথা জানালো রাজ্য সরকার।