কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জানুয়ারি ২০২৩

308
0
Current Affairs 22nd December
Courtesy: ICC Cricket

আন্তর্জাতিক 
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এক আততায়ীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ১০ জন। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে বলরুম ডান্স ক্লাবে এই হামলা চালিয়ে ভিড়ে মিশে পালিয়ে যায় আততায়ী। সেখানে তখন চিনা নববর্ষ উপলক্ষে পার্টি চলছিল। লস এঞ্জেলসের কাছে মন্টেরে পার্ক শহরে মূলত এশীয় মার্কিন মানুষের বাস। চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি গুলি চালানোর পঞ্চম ঘটনা। গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৬৪৭ বার বন্দুকবাজের হামলা হয়েছে।
  • খোদ দেশের সেনাপ্রধান জুলিও সিজার দ্য অরুদাকে পদচ্যুত করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দি সিলভা। গত ৮ জানুয়ারি ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ কয়েকটি সরকারি ভবনে ভাঙচুর চালায় প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসেনরোর উগ্র সমর্থকরা। এই ঘটনায় সেনাপ্রধান জুলিও সিজার দ্য অরুদার পরোক্ষ মদত ছিল বলে মনে করা হচ্ছে।
 জাতীয়
  • জি ২০ নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে একটি উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। জি ২০ সম্মেলনের প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিঙলা “হ্যাশ ট্যাগ জি ২০ পে চর্চা” নামে টুইটারে একটি একাউন্ট খুললেন।
  • নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল দেশের ৫৭ তম ডিজিপি সম্মেলন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে সংবেদনশীল পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বিহারের পূর্ব চম্পারণ জেলায় ২৭ নম্বর জাতীয় সড়কে এক বৃদ্ধকে ৮ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি। তাঁর মৃত্যু হয়েছে।
খেলা 
  • প্রত্যাশা জাগিয়েও শেষপর্যন্ত বিশ্বকাপ হকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ভারত। দেশের মাটিতে প্রবল জনসমর্থন পেয়েও শেষে নিউজিল্যান্ডের কাছে টাইব্রেকারে হার মানল তারা। এদিন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ভারত এগিয়ে ছিল। পরে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ গোলে। এরপর টাইব্রেকারে ৪-৫ গোলে পরাস্ত হয় ভারত।
  • মেয়েদের অনুর্ধ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ভারতের পার্শ্বি চোপড়া ৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৫ উইকেট নেন।  তিনিই হন ম্যাচের সেরা।
  • অস্ট্রিলিয়ান ওপেনে মেয়েদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন ভারতের সানিয়া মির্জা। মিক্সড ডাবলসে তাঁর লড়াই এখনও জারি আছে। প্রসঙ্গত, অবসরের আগে এটাই শেষ গ্র্যান্ডস্লাম বলে জানিয়েছেন সানিয়া।
 বিবিধ
  • “হানি মিশন’ শুরু হচ্ছে মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে। মূলত ছত্তিশগড় সীমান্তের অরণ্য ঘেরা গ্রামগুলোতে ফসল পাকার সময় হাতি এসে ফসল খেয়ে নেয়। ফসলের ক্ষেত থেকে হাতিদের দূরে রাখতে মৌমাছির ব্যবহার করা হবে এই প্রকল্পটিতে। প্রসঙ্গত, হাতি ভয়ানক ভয় পায় মৌমাছিদের।