কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জানুয়ারি ২০২৩

331
0
daily current affairs
Courtesy: NewsOnAir

আন্তর্জাতিক
  • বিগত ৪ বছরে ব্রাজিল ও আর্জেন্টিনা, এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ ছিল না। কিন্তু লুলা দি সিলভা ব্রাজিলের রাষ্ট্রপতি হওয়ার পর লাতিন আমেরিকার দুই দেশের মধ্যে সম্পর্কে গতি এসেছে। রাষ্ট্রপতির চেয়ারে বসেই প্রথম বিদেশ সফরে আর্জেন্টিনায় গিয়েছিলেন লুলা। এমনিতেও ব্রাজিল সবচেয়ে বেশি বাণিজ্যিক আদানপ্রদান করে থাকে, আর্জেন্টিনার সঙ্গেই। এবার দুই দেশ অভিন্ন মুদ্রা চালু করাতে উদ্যোগী হল। এই বিষয়ে অবশ্য প্রথম প্রস্তাব এসেছিল ব্রাজিলের দিক থেকেই। গত বছর সে দেশের দুই রাজনীতিক ফার্নান্দো হাদ্দাদ এবং গ্যাব্রিয়েল গ্যালিপোলো প্রথম বারের জন্য বিষয়টি উত্থাপন করেন। নির্বাচনী প্রচারে বিষয়টি তুলে ধরেন বর্তমান রাষ্ট্রপতি লুলাও। সম্প্রতি আর্জেন্টিনার একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধটির দুই লেখক হলেন সে দেশের রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দি সিলভা। এই নিবন্ধেই দুই দেশের রাষ্ট্রপ্রধান একই মুদ্রা চালু করার পক্ষে সওয়াল করেন। তাঁদের বক্তব্য, “আমাদের মধ্যে স্বাভাবিক আদানপ্রদানের ক্ষেত্রে যে সব বাধা আছে, সেগুলোকে আমরা টপকাতে চাই।” তাঁরা এ-ও লেখেন যে, “স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই আমরা দুই দেশে একই মুদ্রাব্যবস্থা চালু করা নিয়ে ভাবনাচিন্তা করছি।”
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে আততায়ীর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আত্মঘাতী হল। লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, ঘাতকের নাম হু ক্যান ট্র্যান (৭২)। পুলিশ আরও জানিয়েছে, গুলি চালানোর পর সেই বৃদ্ধ যখন পালিয়ে যাচ্ছিল, তখন তাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পালানোর রাস্তা নেই বুঝতে পেরে নিজের শরীরেই গুলি চালিয়ে দেন বৃদ্ধ। এই হামলার পিছনে অন্য কারও হাত নেই বলেই মনে করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ বর্ণবিদ্বেষ কীনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
  • সুইডেনের উগ্র দক্ষিণপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান স্টকলহোমে তুর্কি দূতাবাসের বাইরে প্রতিবাদের সময় ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের একটি কপি পুড়িয়ে দিলেন। ন্যাটোতে সুইডেনের সদস্যপদ বহাল রাখার প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। এদিকে, পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় তুরস্কের বিদেশ মন্ত্রকের তরফে তীব্র প্রতিবাদ করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেছেন সুইডিস বিদেশমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম। ঘটনার জন্য ডানপন্থী নেতা রাসমুস পালুদানকে সুইডেনের সরকার সমর্থন করেনা বলেও এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। এই ঘটনায় তুরস্ক ছাড়াও প্রতিবাদে সরব হয়েছে সৌদি আরব, জর্ডন এবং কুয়েত।
  • আচমকা লোডশেডিং হয়ে গেল পাকিস্তানের বিশাল এলাকায়। অন্ধকারে ডুবে গেল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর , করাচি ও  সে দেশের প্রায় সমস্ত বড় শহরই। বালুচিস্তানের কোয়েটা থেকে গুড্ডুর মধ্যে হাই-টেনশন ট্রান্সমিশন লাইনে গোলযোগের কারণে এই সমস্যা বলে জানা গেছে।
 জাতীয়
  • দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সমগ্র দেশে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়।  এদিন  আন্দামন নিকোবরে ২১ টি বড় অনামি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমবীরচক্রে সম্মানিত ২১ জন সেনার নামে নাম রাখা হয়েছে এই ২১টি দ্বীপের। মেজর সোমনাথ শর্মা, নায়েক যদুনাথ সিং, ক্যাপ্টেন গুরবচন সিং প্রমুখ পরমবীর চক্র প্রাপক সেনা যোদ্ধাদের নাম এইভাবে জুড়ে গেল দ্বীপগুলির নামের সঙ্গে। আন্দামানের রস আইল্যান্ডের নাম আগেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে করা হয়েছিল। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপেই জাতীয় স্মৃতি সৌধের মডেলের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি নিজেই নীল আইল্যান্ড ও হেভলক দ্বীপের নাম রেখেছিলেন যথাক্রমে শহিদ ও স্বরাজ।
  • বিহারে মদ নিষিদ্ধ। অথচ সেই রাজ্যেই বারবার বিষাক্ত মদ পান করে প্রাণহানির ঘটনা ঘটছে। কিছুদিন আগে ছপরার পর এবারের ঘটনাস্থল সিওয়ান। ফের বিষমদ পান করার ফলে মৃত্যুর অভিযোগ উঠল। এবারের ঘটনাটি ঘটেছে, সিওয়ান জেলার বালা গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় ভাটি থেকে মদ্যপান করার পরই এলাকার কিছু মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন।  তাঁদের মধ্যে ৪ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
 খেলা 
  • মহিলাদের প্রথম আইপিএলে অংশ নেবে মোট পাঁচটি দল। প্রতিযোগিতায় কেমন সাড়া পাওয়া যাচ্ছে তা দেখে পরে দলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৫ জানুয়ারি মহিলাদের আইপিএলের দলগুলি ঘোষণা করা হবে। সেই দলগুলির নিলাম করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আরও সম্পদের অধিকারী হতে চলেছে।
  • ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করল আইসিসি। ভারত থেকে সেই দলে সুযোগ পেলেন তিনজন।তাঁরা হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। আইসিসি-র এই দলে অধিনায়ক এবং উইকেটকিপার  হয়েছেন জস বাটলার। তিনি ওপেন করবেন মহম্মদ রিজওয়ানের সঙ্গে। এর পর কোহলি এবং সূর্য রয়েছেন। পাঁচে রয়েছেন গ্লেন ফিলিপস। ছয়ে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। সাতে নাম রয়েছে হার্দিক পান্ডিয়ার।  চারজন বোলার রাখা হয়েছে , তাঁরা হলেন স্যাম কারেন, ওয়ানিন্দু হাসরঙ্গ, হ্যারিস রউফ এবং আয়ারল্যান্ডের জশ লিটল।
  • ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের শীর্ষকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দেশের কুস্তিগীররা গুরুতর যৌন লাঞ্ছনার অভিযোগ নিয়ে এসেছিলেন। এই অভিযোগের তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির শীর্ষে রয়েছেন মেরি কম। জানা গিয়েছে, এই কমিটিই আগামী একমাস ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাত্যহিক কাজকর্ম দেখাশোনা করবে।এই নতুন কমিটিতে মেরি কম ছাড়াও রয়েছে দেশের প্রখ্যাত কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ব্যাডমিন্টন তারকা তৃপ্তি মুরিগুন্ডে, সাই-এর প্রাক্তন প্রধান রাধিকা শ্রীমন এবং টপস এর প্রাক্তন কর্তা রাজাগোপালন ।
 বিবিধ
  • নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তীতে আরও একটি ডুবোজাহাজ হাতে পেল ভারতীয় নৌবাহিনী। এদিন মুম্বইয়ের নৌসেনার ঘাঁটি থেকে আনুষ্ঠানিকভাবে নৌসেনায় অন্তর্ভুক্ত হল আইএনএস ভাগির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল  আর হরি কুমার ,ফরাসি কনসাল জেনারেল জিন মার্ক সেয়ার শার্লি  এই নিয়ে কালভরি শ্রেণির পঞ্চম ডুবোজাহাজ হাতে পেল নৌসেনা। প্রসঙ্গত, ফরাসি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই সাবমেরিন তৈরি করেছে মাজেগাও ডক শিপবিল্ডার্স লিমিটেড। এই ডুবোজাহাজ স্করপিয়ন গোত্রের। গোটা ডুবোজাহাজটিই ভারতে তৈরি করা হয়েছে।