কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মার্চ ২০২১

839
0
sports
Courtesy: News18.com

আন্তর্জাতিক
  • করোনা সংক্রমণে মৃতদের শ্রদ্ধা এবং স্বাস্থ্যকর্মীদের লাগাতার লড়াইকে স্মরণ করে `ন্যাশনাল ডে অব রিফ্রেকশন’ পালন করল ব্রিটেন। গত বছর এই দিন থেকেই লকডাউন শুরু হয়েছিল সে দেশে। ইতিমধ্যে সেখানে ১ লক্ষ ২৬ হাজার জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে। বিশ্বে টানা ৬ সপ্তাহ সংক্রমণের হার কমার পর এই সপ্তাহে তা বেডেছে বলে জানিয়েছে `হু’। ব্রাজিলে একদিনে করোনা সংক্রমণে ৩২৫১ জনের প্রাণহানি হল যা সে দেশে এখনও পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ। বিশ্বে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি জন. মোট প্রাণহানি হয়েছে ২৭৪০২৯৫ জনের।
  • সাত বছরের মেয়েটি বসেছিল বাবার কোলে। তল্লাশির নামে গৃহে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে তাকেও হত্যা করল সেনাবাহিনী। এই ঘটনার সাক্ষী থাকল মায়ানমারের মান্দালয় শহর। প্রতিবাদে দেশময় অসংখ্য মানুষ মোমবাতি মিছিলে অংশ নিলেন। প্রতিবাদ বিক্ষোভ ও সমানেই চলছে মায়নমারে।

 

জাতীয়
  • দেওয়াল হাউজিং ফিনান্স লিমিটেডের প্রোমোটর কপিল ও ধীরজ ধাওয়ানের বিরুদ্ধে বিপুল অর্থ জালিয়াতির অভিযোগে মামলা করল সিবিআই। তাঁরা ২ লক্ষ ৬০ হাজারের বেশি ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারের থেকে ১৬০৪৬ কোটি টাকা আদায় করেছেন। গৃহঋণের সুদে ভরতুকি বাবদ আরও ১৮৮৯ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ফরেনসিক অডিটে তা ধরা পডেছে। প্রসঙ্গত ইয়েস ব্যাঙ্ক দুর্নীতিতে অভিযুক্ত ধাওয়ান ভ্রাতৃদ্বয় এখন জেলে রয়েছেন। তারমধ্যেই এল নতুন অভিযোগ।
  • দেশে করোনা সংক্রমণে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ১ লক্ষ ৬০ হাজার (১৬০৪৪১) জন। মোট সংক্রমিত ১১৭৩৪০৫৮ জন। একই সঙ্গে করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা প্রশংসিত হল রাষ্ট্রসঙ্ঘে।. এদিনও দেশে ৪৭২৬২ জন সংক্রমিত হয়েছেন।

 

বিবিধ
  • রাজপরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে পেশাদার জগতে প্রবেশ করলেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি। `বেটারআপ আইএনসি’ নামে একটি মার্কিন সংস্থায় `চিফ ইমপ্যাক্ট অফিসার’ হিসাবে যোগ দিলেন তিনি। এর আগে স্পটিফাই ও নেটফ্লিক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হ্যারি ও মেগান।
  • মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সার্জন জেনারল হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় চিকিতসক বিবেকমূর্তি।

 

খেলা
  • বিশ্বকাপে তিনবারের রানার্স নেদারল্যান্ডসকে ৪-২ গোলে পরাস্ত করল তুরস্ক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে এই অঘটন ঘটাল তারা। হ্যাট্রিক করলেন বুরাক ইলমাজ।
  • নয়াদিল্লির শুটিং বিশ্বকাপে অভিনব কীর্তি স্থাপন করলেন ভারতের তিন তিরন্দাজ। ২৫ মিটার পিস্তল শুটিং ইভেন্টে চিঙ্কি যাদব, রাহি স্বর্ণওয়াত ও মানুভাবের জিতে নিলেন যথাক্রমে সেনা, রুপো ও ব্রোঞ্জ পদক।এক ইভেন্টে সব পদক একই দেশের জয়লাভের ঘটনা শুটিংয়ের ক্ষেত্রে এই প্রথম। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ২০ বছরের ঐশ্বর্য হারালেন বিশ্বের এক নম্বর হাঙ্গেরির ইস্তোভান পেলিকে।

 

২৩ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন