কারেন্ট অ্যাফেয়ার্স ২ আগস্ট ২০২১

636
0
Current Affairs 23rd December

আন্তর্জাতিক
  • জঙ্গিদের প্রতিহত করার পথ খুঁজতে আফগান সংসদের বিশেষ অধিবেশন বসল। তার আগে সংসদের উল্টোদিকে দারুল আমান প্রাসাদ চত্বরে আফগান সেনার গার্ড অব অনার নিলেন আফগান রাষ্ট্রপতি আশরফ গনি। তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রান্ত শান্তিচুক্তি তালেবান জঙ্গিদের হাত শক্ত করেছে। চিনের হেনান প্রদেশের বন্যায় মৃত্যু হয়েছে অন্তত তিনশ দুই জনের। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ঝেং ঝউ শহর।
  • জার্মানির আদালতে এমন একজন বৃদ্ধের বিরুদ্ধে বিচার শুরু হতে চলেছে যার বয়স শতবর্ষ পার করেছে। ১৯৪২-৪৫ সাল পর্যন্ত নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে ৩৫১৮ জনকে হত্যা সহযোগিতা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
জাতীয়
  • আইআইটি হায়দ্রাবাদের গবেষক মুথুকুমাল্লি বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের গবেষক মণীন্দ্র আগারওয়াল গাণিতিক মডেল এর উপর নির্ভর করে দাবি করলেন দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসন্ন। অক্টোবরে তার শিখর ছোঁবে  বলে দাবি করা হল। এদিন দেশে ৪০,১৩৪ জন নতুন করে সংক্রমিত হলেন। তার অর্ধেকই কেরলের।
  • লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের মধ্যে দ্বাদশ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানাল দুই দেশ।
  • উত্তরপ্রদেশে ফিরোজাবাদ জেলার নাম বদলে চন্দ্রনগর রাখার প্রস্তাব গ্রহণ করল ফিরোজাবাদ জেলা পঞ্চায়েত। মোঘলরা আসার আগে এই নাম ছিল বলে জানানো হয়েছে।
বিবিধ
  • জুলাই মাসে দেশের রপ্তানি আমদানি যথাক্রমে ৪৭ এবং ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ১১২৩ কোটি ডলার।
  • কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
খেলা
  • ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। এই প্রথমবার তারা অলিম্পিকের সেমিফাইনালে উঠল । কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। বিশ্ব হকিতে অস্ট্রেলিয়ার ক্রম দ্বিতীয়, ভারতের নবম। টানা ৫৯টি টানা পাঁচ ম্যাচ জিতে ১৩ টি গোল করে ও একটি গোল হজম করে শেষ আটে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। ভারত সেখানে তিন ম্যাচ হারের পরও মনের জোর হারায়নি। গত ১৪ বছরে ভারতের মেয়েরা অস্ট্রেলিয়াকে কখনো হারাতে পারেনি। এদিন মেয়েদের ডিসকাস থ্রোতে ষষ্ঠ স্থান পেলেন ভারতের কমলপ্রীত কৌর। এই দিন বিরল ঘটনা ঘটল পুরুষদের হাই জাম্পে। যুগ্মভাবে সোনা জিতলেন ইতালির জানমার্কো তাম্বেরি ও কাতারের মুতাজ বারশিম। দুজনেই ২.৩৭ মিটার লাফিয়েছেন।