কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২৩

328
0
daily current affairs
Courtesy: Sports Tiger

আন্তর্জাতিক
  • প্রকাশিত হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশ সচিব মাইক পম্পিওর আত্মজীবনী ‘নেভার গিভ অ্যান ইঞ্চ –ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’। সেখানে এক জায়গায় মার্কিন প্রশাসনের গুণগান করতে গিয়ে তিনি দাবি করেছেন, পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমানহানার পরে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই সঙ্কট কাটনো সম্ভব হয়েছে।  তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন এই রিপাবলিকান নেতা ভারতের প্রাক্তন তথা প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ।
  • নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স।
  • “নেচার জিওসায়েন্সেস” পত্রিকায় চিনের একদল বিজ্ঞানীর গবেষণা পত্রে দাবি করা হল, পৃথিবীর কেন্দ্র মন্ডল গত এক দশক কাল হল ঘূর্ণন বন্ধ করে দিয়েছে। তাঁদের দাবি, এমনও হতে পারে যে তা বিপরীত অভিমুখে ঘুরছে।
জাতীয়
  • ভারত সফরে এলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতে আল সিসি। এই নিয়ে তিনি তৃতীয় বার ভারত সফরে এলেন , ২০১৫ ও ২০১৬ সালের পর। এবার তিনি সাধারণতন্ত্র দিবসের বিশেষ অতিথি। এদিন তাঁর সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত মিশর দ্বিপাক্ষিক বানিজ্য বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বৈঠকে।
  • পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন। ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ৯১ জনকে।মরণোত্তর পদ্মসম্মান পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব, বাঙালি চিকিৎসক তথা ওআরএসের উদ্ভাবক দিলীপ মহলানবিশ,  এবং স্থপতি বালকৃষ্ণ দোশি। তাঁদের তিন  মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হবে। এছাড়াও পদ্মবিভূষণ পাচ্ছেন উস্তাদ জাকির হুসেন, এস এম কৃষ্ণ ও শ্রীনিবাস বর্ধন। পদ্মভূষণ পাচ্ছেন সুধা মূর্তি,বাণী জয়রাম, সুমন কল্যাণপুর ও  কুমারমঙ্গলম বিড়লা।  লেখিকা তথা সমাজকর্মী সুধা মূর্তি হলেন ইনফোসিস প্রধান নারায়ণ মূর্তির স্ত্রী। অভিনেত্রী রবিনা ট্যান্ডন পাচ্ছেন পদ্মশ্রী। ওআরএসের উদ্ভাবক দিলীপ মহলানবিশ অবশেষে তাঁর প্রাপ্য সম্মান পেলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বনগাঁ সীমান্তে কলেরায় আক্রান্ত হাজার হাজার মানুষকে বাঁচানোয় বিশেষ ভূমিকা ছিল মহলানবিশের। তাঁর  বুদ্ধিতেই স্যালাইন সূচের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানোর বদলে পানীয়ের সাহায্যে খাওয়ানো শুরু হয়। নুন-চিনি-বেকিং সোডার জল দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তিনি । তখনও ওআরএসের প্রয়োগ স্বীকৃতি ছিলনা বিশ্ব চিকিৎসার নিয়ামক সংস্থার (হু)। ফলে তাঁর হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস।সেই প্রয়াত বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ ২০২৩ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্ম বিভূষণের জন্য মনোনীত হলেন। এ ছাড়া চলতি বছর পদ্মসম্মান পেয়েছেন আরও চার বাঙালি— সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী, প্রবীণ লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়, ভাষা গবেষক ধনীরাম টোটো এবং চিকিৎসক রতনচন্দ্র কর। এঁদের মধ্যে রতনচন্দ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দা। চার জনেই পদ্মশ্রী পাচ্ছেন ।

 

খেলা
  • মেয়েদের আইপিএলে বিপুল সাড়া পেল বিসিসিআই। আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, লখনৌ -এই পাঁচটি শহরের দল গড়ার জন্য নিলামে ৪৬৬৯.৯৯ কোটি পেল তারা। আদানি স্পোর্টস ১২৮৯ কোটি টাকায় আমেদাবাদ দল কিনে নিল যা এই নিলামে সর্বোচ্চ।
  • অবসরের আগে শেষ গ্র্যান্ডস্লাম খেলছেন সানিয়া মির্জা। অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে তিনি ফাইনালে উঠলেন। এই আবাছাই জুটি হারিয়ে দিল তৃতীয় বাছাই ডেজরে ক্রুজিক ও নিল স্পুক্সকিকে। সানিয়া প্রথম গ্র্যান্ডস্লাম পেয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসে , ২০০৯ সালে। তখন সঙ্গী ছিলেন মহেশ ভূপতি।
  • সূর্যকুমার যাদব। ২০২২ সালের টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। বুধবার আইসিসি এই স্বীকৃতি দিয়েছে ভারতের মিডল অর্ডার ব্যাটারকে। এখন আইসিসি-র ব্যাটারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যের। উইকেটের চার দিকে সমান ভাবে বড় শট খেলতে পারার ক্ষমতার জন্য তাঁকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। এ বার টি-টোয়েন্টির বর্ষসেরা মর্যাদা পেলেন সূর্য। টোয়েন্টিতে ৪৫টি ম্যাচ খেলে ১৫৭৮ রান করেছেন সূর্যকুমার। গড় ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮০.৩। ক্রিকেটের ছোট ফরম্যাটে ৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান করেছেন সূর্য। সর্বোচ্চ ১১৭ রান।
বিবিধ

পালিত হল ১৩তম জাতীয় ভোটার দিবস। সেখানে ঘোষণা করা হল,  এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে। ১৩তম জাতীয় ভোটার দিবসে এই ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এখন দেশে মোট ভোটারের সংখ্যা ৯৪ কোটি ৫০ লক্ষ। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সি নতুন ভোটার রয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ। দেশে ২ কোটির বেশি ৮০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩ লক্ষ ভোটার শতায়ু।