Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২৩

daily current affairs

Courtesy: Sports Tiger


আন্তর্জাতিক
জাতীয়

 

খেলা
বিবিধ

পালিত হল ১৩তম জাতীয় ভোটার দিবস। সেখানে ঘোষণা করা হল,  এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে। ১৩তম জাতীয় ভোটার দিবসে এই ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এখন দেশে মোট ভোটারের সংখ্যা ৯৪ কোটি ৫০ লক্ষ। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সি নতুন ভোটার রয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ। দেশে ২ কোটির বেশি ৮০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩ লক্ষ ভোটার শতায়ু।

Exit mobile version