তালিবানের হাতে অস্ত্র তুলে দেবে চিন। আফগানিস্তানের শাসক তালিবানদের জন্য এইরকম টাই ভেবেছে চিন! জানা গিয়েছে চিনের থেকে ব্লোফিশ ড্রোনের মত বিপজ্জনক অস্ত্র কিনতে চলেছে তালিবান। জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্র গেলে তার পরিণাম মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিবানের হাতে এই অস্ত্র পৌঁছলে তা প্রতিবেশী পাকিস্তানের ক্ষেত্রেও গভীর আশঙ্কার কারণ।
মার্কিন মুলুকে ফি’বার নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদ শুরুর আগে ওয়াসিংটন ক্যাপিটল হিলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । তার নাম ‘ইনগ্রাল বল’। এই অনুষ্ঠানে গাউন পরে উপস্থিত হন রাষ্ট্রপতির স্ত্রী অর্থাৎ ‘ফার্স্ট লেডি’। এরপর সেই পোশাক স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সংগ্রহশালার জন্য দান করে দেন তিনি। সেই ১৯১২ সালে হেলেন টাফ্টের আমল থেকে এটাই রেওয়াজ । বর্তমান মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের স্ত্রী জিলও সেই ‘ঐতিহ্য’ বজায় রাখলেন। পূর্বসূরী জ্যাকলিন কেনেডি, লরা বুশ, মিশেল ওবামা, মেলানিয়া ট্রাম্পের রীতি অনুসরণ করে বাইডেন-পত্নীও তাঁর পোশাক দান করেলেন ইনস্টিটিউশনকে।
তবে, ২০২১ সালের ২০ জানুয়ারি কোভিড পরিস্থিতির কারণে বাইডেনের জন্য‘ইনগ্রাল বল’ অনুষ্ঠান করা হলেও নিলাম করা হয়নি।
চূড়ান্ত অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ল পাকিস্তান। সেখানে পাক মুদ্রা রুপির দর ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমেছে। বুধবার পাকিস্তানি রুপি প্রতি ডলারের বিপরীতে ছিল ২৩০ টাকা। পরের দিন, বৃহস্পতিবার বাজার খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা আরও কমে যায় ২৫৫ টাকায়। অর্থাৎ একদিনে ১ ডলারের বিপরীতে প্রায় ২৫ পাকিস্তানি রুপি দর কমেছে।
জাতীয়
নয়াদিল্লির কর্তব্যপথেই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হল। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৪তম স্বাধীনতা দিবস। এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচির প্রধান অতিথির আসনে দেখা গেল মিশরের রাষ্ট্রপ্রধান আবদেল ফাতাহ্ আল সিসির – কে। সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে এসেছে সেনাবাহিনীর একটি দলও। তারা অংশ নেয় কর্তব্যপথের কুচকাওয়াজে। প্রসঙ্গত, গত বছর স্বাধীনতার অমৃত মহোৎসবের সূচনায় লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রাজপথ নয় এই সড়কের নাম হবে কর্তব্যপথ। এবার কুচকাওয়াজে ছিল শুধু দেশে তৈরি অস্ত্র। পাশাপাশি ছিল নারীশক্তির প্রদর্শন। গত বছরের স্বাধীনতা দিবসে অমৃত মহোৎসবের সূচনায় ব্রিটিশ জমানার ২৫ পাউন্ডার কামানের বদলে তোপধ্বনিতে ব্যবহার করা হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র তৈরি ১৫৫ মিলিমিটারের ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস)। চলন্ত মোটরবাইকে সেনার দায়িত্ব পেয়েছিলেন সিগন্যাল কোরের অফিসার লেফটেন্যান্ট ডিম্পল। সেনা পরিবারের মেয়ে ডিম্পলের দাদু মেজর শয়তান সিংহ ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধে লাদাখের রেজিং লা এলাকায় বীরত্বের সঙ্গে লড়াই করে চিন সেনার অগ্রগতি অনেকাংশে রুখে দিয়েছিলেন। যুদ্ধে শত্রু সেনার হামলায় শেষ পর্যন্ত নিহত হয়েছিলেন তিনি। তাঁকে মরণোত্তর সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র দেওয়া হয়েছিল।এবার কুচকাওয়াজেই প্রথমবার বিএসএফের মহিলা উটবাহিনী অংশ নিয়েছে। গত সেপ্টেম্বরে রাজস্থান সীমান্তে পাহারার জন্য বিএসএফ প্রথম মহিলা উটবাহিনী গঠন করেছিল।
খেলা
আইসিসির বিচারে ২০২২ সালের সেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর আজমের কাছে। এই নিয়ে পরপর দু’বার তিনি বর্ষসেরা হলেন। এর দুবছর আগে ২০২১ সালেও তিনি সেরা হয়েছিলেন। বাবর আজমের পাশাপাশি আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ইডেনে ১০০ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস। বাংলার অবশ্য কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত।
বিবিধ
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় দু’বছর পরে পুনরায় ফেসবুকে ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পরিচালক সংস্থা মেটার ক্যালিফোর্নিয়ার দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প যদি আবার উস্কানিমূলক কোনও পোস্ট করেন তবে তা সরিয়ে দেওয়া হবে। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিংসায় উস্কানি জোগানোর অভিযোগে তাঁর টুইটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।
প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির রাজপথের একখন্ড চিত্র তুলে ধরে ডুডল প্রকাশ করল গুগল।
বাংলায় ‘হাতেখড়ি’ অনুষ্ঠানের একটি তাৎপর্য রয়েছে। শিশুর শিক্ষা শুরু হয় এই অনুষ্ঠানের মাধ্যমে । পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস কেরলের মানুষ। কিন্তু তিনি বাংলা শিখতে চান। এদিন রাজভবনে রাজ্যপালের বাংলা ভাষা শেখার জন্য ‘হাতেখড়ি’র অনুষ্ঠান হল। সেখানে রাজ্যপাল বলেন, ‘‘আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। আমি বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমার নায়ক।’’
এদিন ঐতিহ্যবাহী হালুয়া উৎসব অনুষ্ঠিত হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে।নর্থ ব্লকের এই হালুয়া উৎসবে হাজির ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রসঙ্গত, প্রতিবছরই কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করার প্রক্রিয়া শুরু হয় এই উৎসবের মাধ্যমে ।