কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জানুয়ারি ২০২৩

schedule
2023-02-03 | 07:37h
update
2023-02-03 | 07:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: AP News

আন্তর্জাতিক
  • আফ্রিকার সোমালিয়ায় গত ২৫ জানুয়ারি মার্কিন সেনার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ এক কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম বিলাল আল সুদানি। ওই কট্টর আইএস জঙ্গির সঙ্গে তাঁর ১০ সঙ্গীও নিহত হয়েছেন। এদিন  পেন্টাগনের তরফে জানানো হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বললেন, ‘‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল এবং তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।”
  • ২০০৫ সালের পর ওয়েস্ট ল্যান্ডে সবথেকে বড় হামলা চালিয়েছে ইজরায়েল। তাদের সেনার হামলায় নিহত হয়েছেন ১০ জন প্যালেস্টাইনের নাগরিক। একইদিনে জেরুজালেমের একটি সিনাগগে একজন আততায়ীর এলোপাতাড়ি গুলি করে নিল ৭ জন ইজরায়েলি মানুষের প্রাণ ।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নিল পাক পঞ্জাব প্রদেশের সরকার । তার প্রতিবাদে এদিন লাহোরে ইমরানের বাসভবনের সামনে হাজির হলেন তাঁর দলের কয়েক হাজার সমর্থক। তাঁদের দাবি, নেতাকে নিরাপত্তা দেবেন তাঁরাই। প্রসঙ্গত, গত নভেম্বরে ইমরানের উপর হামলা হয়। আহত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। সেই সময় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় পঞ্জাব প্রদেশের সরকার। সেই নিরাপত্তাই তুলে নেওয়া হয়েছে ।
Advertisement

জাতীয়
  • ভারত ও পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জলবণ্টন চুক্তি (আইডব্লিউটি) রয়েছে তার সংশোধন চেয়ে পাকিস্তানকে নোটিস পাঠাল ভারত। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সিন্ধু জলবণ্টন প্রকল্পের কমিশনারের মাধ্যমে এ বিষয়ে ইসলামাবাদকে নোটিস পাঠানো হয়েছে। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। সিন্ধু জলচুক্তির নবম ধারার লঙ্ঘন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই চুক্তি সং‌শোধনের নোটিস পাঠানো হয়েছে।
  • গুজরাটে মোরবিতে ব্রিজ দুর্ঘটনার ঘটনায় চার্জশিট দাখিল করল পুলিশ। ২০২২ সালের ৩০ অক্টোবর ওই ভয়াবহ  দুর্ঘটনায় অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে ১ হাজার ২০০ পাতার চার্জশিট শুক্রবার মোরবি দায়রা আদালতের বিচারক এম জে খানের কাছে পেশ করেন প্রধান তদন্তকারী অফিসার পি এস জালা।  চার্জশিটে ঘটনায় ধৃত নয় জন ছাড়াও সেতু পরিচালন সংস্থা ওরেভা গ্রুপের এমডি জয়সুখ প্যাটেলের নাম রয়েছে।
  • দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি থেকে সরে দাঁড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০১১ সালের ১৭ জুলাই জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) তৈরির সময় কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল।
খেলা
  • মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত ৮ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ড ৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে।
  • নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমটি-টোয়েন্টি ম্যাচে ২১ রানে হেরে গেল ভারত। রাঁচীতে ছিল সিরিজের প্রথম ম্যাচ। তবে ম্যাচের শেষ দিকে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে দু’দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করলেন। পরে আম্পায়াররা এসে বোঝানোর পর ভুল ভাঙে তাদের।
  • রঞ্জি ট্রফির নকআউটে ইডেনে ৩১ জানুয়ারি বাংলা খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। গত বছরও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা এবং ঝাড়খণ্ড। এদিন নিয়মরক্ষার ম্যাচে বাংলা ওড়িশার কাছে ৭ উইকেটে হেরে গেল।
  • টেনিস জীবনের শেষ গ্র্যান্ডস্লাম ম্যাচে সানিয়া মির্জা রানার্স হলেন। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপান্নার সঙ্গে তাঁর জুটি হেরে গেল ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে । ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা। তার ১৮ বছর পর, ছেলের সামনে সেই অস্ট্রেলিয়ান ওপেনেই নিজের খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ খেললেন তিনি। ২০০৯ সালে মিক্সড ডাবলস জিতেছিলেন। সেটিই ছিল তাঁর প্রথম বড় ট্রফি। এর পর ২০১৬ সালে ডাবলসে চ্যাম্পিয়ন হন। তিনটি মিক্সড ডাবলস এবং তিনটি ডাবলস খেতাব রয়েছে সানিয়ার।

 

বিবিধ
  • প্রয়াত হলেন তেলেগু ছবির অভিনেত্রী যমুনা (৮৭)। প্রায় ২০০টি তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি, বেশ কিছু কন্নড়, তামিল ও হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।  হিন্দি ছবি মিলান-এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। ১৯৮৯ সালে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি লোকসভা আসনে কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন তিনি।
  • শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে । সেই ছবির বাণিজ্যরথ ছুটছে জোর গতিতে। গত দুদিনে ‘পাঠান’ বক্স অফিসে ব্যবসা করেছে ১২৫ কোটি টাকার বেশি। গত ২৫ তারিখ অর্থাৎ মুক্তির দিন তা ব্যবসা করেছিল ৫৫ কোটি টাকা। ধারণতন্ত্র দিবসে কিং খানের ছবি ব্যবসা করেছে ৭০ কোটি টাকার। গোটা বিশ্বে এই ছবি দু’দিনে ব্যবসা করেছে ২৩৫ কোটি টাকার।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2024 - 12:59:51
Privacy-Data & cookie usage: