কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জানুয়ারি ২০২৩

904
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • আত্মঘাতী হামলায় ৬১ জনের মৃত্যু হল পাকিস্তানে। এদিন দুপুরে পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনা চলার সময় ওই মানব বোমা নিজেকে উড়িয়ে দেয়।এই বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ১৫০ জন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে মসজিদের একাংশ ভেঙে পড়ে । এই ঘটনার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বিস্ফোরণের দায় স্বীকার করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
  • আতঙ্কের করোনা এখনও নির্মূল করা যায়নি। বিশ্ব জুড়েই জনস্বাস্থ্যে এখনও উদ্বেগের বিষয় করোনা অতিমারি। এদিন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনে প্রথম হানা দিয়েছিল করোনা।
  • এবার আততায়ীর নির্বিচারে গুলি বর্ষনের সাক্ষ্মী থাকল দক্ষিণ আফ্রিকার ইস্ট কেপ টাউন। সেখানের কাজাকেলে গ্রামে একজনের বাড়িতে জন্মদিনের পার্টি চলার সময় আচমকাই সেখানে বন্দুক হাতে ঢুকে পড়ে দুই আততায়ী। এরপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে তারা। পার্টিতে থাকা মানুষ কি হয়েছে বোঝার আগেই লুটিয়ে পড়েন। প্রাণ হারালেন অন্তত ৮ জন।
 জাতীয়
  • তামিলনাড়ুর থিরুভান্নামালাইয়ের থাণ্ডারামপাট্টুর মুথু মারিয়াম্মান মন্দিরে এদিন একরকম ইতিহাস তৈরি হল। পুলিশি নিরাপত্তায় প্রায় ৮০ বছর পর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন তফসিলি জাতিভুক্তপ্রায় পুরুষ, মহিলা এবং শিশুরা। উচ্চবর্ণের আপত্তিতে এই কাল তাঁরা প্রবেশ করতে পারতেন না মন্দিরের গর্ভগৃহে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে ‘হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্টস’ সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে।
  • ওড়িশা পুলিশের অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর (এএসআই) গোপাল দাস ২৮ বছরের কর্মজীবনে পেয়েছিলেন ১৮টি পদক। মানুষ হিসেবেও ছিলেন সজ্জন । এই পুলিশ কর্মী কী করে মন্ত্রী নবকিশোর দাশকে গুলি করে হত্যা করলেন তা নিয়ে সূত্র খুঁজছেন তদন্তকারীরা।
  • উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে গত বছরের ৩ এপ্রিল হামলার ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল এনআইএ আদালত। শনিবারই অভিযুক্ত আহমেদ মুর্তজা আব্বাসিকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন ওই ব্যক্তির প্রাণদণ্ডের নির্দেশ দেন বিচারক।
  • স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে গান্ধিনগর আদালত একটি মামলায় দোষী সাব্যস্ত করল। আশ্রমের মধ্যে একজন শিষ্যাকে যৌন লাঞ্চনার ২০১৩ সালের মামলা এটি।
খেলা
  • নতুন রেকর্ড হল লখনৌয়ের একানা স্টেডিয়ামের পিচে । ২৯ জানুয়ারি ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি খেলায় একটাও ওভার বাউন্ডারি হয়নি। সোজা কথায় দুদলের ইনিংসে এক বারও বল সরাসরি মাঠের সীমানা পেরিয়ে যায়নি। লখনউয়ে গোটা ম্যাচে ২৩৯টি বল হয়েছে। লখনৌ প্রথম হলে এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের মীরপুর। ২০২১ সালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচে ২৩৮ বল খেলা হয়েছিল কিন্তু একটিও ওভার বাউন্ডারি হয়নি। এই তালিকায় তিন নম্বরে রয়েছে কার্ডিফ। ২০১০ সালে সেখানে ইংল্যান্ড বনাম পাকিস্তানের একটি ম্যাচে ২২৩ বল খেলা হয়েছিল কিন্তু কোনও ওভার বাউন্ডারি হয়নি। ২০২১ সালে কলম্বোতে শ্রীলঙ্কা বনাম ভারত ম্যাচেও ২০৭ বলে কোনও ওভার বাউন্ডারি হয়নি।
  • কোচিংয়ের প্রো লাইসেন্স পেলেন ফুটবল কোচ শঙ্করলাল চক্রবর্তী। এই প্রথম কোনও বাঙালি এই কৃতিত্ব অর্জন করলেন। ২০১৫ সালে আই লিগজয়ী মোহনবাগান দলের সহকারী কোচ ছিলেন শঙ্করলাল। বর্তমানে আই লিগে সুদেবা দিল্লির কোচ তিনি। প্রো লাইসেন্স পাওয়ার ফলে তিনি এখন এশিয়ার যে কোনও ফুটবল ক্লাবেই কোচিং করাতে পারবেন।
 বিবিধ
  • ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারের বইমেলার থিম দেশ স্পেন।
  • লাদাখ উপত্যকায় উন্নয়নের নামে প্রকৃতির ধ্বংস হচ্ছে, এর প্রতিকারে পাঁচ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। ২৬ জানুয়ারি অনশন শুরু করেছিলেন থ্রি ইডিয়টসের ‘আসল র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক।  প্রসঙ্গত, সোনমের চরিত্র অনুসরনেই  তৈরি  হয়েছিল থ্রি ইডিয়টস সিনেমার রনছোড দাস চাঞ্চোর (র‌্যাঞ্চো) ওরফে ফুংসুক ওয়াংডু চরিত্রটি। তবে তাঁর প্রতিবাদ বন্ধ করতে তাঁকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সোনম ওয়াংচুক।
  • মহারাষ্ট্রের হোসাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে নর্মদাপুরম রাখা হয়েছে বলে জানালো পশ্চিম সেন্ট্রাল রেলওয়ে।