কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ জানুয়ারি ২০২৩

395
0
daily current affairs
Courtesy: MSN

আন্তর্জাতিক
  • পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা ১০০ পেরিয়ে গেল। জখম ২২১ জন, গুরুতর জখম আরও ৫৭ জন। আগেই এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তারা এবার জানালো, এই হামলা উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা।টিটিপির কমান্ডার  খুরাসানি ২০২২ সালের আগস্ট মাসে পাকিস্তান সেনার গুলিতে নিহত হয়েছিলেন।
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পুনর্বিন্যাস করা প্রয়োজন বলে মন্তব্য করলেন রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট চাবা কোরোসি। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই প্রয়োজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
  • অর্থনৈতিক দিক থেকে খুব উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে পাকিস্তান। ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার অবমূল্যায়ন, বিপুল মুদ্রাস্ফীতি ও জ্বালানির অভাব— এই তিন কারণে বিপদের মুখে তারা।এরই মধ্যে সেখানে পেট্রল এবং ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৩৫ টাকা। জানা গেছে, বিশ্বের পঞ্চম সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট দেশটির সর্বোচ্চ ব্যাঙ্কের ভান্ডারে মাত্র ৩৭০ কোটি ডলার অবশিষ্ট রয়েছে। যা দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানির খরচ চালানো যাবে। তারা এখন তাকিয়ে আইএমএফ-এর ঋণের দিকে। আইএমএফ-এর একটি দল বর্তমানে সেদেশে সফর করছে।
জাতীয়
  • অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে বিশাখাপত্তনম। এই সিদ্ধান্ত জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়। আপাতত হায়দরাবাদ দুই রাজ্যেরই রাজধানী। ২০২৪ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী তৈরির কাজ শেষ হওয়ার কথা। বিশাখাপত্তনম, কুর্নুল ও অমরাবতীতে তিনটি রাজধানী গড়ার কথা আগে বলেছিলেন জগন্মোহন রেড্ডি।
  • দেশের মানুষের জন্য স্বাধীন দাতব্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে পিএম কেয়ার্স ফান্ড। এর উপর কেন্দ্রীয় বা রাজ্য কোনও সরকারেরই নিয়ন্ত্রণ নেই। সোমবার হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টকে একথা জানাল কেন্দ্রীয় সরকার। ওই হলফনামায় আরও বলা হয়েছে, স্বেচ্ছা অনুদানের অর্থ পেয়েছে পিএম কেয়ার্স ফান্ড। এই প্রতিষ্ঠান কোনও সরকারি সহায়তা পায় না।
  • ধানবাদে কয়েক দিন আগে ব্যাঙ্ক মোড় এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছিল চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের। এদিন ঠিক তার পাশের একটি বহুতল আবাসনে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’ নামে ওই বহুতলে অন্তত ১৪ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
  • বিহারের আরা শহরে হাড় হিম করা জোড়া খুনের ঘটনা ঘটেছে। সেখানে গলার নলি কেটে হত্যা করা হয়েছে এক দম্পতিকে। তাঁরা দুজনেই অবসরপ্রাপ্ত অধ্যাপক। নিহত  মহেন্দ্রপ্রাসাদ সিং ছিলেন বিহারের বীর কনোয়ার সিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা  বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার।  তাঁর স্ত্রী পুষ্প সিং ছিলেন আরার এমএম মহিলা কলেজের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক। তাঁদের কেন খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়।
খেলা
  • বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার পর প্রথম সাক্ষাৎকার দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রেডিয়ো আর্বানা প্লে-র একটি শো-তে তিনি বললেন, “আমার ভাল লাগত যদি বিশ্বকাপ  ট্রফিটা দিয়েগো মারাদোনার হাত থেকে নিতে পারতাম। উনি যদি দেখতে পেতেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তা হলে খুব ভাল হত।”
  • কলকাতার ইডেন গার্ডেনসে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের প্রথম ইনিংস শেষ হল ১৭৩ রানে।
  • মেয়েদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা । প্রতিযোগিতায় চার ম্যাচে ভারতের এটি তৃতীয় জয়।
  • বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চন্ডিকা হাতরুসিংহ ।
বিবিধ
  • শুরু হল সংসদের বাজেট অধিবেশন। প্রথা মেনে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এদিন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সমীক্ষার  পূর্বাভাস, আগামী অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।
  • প্রয়াত হলেন শান্তি ভূষণ (৯৭) । তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আইনজীবী, আম আদমি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭৪ সালে এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধি যে নির্বাচনী মামলায় পরাজিত হওয়ার পর দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, সেখানে বিরোধী পক্ষের আইনজীবী ছিলেন তিনি।