কারেন্ট অ্যাফেয়ার্স ১ ফেব্রুয়ারি ২০২৩

schedule
2023-02-04 | 06:02h
update
2023-02-04 | 06:02h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • রাশিয়ার ইউক্রেনে হামলার এদিন ছিল ৩৪৩তম দিন। এদিনই পূর্ব ইউক্রেনের বাখমুট শহর দখল করার দাবি জানালো রাশিয়া। ডনবাস এলাকায় সক্রিয় মস্কো-পন্থী জঙ্গি গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধারাই ইউক্রেন ফৌজের হাত থেকে এই শহর দখল করেছে বলে দাবি উঠেছে। যদিও ইউক্রেনের তরফে  রাশিয়ার এই দাবি স্বীকার করা হয়নি।
  • “ধর্মীয় প্রার্থনার সময় আত্মঘাতী হামলা হয় না বিশ্বের আর কোথাও। এমনটা শুধুমাত্র পাকিস্তানেই সম্ভব।” পাকিস্তানের পেশোয়ারে মসজিদে প্রার্থনার সময় বিস্ফোরণ নিয়ে এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা শতাধিক।
জাতীয়
  • সংসদে বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট প্রস্তাব পেশ করে ৮৭ মিনিটের ভাষণে তিনি বললেন, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ২০৪৭ সাল পর্যন্ত  ভারতের অর্থনীতিকে দিশা দেখাবে এবারের বাজেট। তিনি বলেন, উন্নতির শেষ সীমা পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট। এবার প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৩.০১ শতাংশ বাড়িয়ে ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা করার প্রস্তাবনা রয়েছে। আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার প্রস্তাব রেখেছেন তিনি। অর্থাৎ,  বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আগে প্রবীণরা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারতেন। সেটি এবারে বৃদ্ধি করে ৩০ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে, এমআইএস-এ তাঁরা সাড়ে ৪ লক্ষ টাকা পর্যম্ত রাখতে পারতেন। জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যেত মোট ৯ লক্ষ টাকা। এবার এই ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা করা যাবে ১৫ লক্ষ টাকা। অর্থাৎ, ব্যক্তিগতভাবে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত রাখা সম্ভব। এবারের বাজেট প্রস্তাবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প চালু করার কথাও বলা হয়েছে। স্বল্প সঞ্চয়ের প্রকল্প এটি, দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা। এই বাজেটে আবাস যোজনায় ৬৬% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রেলে ২ লক্ষ ৫০ হাজার কোটি  বিনিয়োগ ও ৫০টি বিমানবন্দরের আধুনীকিকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি ও কৃষক উন্নয়ন খাতে এবার বরাদ্দ বেড়েছে প্রায় ৪৬৫ শতাংশ।  কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগে বরাদ্দের অঙ্ক ৮ হাজার কোটি টাকার বেশি। কৃষিঋণের ঊর্ধ্বমাত্রা   ১৮ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ কোটি টাকা করা হয়েছে । মৎস্য সম্পদ যোজনায় এ বারের বাজেট বরাদ্দ ৬ হাজার কোটি টাকা। বাজেটের তথ্য থেকে জানা গেছে যে, রাজস্বের ৪০.৯ শতাংশ ব্যয় হয় ঋণের সুদ মেটাতে।
Advertisement

খেলা
  • সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রানে জয়ী হল ভারত। ফলে সিরিজে প্রথমে পিছিয়ে পড়লেও ভারত শেষপর্যন্ত ২-১ ব্যবধানে জয়লাভ করল। এদিন টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানে জেতায় নিজেদের ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারত। ভারতের ২৩৪ রানের জবাবে এদিন নিউজিল্যান্ডের ইনিংস শেষ হল মাত্র ৬৬ রানে। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে ভারতের এই ১৬৮ রানে জয় পেল দ্বিতীয় স্থান। শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। অন্যদিকে সব দেশের হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড করেছিল চেক প্রজাতন্ত্র । তারা ২০১৯ সালে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল। আগের খেলায় লখনৌতে ভারত – নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটিও ওভার বাউন্ডারি হয়নি। আমেদাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করে রানের ফুলঝুরি ছোটাল ভারত।  প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ারা করলেন ৪ উইকেটে ২৩৪ রান। মোট ১৩টি ওভার বাউন্ডারি মারলেন ভারতের ব্যাটাররা।  শতরান করলেন শুভমন গিল। তিনি  অপরাজিত থাকলেন ৬৩ বলে ১২৬ রান করে । তিন ধরনের ক্রিকেটেই শতরান করে ফেললেন ২৩  বছরের শুভমন। আগেই টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শতরান পেয়েছিলেন তিনি। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটেও শতরানের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ষষ্ঠ শতরান হয়ে গেল। সব ধরনের ক্রিকেটেই শতরান করে ফেললেন শুভমন। তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার, যিনি সব ধরনের ক্রিকেটে শতরান করলেন। এর আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং লোকেশ রাহুল সব ধরনের ক্রিকেটে শতরান করেছেন।তবে এক্ষেত্রে তিনি কনিষ্ঠ।
  • প্রয়াত হলেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার পরিমল দে (৮২) । কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে জংলা নামে পরিচিত ছিলেন তিনি। ১৯৭০ সালের শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে অবিস্মরণীয় খেলার জন্য ওই ঐতিহাসিক ম্যাচের নায়ক বলা হয় তাঁকে। ১৯৬৬ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে বঙ্গভূষণ সম্মান পান। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দুবার ডুরান্ড, তিনবার করে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড জিতেছিলেন তিনি ।
 বিবিধ
  • হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই টালমাটাল অবস্থা আদানি গোষ্ঠীর। এদিন তাদের শেয়ার দর ২৮ শতাংশ পড়ে যায়। গত ৫ দিনে তাদের সংস্থায় লগ্নিকারীদের ৭ লক্ষ কোটি টাকার বেশি শেয়ার সম্পদ হ্রাস পেল। এই পরিস্থিতিতে এদিন আদানি এন্টারপ্রাইজেসের দ্বিতীয় বার শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার যে সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না। ইতিমধ্যেই যাঁরা এফপিও-তে লগ্নি করেছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছে আদানি গোষ্ঠী।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 17:22:18
Privacy-Data & cookie usage: