কারেন্ট অ্যাফেয়ার্স ২ ফেব্রুয়ারি ২০২৩

487
0
Railway Apprentice 2023

আন্তর্জাতিক
  • সৌদি আরবে ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংগঠন ‘রিপ্রাইভ’ এবং ‘দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস’- এর দাবি, ২০১৫ সালে পূর্বতন সুলতান আবদুল্লা বিন আবদুলাজিজ আল সৌদের মৃত্যুর পর এই মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেড়ে গেছে। তাদের পর্যবেক্ষণ, সুলতান সলমন বিন আবদুলাজিজ আল সৌদ এবং যুবরাজ মহম্মদ বিন সলমনের আমলে সাংবাদিক ও রাজনৈতিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা ক্রমশই বাড়ছে।  এই সময়ে সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে । প্রসঙ্গত, সৌদি আরবে ২০১৫ সালের আবদুল্লার প্রয়াণের পর তাঁর সৎভাই সলমন বিন আবদুলাজিজ সুলতান হন।
  • প্রবল দূষণে কাবু ব্যাংককের মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা  হু-এর মতে প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত না। কিন্তু ব্যাঙ্কক ও তার আশপাশের অঞ্চলে এই মাত্রা বর্তমানে প্রতি ঘনমিটারে ৭০.৫ মাইক্রোগ্রাম । সেখানকার নাগরিকদের আপাতত ঘরের বাইরে না বেরতে নির্দেশ দিয়েছে থাইল্যান্ড সরকার।
জাতীয়
  • মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রস্তাব করেছে আইনজীবী লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া  গৌরীর নাম। কিন্তু তাঁর বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ তুলে এই প্রস্তাবের বিরোধিতা করে কলেজিয়ামকে চিঠি দিলেন মাদ্রাজ হাইকোর্টের বার  অ্যাসোসিয়েশনের কয়েক জন সদস্য।
  • কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান জামিন পেয়েছেন, দীর্ঘ ২৮ মাস পর এদিন তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। উত্তরপ্রদেশের হাথরসে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
  • কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এশীয় বংশোদ্ভূত শিক্ষকদের মধ্যে বিশেষ জীবনকৃতি সম্মান পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
 খেলা
  • এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা।কিন্তু সেই দক্ষিণ আফ্রিকাতেই আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনালে ৫ উইকেটে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌররা প্রথমে ব্যাট করে তুলেছিল ৪ উইকেটে ১০৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১১৩ রান তুলল ২ ওভার বাকি থাকতেই। ম্যাচের সেরা ক্লো ট্রায়ন ।
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ১৭ বছর আগে। এদিন জাপানের কাজুয়োশি মিউরা সই করলেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব অলিভারেন্সে। তাও তিনি মানুষের আকর্ষণের কেন্দ্রে । কারণ, এখন তিনিই বিশ্বের প্রবীণতম ফুটবলার। আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৬ বছর পূর্ণ হবে মিউরার। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপানের হয়ে ৮৯ টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক গোল ৫৫টি।

 

বিবিধ
  • সাহিত্যপ্রেমীরা পেতে চলেছেন সলমন রুশদির লেখা নতুন একটি বই। সামনের ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হবে তাঁর নতুন উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে সেই বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন না লেখক। এদিন তা জানালেন  তাঁর  প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে এক দুষ্কৃতির হামলায় একটি চোখ হারিয়েছেন রুশদি।  মঞ্চের উপরেই ছুরি নিয়ে রুশদির উপরে ঝাঁপিয়ে পড়েছিল হাদি মাতার নামে এক যুবক। গুরুতর জখম হয়েছিলেন ৭৫ বছর বয়সি লেখক।
  • ২০২৩ সালে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস অফিসার পদে নিয়োগ করা হবে বলে জানানো হল। আগে বলা হয়েছিল পৃথক পরীক্ষা হবে।