কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ফেব্রুয়ারি ২০২৩

schedule
2023-02-07 | 05:36h
update
2023-02-07 | 05:36h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফ। গত কয়েক সপ্তাহ ধরেই দুবাইয়ের ‘আমেরিকান হসপিটাল’এ ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পরাধীন দেশে ১৯৪৩ সালের ১১ আগস্ট দিল্লিতে জন্ম পারভেজের। তার পর পাকিস্তানে চলে যায় তাঁর পরিবার। করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে ও পরে লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজের পর তিনি যোগ দেন পাকিস্তানের সেনাবাহিনীতে। নিজের যোগ্যতা ও কৃতিত্বে তিনি হন  সেনাপ্রধান । পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মতবিরোধের কারণে তাঁর নেতৃত্বে সেনা বিদ্রোহ হয়। নওয়াজকে গৃহবন্দি করা হয়। পরে পারভেজ মুশারফ নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত তিনি পাকিস্তানের শাসক ছিলেন। ২০১৯ সালে  তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের আদালত। পরে অবশ্য তা খারিজ হয়ে যায়। পারভেজ মুশারফের  আত্মজীবনীর নাম ‘ইন দ্য লাইফ অব ফায়ার’। সেখানে মুশারফ স্বীকার করেছিলেন, কার্গিল সংঘর্ষের সময় অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও।
  • আকাশে ভাসমান বেলুন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে দ্বৈরথ চলছেই। এদিন মার্কিন আকাশসীমায় ঢুকে পড়া রহস্যময় চিনা বেলুনকে মিসাইল ছুঁড়ে নামিয়েছে মার্কিন প্রশাসন। পেন্টাগন দাবি করেছিল, পরমাণু কেন্দ্রসহ সামরিক কেন্দ্রগুলিতে নজরদারি চালাচ্ছে চিনের  বেলুন। চিন অবশ্য গুলি করে বেলুন নামোনার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, বাতাসের মুখ বদলে যাওয়ার কারণে তা মার্কিন মুলুকে প্রবেশ করেছে।
Advertisement

জাতীয়
  • ১৯৫১ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১৭ কোটি ৭২ লক্ষের কিছু বেশি। ২০২৩ সালের জানুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ৯৪ কোটি ৫০ লক্ষের বেশি।
  • ভারতে ২৩০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে ১৩৮টি বেটিং অ্যাপ ও ঋণ নেওয়ার জন্য ৯৪টি মোবাইল অ্যাপ বন্ধ করা হচ্ছে। অভিযোগ, এই সব মোবাইল অ্যাপ থেকে প্রলোভন দেখিয়ে প্রথমে ঋণ দেওয়া হচ্ছে ও পরে হল কাটা সুদ চাওয়া হচ্ছে । বিকৃত ছবি প্রকাশের ভয় দেখানো হচ্ছে। এর ফলে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েক জন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে ওই সমস্ত অ্যাপকে জরুরি ভিত্তিতে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এর আগে ২০২০ সালের জুন মাস থেকে ভারতে টিকটক, পাবজি, ক্যামস্ক্যানারসহ আড়াইশোর বেশি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার ।
খেলা
  • আইএসএল-এর ম্যাচে বেঙ্গালুরু এফসি ২;১ গোলে হারিয়ে ফেলে মোহনবাগানকে।
  • টটেনহ্যামের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন হ্যারি কেন। দলের হয়ে ৪১৬ নম্বর ম্যাচ খেলে ২৬৭ তম গোল করলেন তিনি। জিমি গ্রিভসের ৫৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।
  • জঙ্গি সংগঠনের বিস্ফোরণে পুনরায় ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল পাকিস্তানে। ঘটনাস্থল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটা। কোয়েটার সেনাছাউনির প্রবেশপথে পুলিশের সদর দফতরের কাছেই এই বিস্ফোরণ হয় ও তাতে জখম হন ৫ জন। পাশের স্টেডিয়ামেই তখন পিএসএলের প্রদর্শনী ম্যাচ চলছিল। বিস্ফোরণের পর মাঝপথেই বন্ধ হয়ে যায় সেই ম্যাচ। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী তেহরিক-এ-তালিবান। তারা জানিয়েছে, নিরাপত্তাকর্মীরাই ছিলেন এই বিস্ফোরণের লক্ষ্য। পরে খেলা শুরু হয়েছে বলে জানা গেছে।
  • আবার বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি । এবার তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বধূ নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। এর পর বিনোদ কাম্বলিকে থানায় ডেকে পাঠিয়েছে  পুলিশ।
  • মেয়েদের আইপিএলে মুম্বই দলের মেন্টর এবং বোলিং কোচ হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডস কোচ হয়েছেন মুম্বইয়ের ।
বিবিধ
  • কলকাতার অদূরে নতুন কিছু পাখির প্রজাতি চোখে পড়ল পাখি বিশারদদের। বর্ধমান জেলার পূর্বস্থলীর চুপির চরে ফিবছরই প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা হয়। এ বছর অন্তত ৬০ রকম প্রজাতির ১১ হাজার পাখির সন্ধান মিলেছে। তাছাড়া এ বছর চুপির চরে প্রিনিয়া, ব্ল্যাক উইন স্টিল, ইস্টার্ন মার্স, হেরিয়ারের মতো নতুন কিছু প্রজাতির পাখির হদিশও মিলেছে।
  • দেশে সবচেয়ে দামি ফ্ল্যাটের নজির গড়ল “থ্রি সিক্সটি ওয়েস্ট”। মুম্বইয়ের ওরলিতে এই আবাসনের টাওয়ার বি- ও ২৩টি ফ্ল্যাট বিক্রি হয়েছে মোট ১২০০ কোটি টাকায়। ডিমার্ট সংস্থার প্রতিষ্ঠাতা রাধাকিষান দামিনী তাঁর স্বজনদের জন্য এগুলি কিনেছেন বলে জানা গেছে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2024 - 04:16:21
Privacy-Data & cookie usage: