কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ফেব্রুয়ারি ২০২৩

schedule
2023-02-07 | 05:55h
update
2023-02-07 | 05:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • ভয়াবহ ভূমিকম্প অনুভূত হল সিরিয়া, তুরস্কে। নিহত হয়েছেন অন্তত ২৭২৪ জন। আহত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে তুরস্কে হতাহতের সংখ্যা বেশি।  স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে ১৭ মিনিটে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল মধ্য তুরস্কের  গাজিয়ানটেপ শহরের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের ২৪.১ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১১ ও ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় বার ও তৃতীয় বার পুনরায় কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে এই দুই কম্পনের তীব্রতা  ছিল যথাক্রমে  ৭.৫ এবং ৬। এছাড়া তুলনায় কম তীব্রতার অনটন ৫০ বার কম্পন অনুভূত হয়েছে। এই কম্পন টের পাওয়া গেছে  ইরাক,  লেবানন  এবং সাইপ্রাসের বিভিন্ন অংশগুলিতেও। সিরিয়া এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ। মার্কিন ভূতাত্ত্বিক সর্বক্ষণের পর্যবেক্ষণ, গত ১০০ বছরে এত তীব্র কম্পন অনুভূত হয়নি সিরিয়ায়। কম্পনের তীব্রতায় একের পর এক বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান, মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে। ১৯৯৯ সালের ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
Advertisement

 জাতীয়
  • কর্ণাটকের টুমাকুরুতে দেশের বৃহত্তম হেলিকপ্টার নির্মাণ সংস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেড বা হ্যাল -এর মালিকানাধীন।
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দিল কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি লিট দিয়েছিল।
খেলা 
  • ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্ডার – গাভাসকর ট্রফি নিয়ে উত্তেজনা রয়েছে দুই শিবিরেই। ভারতে টেস্ট সিরিজ জয় অ্যাসেজ জেতার থেকেও বড় বলে মন্তব্য করলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির একটি জার্সি তুলে দিলেন আর্জেন্টিনার ক্রীড়া সংস্থার কর্তা পাবলো গঞ্জালেস।
 বিবিধ
  • লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারোনায় অনুষ্ঠিত হল ৬৫তম ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’।এবার গ্রামির আসরে চমকে দিলেন বিয়ন্সে নোলস-কার্টার। আধুনিক পপ সঙ্গীতের সম্রাজ্ঞী, গোটা দুনিয়ায় ‘কুইন বি’ নামে পরিচিত এই তারকা গায়িকা একাই জিতলেন ৪টি পুরস্কার। বিয়ন্সে তাঁর ‘রেনেসঁ’ ও ‘ব্রেক মাই সোল’ অ্যালবামের জন্য এ বার পুরস্কার জিতলেন । সেইসঙ্গে গ্র্যামির মঞ্চে ইতিহাসও গড়লেন তিনি। সবমিলিয়ে ৩২তম গ্র্যামি জিতে রেকর্ড গড়লেন বিয়ন্সে। গত ২০ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ অর্কেস্ট্রা শিল্পী জর্জ সল্টি। ৩১টি গ্র্যামি জিতে নজির গড়েছিলেন তিনি। এদিন গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হলেন একজন ভারতীয় শিল্পীও। ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য  গ্রামি জিতলেন রিকি কেজ। এই নিয়ে তৃতীয় বার গ্রামি জিতলেন তিনি। তিনি এই সম্মান দেশকে উৎসর্গ করলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 22:19:37
Privacy-Data & cookie usage: