কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ফেব্রুয়ারি ২০২৩

311
0
Current Affairs 1st March

আন্তর্জাতিক
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ১১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেল। সরকারি তথ্য অনুযায়ী, সিরিয়ায় ৮৫৭৪ জন ও তুরস্কে ২৬৬২ জনের মৃত্যু হয়েছে। তুরস্কে ২৪,৪০০ টি তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০ হাজারের বেশি মানুষকে।  সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে, কোথাও হিমাঙ্কের নীচে পৌঁছেছে । তার সঙ্গে চলছে তুষারপাত আর বৃষ্টি। স্কুল, মসজিদ, বাস স্ট্যান্ড, বিমানবন্দরে মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়া সরকারের ওপর একাধিক দেশের নিষেধাজ্ঞা ছিল, বর্তমান পরিস্থিতিতে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
  • ইরানের পার্বত্য এলাকায় মাটির নীচে কয়েকশো মিটার গভীরে বিশাল সেনা ঘাঁটি। যুদ্ধবিমান, ড্রোন , সমরাস্ত্র রাখা হয়েছে সেখানে। তার নাম “ঈগল ৪৪”। এদিন তার উদ্বোধন হয়েছে বলে জানা গেছে। তবে তার অবস্থান জানানো হয়নি। এই প্রথম তার ছবি প্রকাশ্যে আনল তেহরান।
জাতীয়
  • বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি একটি নীল রঙের জ্যাকেট পরেছিলেন। সেটি পরিবেশবান্ধব, ফেলে দেওয়া প্যাস্টিকের বোতল ব্যবহার করে তা তৈরি করা হয়েছে।
  • ইতিহাস গড়লেন জাহাদ পাভাল। দেশের প্রথম রূপান্তরিত মানুষ হিসেবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এই দম্পতির দুজনেই রূপান্তরিত।তাঁরা হলেন কেরলের রূপান্তরকামী যুগল জাহাদ পাভাল ও জিয়া পাভাল। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন সকালে ভূমিষ্ঠ হয় শিশুটি। জিয়া জানিয়েছেন তাঁদের সন্তান এবং জাহাদ দুজনেই সুস্থ রয়েছেন। ২৩ বছর বয়সি রূপান্তরিত পুরুষ জাহাদ পাভাল এবং ২১ বছর বয়সি রূপান্তরিত মহিলা জিয়া।
  • শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা লাতিন আমেরিকা নয়, ভারতেও নজরদারি চালিয়েছিল চিনের নজরদার বেলুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দি ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার দাবি, কলম্বিয়া, ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দেশে এই নজরদারির কাজ চালিয়েছে চিন।
  • মহারাষ্ট্রের রত্নগিরি জেলার রাজাপুরে পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন সাংবাদিক শোশীকান্ত ওয়ারিস। এই ঘটনাটি পরিকল্পিত খুন বলে গুরুতর অভিযোগ উঠেছে। রত্নগিরি রিফাইনারি ও পেট্রোকেমিম্যালস নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদ বিষয়ে তিনি সংবাদ প্রকাশ করেছেন। ঘাতক গাড়ির চালক এই প্রতিবাদ আন্দোলনের বিরোধী হিসেবে পরিচিত।
খেলা
  • কলকাতায় অনূর্ধ্ব ১৫ বছর মেয়র্স কাপ প্রতিযোগিতায় অভিনব রেকর্ড তৈরি হল। ৫২টি স্কুল যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়। এদিন ২৮ ওভারে ৪৮২ রান তোলে নব নালন্দা। কিন্তু ২৮ ওভারের পর নোপানি হাইস্কুল  মাঠ ছেড়ে বেড়িয়ে যায়। ম্যাচ রেফারি তখন নব নালন্দাকে ৫৮৫ রান বোনাস দেন। ফলে নোপানি হাই স্কুলের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৬৮ রান। এরপর ৫.১ ওভারে মাত্র ৪ রানে শেষ হয়ে যায় নোপানি হাই স্কুলের ইনিংস।  ১০৬৩ রানে জয়ী হল নব নালন্দা।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলল। জোড়া শতরান করলেন অনুষ্টুপ মজুমদার (১২০) ও সুদীপ ঘরামি (১১২)। অন্য ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে ২৪৬ বলে ১১০ রান করে অপরাজিত থাকলেন মায়াঙ্ক আগরওয়াল। প্রথম দিনের শেষে কর্নাটক ৫ উইকেট হারিয়ে তুলেছে ২২৯ রান। শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া কর্নাটককে লড়াইয়ে ফেরালেন তিনি।
 বিবিধ
  • পুনরায় রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক। এদিন ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট বেড়ে হল ৬.৫ শতাংশ।গত মে মাস থেকে ৬ দফায় ২৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সোমবার থেকে আর্থিক মানিটারি কমিটির যে বৈঠক বসেছিল তাতে মানিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ জন সদস্যই রেপো রেট বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক পূর্বাভাষ দিয়েছে, পরের অর্থবর্ষে সম্ভাব্য মূল্যবৃদ্ধির হার ৫.৩%। আগামী অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৪ % হতে পারে বলেও জানানো হয়েছে।