কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ফেব্রুয়ারি ২০২৩

schedule
2023-02-10 | 05:44h
update
2023-02-10 | 05:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: MSN

আন্তর্জাতিক
  • তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। আহতের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। সোমবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। তার পরে অন্তত ১০০ বার অনুকম্প অনুভূত হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। এই ভূমিকম্পকে ইতিমধ্যে শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর এবং প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের পর প্রবল শীত, তুষারঝড়ে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে দুই দেশেই। অনেক জায়গায় এখনো পৌঁছায়নি উদ্ধারকারী দল। খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে মানুষকে। উদ্ধারকাজে ত্রুটি স্বীকার করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান। নির্মান নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনারও মুখে দুই দেশ। বেআইনি নির্মাণগুলি কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

 

 জাতীয়
  • কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রস্তাব করল বিচারপতি টি এস শিবঘ্নমের নাম। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর নেবেন ৩০ মার্চ।
  • গগন যান অভিযানে মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করল ইসরো। কেরলের কোচিতে ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথভাবে এই ক্রু মডিউল রিকভারি ট্রায়াল সম্পন্ন করেছে তারা।
  • ২০১৬ সাল থেকে ১৬ লক্ষের বেশি ভারতীয় নাগরিক তাঁদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২০২২ সালে এই সংখ্যা ছিল সর্বাধিক, ২,২৫,৬২০ জন। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সবথেকে বেশি মানুষ পাকাপাকিভাবে চলে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতীয় নাগরিকরা তাঁদের নাগরিকত্ব ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য ১৩৪টি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেনবলে জানিয়েছেন তিনি।
Advertisement

 খেলা
  • নাগপুরে শুরু হল ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ১৭৭ রানে। স্পিনের ভেলকি দেখালেন রবীন্দ্র জাদেজা। ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান মারনাস লাবুশেনের ,৪৯। জবাবে ভারত ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে। এদিনই দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০তম উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি টপকে গেলেন অনিল কুম্বলেকে।অশ্বিন ৮৯ টি টেস্ট ম্যাচ খেলে এই নজির গড়লেন। কুম্বলে ৯৩ টেস্টে ৪৫০ উইকেট পেয়েছিলেন। এই টেস্ট ম্যাচেই অভিষেক হল সূর্যকুমার যাদব ও শ্রীকর ভরতের। টেস্ট শুরুর আগে সূর্যকে টেস্টের টুপি দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। সাধারণত কোচ বা অধিনায়ক টেস্ট ক্যাপ তুলে দেন নতুন খেলোয়াড়ের হাতে। এই ঘটনা বিতর্ক তৈরি করল।
  • মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংসে করল ৪৩৮ রান।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের এককালের পপ সঙ্গীতের অন্যতম সুরকার এবং গীতিকার বার্ট ব্যাকারাক লস অ্যাঞ্জেলসে প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। সুরকার ও গীতিকার হিসাবে প্রায় ত্রিশ বছর তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। পাঁচের দশকের শেষ থেকে আটের দশক পর্যন্ত কয়েকশো পপ গানে সুর দিয়েছেন বার্ট। বেশির ভাগ গানে গীতিকার হ্যাল ডেভিডের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।৩ বার অ্যাকাডেমি পুরস্কার ও ৬টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন বার্ট । ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়।  নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।
  • ভারতীয় সিনেমার প্রথম দলিত অভিনেত্রী পি কে রোজির জন্মদিনে তাঁর নাম ও ছবি দিয়ে ডুডল সাজালো গুগুল। তাঁর আসল নাম  রাজাম্মা বা রোসাম্মা, রাজম্মাল। তিনি ছিলেন মালয়ালম সিনেমার অভিনেত্রী।  তিনি জেসি ড্যানিয়েল পরিচালিত বিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড) এর নায়িকা ছিলেন। তিনিই মালায়লাম সিনেমার প্রথম নায়িকা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2024 - 11:55:28
Privacy-Data & cookie usage: