উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সে দেশের সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মি-র ৭৫ বছর পূর্তি উদ্যাপনের অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এর সঙ্গেই উপস্থিত হলেন তাঁর স্ত্রী রি সল-জু।ওই সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের অনুরূপ নেকলেস পরে এসেছিলেন সল-জু।অনুষ্ঠানে নজর কেড়ে নিল তাঁর গলার ওই মিসাইল নেকলেস।
সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের কবলে মৃতের সংখ্যা ২৩ হাজার অতিক্রম করে গেল। আহতের সংখ্যাও প্রায় ৪০ হাজার। বর্তমানে পড়া দুই দেশেই তীব্র শীতের সঙ্গে লড়াই করে ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার হচ্ছে কেবল মৃতদেহ। তুরস্কে ঘটনার ১০৪ ঘন্টা পরে ধ্বংস স্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে একজন বৃদ্ধকে।
জাতীয়
দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ‘অলজামিয়া-তুস-সাইফিয়াহ আরবি অ্যাকাডেমি’-র মুম্বই ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতে বিবিসি-র সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সম্প্রতি ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ নামে বিবিসি-র একটি তথ্যচিত্র এ দেশে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ওই তথ্যচিত্র ২০০২ সালে গুজরাটে গোধরাকাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার বিষয়টি নিয়ে নির্মিত। তথ্যচিত্রটির সম্প্রচার ও তার সম্প্রচারকারী সংস্থা বিবিসি-র উপর এ দেশে পুরোপুরি নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত।
রাজস্থান বিধানসভার বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে বেমালুম এক বছর আগের বাজেট পাঠ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আট মিনিট পর ভুল ধরা পড়ে।
খেলা
নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে করল ৩২১ রান । শতরান (১২০) করলেন রোহিত শর্মা। টেস্টে অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। শুধু তাই নয়, রোহিত অধিনায়ক হিসাবে তিন ধরনের ক্রিকেটেই শতরান করার নজির গড়লেন। এই নজির এর আগে ছিল বাবর, ডুপ্লেসি এবং দিলশানের। রোহিত বিশ্বের চতুর্থ এবং প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়লেন। রোহিত এখনও পর্যন্ত মোট ৪৬টি টেস্ট খেলেছেন। ৭৮টি ইনিংসে তাঁর রান ৩২৫৭। সব মিলিয়ে গড় অবশ্য ৪৭.২০। ঘরের মাঠে সবচেয়ে বেশি গড়ের ক্ষেত্রে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন রোহিত। ঘরের মাঠে সবচেয়ে বেশি গড়ের নিরিখে একে রয়েছেন ব্র্যাডম্যান। ৫০টি ইনিংসে ৪৩২২ রান করেছেন তিনি। গড় ৯৮.২। রোহিত এখনও পর্যন্ত ৩১টি ইনিংসে করেছেন ১৮৮০ রান।তাঁর গড় ৭৫.২০। ঘরের মাঠে আটটি শতরান এবং ছ’টি অর্ধশতরান রয়েছে তাঁর। নতুন একটি নজির গড়লেন রবীন্দ্র জাডেজাও।প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে মত ৫ বার একই টেস্ট ম্যাচে ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং ৫০ রান করলেন তিনি।এর আগে কপিল দেব একই টেস্টে অর্ধশতরান করা এবং ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন মোট ৪ প সেটাই ছিল কোনও ভারতীয় অলরাউন্ডারের এক টেস্টে সেরা সাফল্য। গতকাল ৪৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে কাঁপুনি ধরিয়েছিলেন জাডেজা। এদিন ৬৬ রান করে অপরাজিত আছেন বাঁহাতি অলরাউন্ডার জাদেজা । এদিকে অস্ট্রেলিয়ার টড মারফি অভিষেক টেস্টেই ৫ উইকেট পেলেন।
ইন্দোরে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকল বাংলা। এদিন মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে করল সাকুল্যে ১৭০ রান। বাংলার আকাশ দীপ ৪২ রানে পাঁচ উইকেট নিলেন । ২ উইকেট নিলেন শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ২৬৮ রানে এগিয়ে রয়েছে বাংলা। তবে সুযোগ থাকলেও বিপক্ষকে ফলো-অন করায়নি বাংলা। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৯ তুলেছে তারা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এমন একটি রেকর্ডের সৃষ্টি করলেন যা টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে কখনও ঘটেনি। সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং ত্যাগনারাইন চন্দ্রপল প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এবং প্রথম জুটি হিসাবে একটি টেস্টের পাঁচ দিনই ব্যাট করার নজির গড়েছেন । এই টেস্টের প্রতি দিনই কোনও না কোনও সময় এক সঙ্গে ব্যাট করেছেন তাঁরা। টেস্টের ইতিহাসে ব্রেথওয়েট ১১তম এবং চন্দ্রপল ১২তম ব্যাটার হিসাবে এই নজির তৈরি করলেন।জুটি বাদ দিলে ব্যক্তিগতভাবে এই তালিকায় রয়েছেন দুজন ভারতীয় ক্রিকেটার যাঁরা টেস্টের প্রতি দিনই একবার করে ব্যাট করেছেন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রবি শাস্ত্রী প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েন। হালে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চেতেশ্বর পুজারাও টেস্টের পাঁচ দিনই ব্যাট করার রেকর্ড গড়েছিলেন।
বিবিধ
কেন্দ্রীয় সরকারের ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই) আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করে দিনটি গো আলিঙ্গন দিবস হিসেবে পালন করার যে নির্দেশিকা জারি করেছিল, তা প্রত্যাহার করল। এই নির্দেশিকা ঘিরে দেশ জুড়ে প্রবল সমালোচনা পরেই বোর্ডের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
আদানি গোষ্ঠীর সমস্যা যাতে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থে ক্ষতি না করে তা দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট।