কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ফেব্রুয়ারি ২০২৩

329
0
Current Affairs 7th October
Courtesy: NPR

ন্তর্জাতিক
  • তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২৫ হাজার অতিক্রম করে গেল। ঘটনার ১২১ ঘন্টা পরেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কিছু জনকে। হিমাঙ্কের কাছে থাকা তাপমাত্রায় চলছে উদ্ধার অভিযান। তুরস্কের মালটিয়ায় উদ্ধার হয়েছে একজন ভারতীয় নাগরিক , উত্তরাখণ্ডের বিজয় কুমারের মৃতদেহ। কাজের জন্য তুরস্ক গিয়ে ভূমিকম্পের বলি হলেন তিনি।
  • পাকিস্তান সফর শেষে কোনও ঋণ প্যাকেজ ঘোষণা না করেই ফিরে গেল আইএমএফ প্রতিনিধি দল। তাদের শর্ত সম্বন্ধে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, এই শর্ত মানা অসম্ভব কিন্তু তা মানা ছাড়া অন্য কোন পথও নেই। এই শর্ত মানলে পাক নাগরিকদের ঘাড়ে ১৭ হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপবে বলে জানা গেছে। ইতিমধ্যে পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে।
জাতীয় 
  • প্রায় বছর দশেক ধরে খোঁজাখুঁজি চলছে। অবশেষে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে ভারতে। কাশ্মীরের রিয়াসি জেলার ওই এলাকায় ৫৯ লক্ষ টন লিথিয়াম সঞ্চিত আছে। ব্যাটারি তৈরি করতে এটি কাজে লাগে। এর দাম বিপুল।
  • রাশিয়া সফরে গিয়ে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রসঙ্গত, মস্কোয় রাশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, চিন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান -এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবার সেখানে সভাপতির আসন পেয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই ।

 

খেলা 
  • নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের প্রথম টেস্ট আড়াই দিনে জিতে নিল ভারত। ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৭ রান ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করল। ভারত জয়ী হল ইনিংস ও ১৩২ রানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩২.৩ ওভারের বেশি খেলতে পারেনি। প্রথম ইনিংসে রবীন্দ্র জাডেজা নিয়েছিলেন ৫ উইকেট,  দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন নিলেন ৫ উইকেট। এই টেস্টে ভারতের স্পিনাররা নিয়েছেন ১৬ উইকেট। তবে খেলার মাঠে অনুমতি ছাড়া হাতে ব্যথার মলম লাগানোর কারণে জাদেজার ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করল আইসিসি।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা ও কর্ণাটকের বিরুদ্ধে সৌরাষ্ট্র জয়ের আশা জাগিয়ে তুলল।
  • এফসি গোয়াকে ৫-৩ গোলে হারিয়ে লিগ শিল্ড জিতল মুম্বই সিটি। দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জিতল তারা।
বিবিধ
  • ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছবির পরিচালক হিউ হাডসন প্রয়াত হলেন (৮৬) । বার্ধক্যজনিত অসুস্থতায় গত ১০ ফেব্রুয়ারি লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় অস্কারজয়ী ছবির এই ব্রিটিশ পরিচালকের। ‘চ্যারিয়টস অফ ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লেজেন্ড অফ টারজ়ান, ‘লর্ড অফ দ্য এপস’ প্রভৃতি চলচ্চিত্রের পরিচালনা করেছিলেন হিউ হা়ডসন।