কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারি ২০২৩

384
0
Current Affairs 31st January

আন্তর্জাতিক
  • বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন মহম্মদ সাহাবুদ্দীন চুপ্পু। তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি । তিনি প্রাক্তন মুক্তিযোদ্ধা তথা শাসক আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিক। পাবনার মানুষ সাহাবুদ্দীন একজন প্রাক্তন বিচারপতি। আওয়ামী লীগের তরফে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এদিনই। আর কোন মনোনয়ন পত্র জমা না পড়ায় তাঁর রাষ্ট্রপতি হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
  • ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মোট প্রাণহানির সংখ্যা ৩৩হাজার পেরিয়ে গেল। ঘটনার ১৪৯ ঘন্টা পরও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কাউকে, এমন ঘটনাও অবশ্য ঘটছে। এরইমধ্যে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যে সরাসরি হাত লাগাতে ভারতীয় সেনা শুরু করেছে অপারেশন দোস্ত’। এই অভিযানে এদিন তুরস্ক পৌঁছল ভারতীয় বায়ুসেনার সপ্তম বিমান। সেখানে রয়েছে ভেন্টিলেটর, চিকিৎসা সামগ্রী, কম্বল, শুকনো খাবার।৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। তার পর থেকে প্রায় ১০০ বার আফটার শক অনুভূত হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়।
জাতীয়
  • দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত অংশটির উদ্বোধন হল এদিন । আট লেন বিশিষ্ট এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে তা হবে দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের । দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত ওই এক্সপ্রেসওয়ে ২৪৬ কিলোমিটার লম্বা। কাজ সম্পূর্ণ হওয়ার পর তা হবে ১,৩৮৬ কিলোমিটার দীর্ঘ । দিল্লি থেকে মুম্বই  সড়কপথে দূরত্ব ১,৪২৪ কিলোমিটার।নতুন এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে সেই দূরত্ব কমবে ১২ শতাংশ। তখন দিল্লি থেকে মুম্বই সড়কপথে দূরত্ব কমে দাঁড়াবে  ১,২৪২ কিলোমিটার। সেক্ষেত্রে  সময় ও জ্বালানি দুইই বাঁচবে ৫০ শতাংশ। এই পথে এখন সময় লাগে ২৪ ঘণ্টা যা কমে হবে ১২ ঘণ্টা। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র – এই ছ’টি রাজ্যের উপর দিয়ে যাবে দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে। কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, ভদোদরা, সুরাট প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরগুলি এই রাস্তায় এক সূত্রে যুক্ত হবে।
খেলা
  • পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করল ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে এই ভাবেই হারাল ভারত।ভারতের জেমাইমা অর্ধ শতরান (৩৮ বলে ৫৩ রান) করে অপরাজিত ছিলেন । বাংলার রিচা ঘোষ ২০ বলে ৩১ রান করেছেন ।
  • রঞ্জি ট্রফির ফাইনালে উঠল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সরাসরি ৩০৬ রানে জিতল বাংলা। প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল বাংলা। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে করেছিল ১৭০ রান। । বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৫৪৮ রানের লক্ষ্য রাখে তারা মধ্যপ্রদেশের সামনে। শেষপর্যন্ত ৩০৬ রানে ম্যাচ জিতে নেয় তারা। মোট ১৪ বার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা, চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ২ বার।
বিবিধ
  • সমাপ্ত হল ৪৬ তম কলকাতা পুস্তক মেলা। এবার ২৬ লক্ষ মানুষের রেকর্ড সমাগম ও ২৬ কোটি টাকার বই বিক্রি হয়েছে।
  • ব্রাজিলের রিও ডি জেনেইরোয় ১০০ ফুট উঁচু যিশু মূর্তির ওপর বজ্রপাত হল। ভূপৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উচ্চতায় ক্রাইস্ট দ্য রিডিমার’ নামে যিশুর এই মূর্তিটি কর্কোভাডো পাহাড়ের ওপর অবস্থান করছে। ২০০৭ সালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  ৭০০ টন কংক্রিট দিয়ে নির্মিত মূর্তিটি অবশ্য বজ্রপাতের পরও অক্ষত রয়েছে।