বাংলাদেশ বজ্রপাতে ১৭ জন বরযাত্রী নিহত হলেন। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে নৌকা থেকে নেমে একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন বরযাত্রীরা । সেখানেই বজ্রপাত হয়। মৃতদের ১২ জন একই পরিবারের।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনারের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিল ইমরান খান সরকার। ইসলামাবাদের ওই ভবনে অবশ্য ইমরান থাকেন না। তিনি নিজের বাড়িতেই থাকেন।
বিশ্বে করোনায় মোট সংক্রমিত মানুষের সংখ্যা ২০ কোটি অতিক্রম করল (২০,০৬,৭২,৬২৪ জন)।
জাতীয়
‘আইএনএস বিক্রান্ত’ কোচির সমুদ্রে প্রথমবার মহড়া দিল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ২৩ হাজার কোটি টাকা ব্যয়ে ২৬২ মিটার দীর্ঘ ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উঁচু রণতরীটি ৩০টি যুদ্ধবিমান নিয়ে ঘণ্টায় ৩৩.৩৭ কিমি বেগে ১৩৯০০ কিমি একটানা যেতে সক্ষম। ১৭০০ নৌসেনা থাকতে পারবেন সেখানে।
বিশ্বের উচ্চতম সড়ক নির্মাণ সম্পূর্ণ করল ভারত। পূর্ব লাদাখের উপলিঙ্গা পাসে ৫২ কিমি দীর্ঘ রেলপথ নির্মাণ করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। ১৯৩০০ ফুট উচ্চতার এই সড়ক বলিভিয়ার ১৮৯৫৩ ফুট উচ্চতার সর্বোচ্চ সড়কের রেকর্ড ভেঙে দিল।
বিবিধ
শেয়ার সূচক সেনসেক্স অতিক্রম করল ৫৪ হাজারের মাইল ফলক। গত ৭ জুলাই তা ৫০ হাজারের ঘরে ছিল। এ পর্যন্ত এ বছর সেনসেক্স ৬৬১৮.৪৪ পয়েন্ট বা ১৩.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটিও রেকর্ড গড়ে ১৬২৪৬.৮৫ অঙ্কে পৌঁছেছে এদিনই।
আইডিয়া- ভোডাফোন ও আইডিয়ার নন এগজিকিউটিভ চেয়ারম্যান ও নন এক্সিকিউটিভ ডিরেক্টর পথ থেকে সরে গেলেন কুমারমঙ্গলম বিড়লা।
খেলা
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে জ্যাভলিন ছোড়ার প্রতিযোগিতার ফাইনালে উঠলেন নীরদ চোপড়া। সেমিফাইনালে ৫৭ কেজি কুস্তির সেমিফাইনালে কাজাখস্তানের নুরিসলাম সনাইয়েভকে পরাস্ত করে ফাইনালে পৌছলেন ভারতের রবিকুমার। মেয়েদের ৬৯ কেজি কুস্তিতে সেমিফাইনালে লাভলিনা বরং হেরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলির কাছে। ভারতের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে টোকিও অলিম্পিকে পদক জিতলেন লাভলিনা। পেলেন ব্রোঞ্জ পদক। মেয়েদের হকির সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২১ ব্যবধানে হেরে গেল ভারত। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ৪৫.৯৪ সেকেন্ড সময় করে বিশ্ব রেকর্ড করলেন সিডনি ম্যাকলফলিন।
টেন্ট ব্রিজে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৩ রান করল ইংল্যান্ড। যশপ্রীত বুমরা পেলেন চার উইকেট।