কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ফেব্রুয়ারি ২০২৩

342
0
Current Affairs 5th January

আন্তর্জাতিক 
  • তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৪১ হাজারের সীমা। ভূমিকম্পের পর দশম দিনে মোট ২২২ ঘন্টা পরেও তুরস্কের কারহামানমারাস থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ বছরের একজন মহিলাকে। ভারতের কাছে সাহায্য চেয়েছিল সিরিয়া। সেই আবেদনে সাড়া দিয়ে রাষ্ট্রসঙ্ঘের শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসেবে সিরিয়ার আলেপ্পোয় ৪০ জন সেনা ও ত্রাণ সামগ্রী পাঠালো ভারত।
  • বন্যায় কাবু দক্ষিণ আফ্রিকা। ৯টির মধ্যে ৭টি প্রদেশেই বন্যা দেখা দিয়েছে। সঙ্গে দোসর বিদ্যুৎ বিভ্রাট। এদিন গোটা দক্ষিণ আফ্রিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
  • আচমকা থমকে গেল ইউরোপের সবচেয়ে বড় বিমান সংস্থার উড়ান। পরে জানা গেল এর পিছনে রয়েছে প্রযুক্তি বিভ্রাট। আর তাতেই বিশ্ব জুড়ে অংসখ্য উড়ান বাতিল করতে বাধ্য হল জার্মান এয়ারলাইন্স গোষ্ঠী লুফ্‌ৎহানসা। এদিন ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে সংস্কার কাজ চলার সময় কোনও ভাবে ফাইবার অপটিক কেব‌্‌ল ছিঁড়ে যাওয়ায় এই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।
  • দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে  চিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান পদাধিকারী চেন সুয়ানকে। চিনের কমিউনিস্ট পার্টির  সহ-সভাপতির পদেও রয়েছেন তিনি। সুয়ানের বিরুদ্ধে ঠিক কী দুর্নীতির অভিযোগ রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। তবে তাঁর বিরুদ্ধে চিনের জাতীয় ক্রীড়া সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে । তাঁর আমলে চিন ফুটবলে বিশেষ অগ্রগতি করতে পারেনি। শেষবার বিশ্বকাপ ফুটবলে সুযোগ পেয়েছিল ২০ বছর আগে।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের মোট বাজেট ৩,৩৯,১৬২ কোটি টাকার। রাজকোষ ঘাটতি ৩.৮৩%, রাজস্ব ঘাটতি ১.৮%, মোট ঋণ ৩৭.৬৭% । প্রস্তাবিত যায় ৩,১০,৪৯৪ কোটি টাকা। রা‌জ্য সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা রয়েছে এই বাজেট প্রস্তাবে । অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আর্থিক বৃদ্ধির হার হবে ৮.৪১% । বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৬০ লক্ষ টাকা থেকে বেড়ে ৭০ লক্ষ টাকা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া ঋণের পরিমাণ ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মৎস্যজীবী বন্ধু নামের নতুন প্রকল্প চালুর প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী । এই প্রকল্পে মৎস্যজীবীদের অকাল মৃত্যু হলে ক্ষতিপূরণ বাবদ তাদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা সাহায্য করা হবে। এছাড়াও রাস্তাশ্রী প্রকল্পে নতুন ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ করার কথা আছে এই বাজেটে।
  • উত্তরপ্রদেশের একজন বিধায়কের বিধায়ক পদ খারিজ হল। ১৫ বছরের পুরনো একটি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাঁর দুবছর কারাদণ্ড হয়। এরপর প্ৰচলিত আইন মেনেই বিধায়ক পদটিই হারাতে হল তাঁকে। ওই বিধায়ক হলেন সমাজবাদী পার্টির নেতা আজম খানের পুত্র এবং উত্তরপ্রদেশের রামপুর জেলার সুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক আবদুল্লা আজম খান।
খেলা
  • মেয়েদের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের  দীপ্তি শর্মা এদিন ১৫ রান দিয়ে তিন উইকেট নিলেন। সঙ্গেসঙ্গেই মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১০০ উইকেট পূর্ণ করলেন । বাংলার মেয়ে দীপ্তি ভারতীয় বোলারদের মধ্যে তিনিই প্রথম হিসাবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মালিক হলেন। ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন তিনি। এদিন ব্যাট হাতে ভারতের অধিনায়ক হরমনপ্রীত (৪২ বলে ৩৩রান) এবং শেফালি বর্মা (২৩ বলে ২৮ রান) ও বাংলার রিচা ঘোষ ( ৩২ বলে ৪৪ রান) ভাল খেলেছেন। এর আগে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারতের মেয়েরা।
  • জাতীয় হাঁটা প্রতিযোগিতায় মহিলাদের ৩৫ কিমি হাঁটায় ২ ঘন্টা ৫৭ মিনিট ৫৪ সেকেন্ড সময় করে নতুন রেকর্ড গড়লেন মঞ্জু রানি।
  • সন্তোষ ট্রফির ম্যাচে বাংলা ২-৪ গোলে হেরে গেল মণিপুরের কাছে। প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে ড্র ও দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের কাছে হেরে গিয়েছিল বাংলা।

 

বিবিধ
  • পশ্চিমবঙ্গের নতুন তথ্য কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্রর নাম প্রস্তাব করা হচ্ছে,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তা  জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টাপাধ্যায়।  ১৫ জন এই পদের জন্য আবেদন করেছিলেন।
  • পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতেরর প্রধান সচিব পদে বদলি হলেন আইএস অফিসার নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনি ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব। এদিন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর একটি বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

 

১৪ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন